নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীত জেঁকে বসেছে। চাদর গায়ে না জড়ালেই নয়। শুধু শীত কাটালেই চলবে কেন, চাদর হওয়া চাই স্টাইলিশ ও যুগোপযোগী। একসময় চাদরের জমিনে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন নকশা। এখন ক্রেতাদের চাহিদার কথা ভেবে ফ্যাশন ডিজাইনাররাই সেগুলো নকশাদার করে তুলছেন। তৈরি করছেন বিভিন্ন থিমেটিক নকশার চাদরও। নকশাদার ও থিমেটিক এসব চাদর শাড়ি, কুর্তি, টপস, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ সবকিছুর সঙ্গেই পরা যাবে। যেকোনো থিমের চাদর শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে বেশ মানিয়ে যাবে। সঙ্গে উষ্ণতাও ছড়াবে।
কইন্যার স্ক্রিন প্রিন্টের উলের চাদর
শীত কিছুটা ফ্যাকাশে ঋতু বলেই হয়তো চাদর রঙিন হয়ে ওঠে। ফ্যাশন হাউস কইন্যা তাই নিয়ে এসেছে শীতের রঙিন চাদর। হাতে বোনা উলের চাদরে স্ক্রিন প্রিন্ট করেছে তারা। এই চাদরগুলোর দাম ৬৫৫ টাকা। ঘরে বসে কইন্য়ার ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে শীতের চাদরগুলো।
হরিতকীর প্যাচওয়ার্ক চাদর
হরিতকী নিয়ে এসেছে প্যাচওয়ার্কের চাদর। একেকটি প্রিন্টেড পেইন্টিং হাতের বদলে মেশিনে সেলাই করে ভিসকস ইয়ার্ন চাদরের চারপাশে বসানো হয়েছে। এই চাদরগুলোর দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। হরীতকীর ফেসবুক পেজে অর্ডার করে কেনা যাবে চাদরগুলো।
রঙ বাংলাদেশের উইন্টার ট্রিস থিমের চাদর
জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শীতের চাদর। উইন্টার ট্রিস থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীতের চাদর। মূল রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ম্যাজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। ভিসকস কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিনপ্রিন্ট ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করে।
এই চাদরগুলোর দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই এই চাদরগুলো পাওয়া যাবে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শীতের চাদর।
শীত জেঁকে বসেছে। চাদর গায়ে না জড়ালেই নয়। শুধু শীত কাটালেই চলবে কেন, চাদর হওয়া চাই স্টাইলিশ ও যুগোপযোগী। একসময় চাদরের জমিনে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন নকশা। এখন ক্রেতাদের চাহিদার কথা ভেবে ফ্যাশন ডিজাইনাররাই সেগুলো নকশাদার করে তুলছেন। তৈরি করছেন বিভিন্ন থিমেটিক নকশার চাদরও। নকশাদার ও থিমেটিক এসব চাদর শাড়ি, কুর্তি, টপস, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ সবকিছুর সঙ্গেই পরা যাবে। যেকোনো থিমের চাদর শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে বেশ মানিয়ে যাবে। সঙ্গে উষ্ণতাও ছড়াবে।
কইন্যার স্ক্রিন প্রিন্টের উলের চাদর
শীত কিছুটা ফ্যাকাশে ঋতু বলেই হয়তো চাদর রঙিন হয়ে ওঠে। ফ্যাশন হাউস কইন্যা তাই নিয়ে এসেছে শীতের রঙিন চাদর। হাতে বোনা উলের চাদরে স্ক্রিন প্রিন্ট করেছে তারা। এই চাদরগুলোর দাম ৬৫৫ টাকা। ঘরে বসে কইন্য়ার ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে শীতের চাদরগুলো।
হরিতকীর প্যাচওয়ার্ক চাদর
হরিতকী নিয়ে এসেছে প্যাচওয়ার্কের চাদর। একেকটি প্রিন্টেড পেইন্টিং হাতের বদলে মেশিনে সেলাই করে ভিসকস ইয়ার্ন চাদরের চারপাশে বসানো হয়েছে। এই চাদরগুলোর দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। হরীতকীর ফেসবুক পেজে অর্ডার করে কেনা যাবে চাদরগুলো।
রঙ বাংলাদেশের উইন্টার ট্রিস থিমের চাদর
জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শীতের চাদর। উইন্টার ট্রিস থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীতের চাদর। মূল রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ম্যাজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। ভিসকস কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিনপ্রিন্ট ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করে।
এই চাদরগুলোর দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই এই চাদরগুলো পাওয়া যাবে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শীতের চাদর।
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
১৭ ঘণ্টা আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
১ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
১ দিন আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
১ দিন আগে