নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শীত জেঁকে বসেছে। চাদর গায়ে না জড়ালেই নয়। শুধু শীত কাটালেই চলবে কেন, চাদর হওয়া চাই স্টাইলিশ ও যুগোপযোগী। একসময় চাদরের জমিনে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন নকশা। এখন ক্রেতাদের চাহিদার কথা ভেবে ফ্যাশন ডিজাইনাররাই সেগুলো নকশাদার করে তুলছেন। তৈরি করছেন বিভিন্ন থিমেটিক নকশার চাদরও। নকশাদার ও থিমেটিক এসব চাদর শাড়ি, কুর্তি, টপস, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ সবকিছুর সঙ্গেই পরা যাবে। যেকোনো থিমের চাদর শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে বেশ মানিয়ে যাবে। সঙ্গে উষ্ণতাও ছড়াবে।
কইন্যার স্ক্রিন প্রিন্টের উলের চাদর
শীত কিছুটা ফ্যাকাশে ঋতু বলেই হয়তো চাদর রঙিন হয়ে ওঠে। ফ্যাশন হাউস কইন্যা তাই নিয়ে এসেছে শীতের রঙিন চাদর। হাতে বোনা উলের চাদরে স্ক্রিন প্রিন্ট করেছে তারা। এই চাদরগুলোর দাম ৬৫৫ টাকা। ঘরে বসে কইন্য়ার ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে শীতের চাদরগুলো।
হরিতকীর প্যাচওয়ার্ক চাদর
হরিতকী নিয়ে এসেছে প্যাচওয়ার্কের চাদর। একেকটি প্রিন্টেড পেইন্টিং হাতের বদলে মেশিনে সেলাই করে ভিসকস ইয়ার্ন চাদরের চারপাশে বসানো হয়েছে। এই চাদরগুলোর দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। হরীতকীর ফেসবুক পেজে অর্ডার করে কেনা যাবে চাদরগুলো।
রঙ বাংলাদেশের উইন্টার ট্রিস থিমের চাদর
জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শীতের চাদর। উইন্টার ট্রিস থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীতের চাদর। মূল রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ম্যাজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। ভিসকস কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিনপ্রিন্ট ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করে।
এই চাদরগুলোর দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই এই চাদরগুলো পাওয়া যাবে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শীতের চাদর।
শীত জেঁকে বসেছে। চাদর গায়ে না জড়ালেই নয়। শুধু শীত কাটালেই চলবে কেন, চাদর হওয়া চাই স্টাইলিশ ও যুগোপযোগী। একসময় চাদরের জমিনে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন নকশা। এখন ক্রেতাদের চাহিদার কথা ভেবে ফ্যাশন ডিজাইনাররাই সেগুলো নকশাদার করে তুলছেন। তৈরি করছেন বিভিন্ন থিমেটিক নকশার চাদরও। নকশাদার ও থিমেটিক এসব চাদর শাড়ি, কুর্তি, টপস, সিঙ্গেল কামিজ, সালোয়ার-কামিজ সবকিছুর সঙ্গেই পরা যাবে। যেকোনো থিমের চাদর শাড়ি ও পাঞ্জাবির সঙ্গে বেশ মানিয়ে যাবে। সঙ্গে উষ্ণতাও ছড়াবে।
কইন্যার স্ক্রিন প্রিন্টের উলের চাদর
শীত কিছুটা ফ্যাকাশে ঋতু বলেই হয়তো চাদর রঙিন হয়ে ওঠে। ফ্যাশন হাউস কইন্যা তাই নিয়ে এসেছে শীতের রঙিন চাদর। হাতে বোনা উলের চাদরে স্ক্রিন প্রিন্ট করেছে তারা। এই চাদরগুলোর দাম ৬৫৫ টাকা। ঘরে বসে কইন্য়ার ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে শীতের চাদরগুলো।
হরিতকীর প্যাচওয়ার্ক চাদর
হরিতকী নিয়ে এসেছে প্যাচওয়ার্কের চাদর। একেকটি প্রিন্টেড পেইন্টিং হাতের বদলে মেশিনে সেলাই করে ভিসকস ইয়ার্ন চাদরের চারপাশে বসানো হয়েছে। এই চাদরগুলোর দাম পড়বে ১ হাজার ৫০০ টাকা। হরীতকীর ফেসবুক পেজে অর্ডার করে কেনা যাবে চাদরগুলো।
রঙ বাংলাদেশের উইন্টার ট্রিস থিমের চাদর
জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ নিয়ে এসেছে শীতের চাদর। উইন্টার ট্রিস থিমে সাজানো নকশায় নান্দনিক এবারের শীতের চাদর। মূল রং হিসেবে কালো, অ্যাশ, সাদা, কফি, ব্রাউন, অলিভ, ম্যাট ম্যাজেন্টা, নীল, পিচ, লাইট ব্রাউন ব্যবহার করা হয়েছে। ভিসকস কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ক্রিনপ্রিন্ট ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করে।
এই চাদরগুলোর দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই এই চাদরগুলো পাওয়া যাবে। শোরুমের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে শীতের চাদর।
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
১১ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
১১ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে