বিশ্ব রঙে ৩০% মূল্যছাড়
বিশ্ব রঙের শোরুম অথবা অনলাইনে যেকোনো পোশাক কিনলে ৩০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এ অফার চলবে ১৭ জুন পর্যন্ত। বাহারি নকশার শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদির কালেকশন থাকছে বিশ্ব রঙের এই অফারে। পোশাকগুলো তৈরি হয়েছে সুতি, লিনেন, ভিসকস, ভয়েল, স্লাব কাপড়ে। এ ছাড়া পাওয়া যাবে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, শিফনসহ বিভিন্ন কাপড়ে তৈরি পোশাক। উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন রংও ব্যবহার করা হয়েছে পোশাকে। আছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি মিডিয়ার কাজ। ভিজিট করুন বিশ্ব রঙের ই-কমার্স সাইট এবং তাদের ফেসবুক পেজ।
কে ক্র্যাফটের স্বস্তিদায়ক পোশাক
গরমে অনেকে অফিসে পরে যাওয়ার জন্য পোলো শার্ট বেছে নেন।এবারের গরমে কে ক্র্যাফট পোলোর পাশাপাশি নতুন ডিজাইনের টি-শার্টের কালেকশন নিয়ে এসেছে। টি-শার্টের নকশায় আধুনিকতার সঙ্গে দেশীয় সংস্কৃতিকেও প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিমিয়াম কটন ফ্যাব্রিকসে তৈরি নেভি, স্কাই, অফ হোয়াইট, গ্রে, হোয়াইট, বটল গ্রিন ছাড়াও হালকা রঙের টি-শার্ট এবং পোলো শার্ট পাওয়া যাবে কে ক্র্যাফটে। আরামদায়ক, ফ্যাশনেবল এবং সাধ্যের মধ্যে পোলো ও টি-শার্টের বড় এই কালেকশন কে ক্র্যাফটের সব শোরুমে পাওয়া যাবে।
জেন্টল পার্কের সব পণ্যে ছাড়
জেন্টল পার্কে এবার গ্রীষ্মের সব পোশাকে থাকছে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূলছাড়। গ্রীষ্মের উপযোগী প্লেইন ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, নিটের জগিং ওয়্যার এবং তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক পাওয়া যাবে এবারের কালেকশনে। যেকোনো অনুষ্ঠানে, ভ্রমণে, এমনকি অফিসে পরার মতো ডিজাইন এই কালেকশনের বিশেষ বৈশিষ্ট্য। থাকছে শিশু, তরুণী ও তরুণদের জন্য আলাদা পোশাক। দেশজুড়ে অর্ধশতাধিক রিটেইল স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজেও। আর মূল্যছাড়ে অনলাইন শপিং করা যাবে জেন্টল পার্কের ওয়েবসাইট থেকে।
বিশ্ব রঙে ৩০% মূল্যছাড়
বিশ্ব রঙের শোরুম অথবা অনলাইনে যেকোনো পোশাক কিনলে ৩০ শতাংশ মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এ অফার চলবে ১৭ জুন পর্যন্ত। বাহারি নকশার শাড়ি, পাঞ্জাবি, থ্রিপিস, ফতুয়া, শার্ট, টি-শার্ট ইত্যাদির কালেকশন থাকছে বিশ্ব রঙের এই অফারে। পোশাকগুলো তৈরি হয়েছে সুতি, লিনেন, ভিসকস, ভয়েল, স্লাব কাপড়ে। এ ছাড়া পাওয়া যাবে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, শিফনসহ বিভিন্ন কাপড়ে তৈরি পোশাক। উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন রংও ব্যবহার করা হয়েছে পোশাকে। আছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি মিডিয়ার কাজ। ভিজিট করুন বিশ্ব রঙের ই-কমার্স সাইট এবং তাদের ফেসবুক পেজ।
কে ক্র্যাফটের স্বস্তিদায়ক পোশাক
গরমে অনেকে অফিসে পরে যাওয়ার জন্য পোলো শার্ট বেছে নেন।এবারের গরমে কে ক্র্যাফট পোলোর পাশাপাশি নতুন ডিজাইনের টি-শার্টের কালেকশন নিয়ে এসেছে। টি-শার্টের নকশায় আধুনিকতার সঙ্গে দেশীয় সংস্কৃতিকেও প্রিন্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রিমিয়াম কটন ফ্যাব্রিকসে তৈরি নেভি, স্কাই, অফ হোয়াইট, গ্রে, হোয়াইট, বটল গ্রিন ছাড়াও হালকা রঙের টি-শার্ট এবং পোলো শার্ট পাওয়া যাবে কে ক্র্যাফটে। আরামদায়ক, ফ্যাশনেবল এবং সাধ্যের মধ্যে পোলো ও টি-শার্টের বড় এই কালেকশন কে ক্র্যাফটের সব শোরুমে পাওয়া যাবে।
জেন্টল পার্কের সব পণ্যে ছাড়
জেন্টল পার্কে এবার গ্রীষ্মের সব পোশাকে থাকছে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূলছাড়। গ্রীষ্মের উপযোগী প্লেইন ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, নিটের জগিং ওয়্যার এবং তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক পাওয়া যাবে এবারের কালেকশনে। যেকোনো অনুষ্ঠানে, ভ্রমণে, এমনকি অফিসে পরার মতো ডিজাইন এই কালেকশনের বিশেষ বৈশিষ্ট্য। থাকছে শিশু, তরুণী ও তরুণদের জন্য আলাদা পোশাক। দেশজুড়ে অর্ধশতাধিক রিটেইল স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টল পার্কের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজেও। আর মূল্যছাড়ে অনলাইন শপিং করা যাবে জেন্টল পার্কের ওয়েবসাইট থেকে।
ধূমপান শুধু ক্যানসার নয়, আরও অনেক রোগের কারণ। ধূমপানের কারণে সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যানসার। বিভিন্ন সূত্রে মানুষ তামাকের ক্ষতি সম্পর্কে জানে। কিন্তু ধূমপান ছাড়ার পর শরীরে কী ঘটে এবং ফুসফুস ক্যানসারের ঝুঁকি কতটা কমে, তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে।
৪ ঘণ্টা আগেসম্প্রতি নেপাল সরকার ঘোষণা করেছে, দেশের দূরবর্তী পশ্চিমাঞ্চলের ৯৭টি পাহাড়ে চূড়ায় ওঠার ফি আগামী দুই বছরের জন্য সম্পূর্ণ মওকুফ থাকবে। এই ৯৭টি পাহাড়ের মধ্যে ২০টি নেপালের একেবারে সুদূর পশ্চিম প্রদেশে এবং ৭৭টি কার্নালি প্রদেশে অবস্থিত। এই অঞ্চলগুলোকে নেপালের কম উন্নত ও দরিদ্র এলাকা হিসেবে ধরা হয়।
৬ ঘণ্টা আগেহিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর মূল অভিযান। রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগেচীনে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে অ্যাডাল্ট প্যাসিফায়ার বা প্রাপ্তবয়স্কদের চুষনি। এগুলো আকারে বড় এবং বৈচিত্র্যময় নকশায় বিশেষভাবে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি। দাঁত বিশেষজ্ঞরা এই প্রবণতাকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।
১৯ ঘণ্টা আগে