Ajker Patrika

তেজপাতার পাখি

ফারহীমা ফারুক তূর্ণা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৫: ৩১
তেজপাতার পাখি

মসলাপাতি দিয়ে খালি রান্নাই না, সুন্দর সুন্দর ক্র্যাফটও বানানো যায়। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে একটি পাখি। 

যা লাগবে
তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, শুকনো মরিচ, কার্ডবোর্ড, রং (সাদা, নীল), কাঁচি এবং আঠা।

চলো বানাই
প্রথমে একটি কার্ডবোর্ডে সাদা আর নীল রং দিয়ে বেস করে নিতে হবে। তারপর তিনটি তেজপাতা ব্যবহার করতে হবে, প্রথম তেজপাতা কাচির সাহায্যে কেটে পাখির মত আকৃতি করতে হবে, আরেকটা তেজপাতা দিয়ে ডানা দিতে হবে এবং সবশেষ তেজপাতা দিয়ে লেজের আকৃতি করে কেটে নিতে হবে। তারপর কার্ডবোর্ডে আঠা লাগিয়ে দারুচিনি দিয়ে গাছের ডাল বানাতে হবে এবং তেজপাতা আর এলাচ দিয়ে গাছের পাতা আর ফলের মত বানাতে হবে। সেই গাছের ডালে, বানানো পাখিটা আঠা দিয়ে লাগাতে হবে। পাখির ঠোঁট হিসেবে লাল শুকনো মরিচ কেটে আঠা দিয়ে বসাতে হবে। শুকনো মরিচের বিচ দিয়ে চোখ বানাতে হবে। পাখির পা হিসেবে দুইটি লং ব্যবহার করতে হবে। ব্যস হয়ে গেল খুব সহজেই মসলাপাতি দিয়ে পাখির ক্র্যাফট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি, প্রাণ বাঁচাতে পুলিশ বক্সে আশ্রয়

এলাকার খবর
Loading...