Ajker Patrika

পানিশূন্যতার কারণে ঠোঁট ফাটতে পারে

শারমিন কচি
পানিশূন্যতার কারণে ঠোঁট ফাটতে পারে

প্রশ্ন: লিপস্টিক ব্যবহারের বেশ কিছুক্ষণ পরই ঠোঁট খুব শুষ্ক দেখায়। কী করব?
মেরি ডি কস্তা, নাটোর

যাঁদের ঠোঁট শুষ্ক, তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁট কোমল ও মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে সুন্দরভাবে বসবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা, তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।

প্রশ্ন: ত্বকের পানিশূন্যতা রোধে কী করণীয়?
আফরোজা পারভীন, ফরিদপুর

পানিশূন্য ত্বকে নিয়মিত কাঠবাদামের বাটা, ঠান্ডা দুধ ও গোলাপজল দিয়ে তৈরি ফেসপ্যাক ব্যবহার করুন। এটি শুষ্ক ও পানিশূন্য ত্বকের জন্য খুবই উপকারী। পানিশূন্যতায় অনেকের ঠোঁট ফাটে। তাঁরা রাতে ঘুমানোর আগে ঠোঁটে ভালো করে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন।

প্রশ্ন: গরমে ঘাম হলে ত্বকের যত্ন কীভাবে নেব? সহজ কোনো টোটকা আছে, যা ত্বক পরিষ্কার রাখবে? 
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

এক চা-চামচ গ্রিন টি গুঁড়া নিয়ে তার সঙ্গে এক চা-চামচ টক দই মিশিয়ে পুরো মুখে ২ থেকে ৩ মিনিট ম্যাসাজ করে ধুয়ে নিতে হবে। টক দই না থাকলে দুই টেবিল চামচ কাঁচা দুধের সঙ্গে আপেল সিডার ভিনেগার ২ থেকে ৩ ফোঁটা অথবা লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত