অলকানন্দা রায়, ঢাকা
‘চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো,/ খোঁপায় দোলে বনফুলের কুঁড়ি…’ কথায় আছে ‘হাত ভরা চুড়ি, খোঁপায় বনফুলের কুঁড়ি, পরনে বর্ষা নীল শাড়ি তবেই বঙ্গ নারী।’
আসছে বর্ষার দিন। প্রকৃতির সাজে তাই নীল নীল রং। বৃষ্টির ছন্দে, আনন্দে বাজবে চুড়ির রিনিঝিনি সুর। হ্যাঁ, বলছি নারীর হাতের চুড়ির কথা। বৃষ্টি আর চুড়ির সুর তাল লয় যেন একই ছন্দে বয়ে যায় বর্ষার দিনে। নারীর সাজসজ্জায় চুড়ির আবেদন চিরন্তন। চুড়ি না হলে অভিমানভরে বধূ গেয়ে ওঠে, ‘কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি…।’ নারীর চুড়িপ্রীতি এতটাই গভীর যে না পেলে বউয়ের মনে বরের ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়ার ভাবনাও খেলে যায়।
একসময় কাচের চুড়ির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। লাল, নীল, সবুজ, হলুদ রঙের ডজন কয়েক কাচের রেশমি চুড়ি সাজের বাক্সে থাকতই থাকত। কিন্তু এখন বদলেছে সময়। কাচের চুড়ির পাশাপাশি জায়গা করে নিয়েছে কাঠ, কাপড়, কড়ি, পুঁতি, মেটাল আরও কত-কী!
কাপড় কড়ির চুড়ি বানানো ‘তাসা’র স্বত্বাধিকারী সঙ্গীতা ওয়াহিদ তাসা বলেন, ‘বর্ষা মানেই চারপাশে বিরাজ করে অপরূপ সুন্দর পরিবেশ। প্রকৃতির মতো বাঙালি নারীর মনও নেচে ওঠে বৃষ্টির গানে ও ছন্দে। প্রকৃতির মতো সাজ সাজ মনোভাব ছোট্ট মেয়ে থেকে তরুণী কিংবা বয়স্ক সবারই—ইচ্ছে হয় ময়ূরের মতো নীল সাজে সেজে ওঠার। আর তখন হাতভরা রংবেরঙের চুড়ি তার চাই-ই চাই।’ তাসা নিজেও ভালোবাসেন চুড়ি। সেই ভালোবাসা থেকেই তাঁর নিত্যনতুন চুড়ির নকশা করা। তাসা চুড়িতে জুড়ে দেন নান্দনিক সব উপাদান। যেমন কড়ি, কাপড়, নানা রকম সুতো, ঘুঙুর, পুঁতি, রুদ্রাক্ষ। এই সবকিছু মিলে তাসার চুড়ির নকশায় যোগ হয় ভিন্নমাত্রা। সঙ্গীতা ওয়াহিদ তাসা বলেন, ‘ইন্দো বোহিমিয়ান স্টাইলের এই চুড়িগুলো মানিয়ে যাবে শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টপসসহ যেকোনো পাশ্চাত্য ধাঁচের পোশাকের সঙ্গেও।’
বর্তমান সময়ে কাঠের চুড়ি মন কেড়েছে তরুণীদের। কখনো এক ইঞ্চিমতো চওড়া, কখনোবা নেহাতই সরু কাঠের চুড়িতে লাল, নীল রঙের জাদুতে ফুটে ওঠা ভ্যানগঘ, যামিনী রায়, ফুল-লতাপাতা, পাখি। শাড়ি কিংবা টপসের সঙ্গে হাতজুড়ে পরে বেরিয়ে পড়ছেন কাজে কিংবা নিছকই ঘুরতে।
কাঠের চুড়ি নিয়ে কাজ করেন ‘এলসেহোয়ের’র স্বত্বাধিকারী মোহনা আঙন। চুড়ি নিয়ে কথা হলে মোহনা আঙন জানান, এখন নানা রকম রং ও নকশার কাঠের চুড়ি তরুণীদের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। মোহনা ছবি আঁকতে ভালোবাসেন। তাই তিনি কাঠের সরু বালাটিকেই বানিয়েছেন তাঁর ক্যানভাস। কাঠের চুড়িতে রং-তুলির টানে আঁকেন নানা নকশা। তিনি মনে করেন, কাঠের এই চুড়িগুলো পরার জন্য কোনো নির্দিষ্ট পোশাকের প্রয়োজন নেই। মন চাইলেই পরে নেওয়া যাবে যেকোনো পোশাকের সঙ্গে মিলিয়ে। কখনো একটা মোটা বালা আবার কখনো মোটা সরু মিলিয়ে বেশ কয়েকটি চুড়ি একসঙ্গে পরলে বেশ মানাবে।‘শৈলীর’ স্বত্বাধিকারী তাহমিনা শৈলী বলেন, ‘কাচের চুড়ির প্রতি সবার ভালোবাসা থাকলেও এখনকার ব্যস্ত সময়ে হাতভরে কাচের চুড়ি পরা একটু ঝামেলাই। হুটহাট ভেঙে যায়, আবার তার জন্য চাই বাড়তি যত্নও। ফলে তরুণীরা কাঠ, পুঁতি, কাপড়ের পাশাপাশি মেটালের হরেক রকম চুড়ি বেছে নিচ্ছেন আগ্রহভরে।’
ব্যবহারের এই সুবিধাই শুধু নয়, এসব চুড়িতে রয়েছে বাড়তি সৌন্দর্য। কোনোটায় আছে অনেক ঝুনঝুনির কাজ, আবার কোনোটায় কুন্দন কিংবা মিনার কাজ। বর্ষার সাজে এই সব চুড়ি বেছে নেওয়ার সময় নীল কিংবা সিলভার রং ভালো দেখাবে। দেশীয় পোশাকের সঙ্গে এক হাতে একটি মোটা বালা পরলে বা দুই হাতে চিকন কয়েকটি চুড়ি পরে মাঝখানে একটু মোটা কোনো বালা পরলেও ভালো লাগবে। এ ছাড়া চুমকি বসানো বা জমকালো নকশার চুড়িগুলোর সঙ্গে মাঝে পাথর বসানো মোটা চুড়িও কয়েকটা পরা যাবে টপস, কুর্তি, স্কার্ট অথবা সালোয়ার-কামিজের সঙ্গে।
কোথায় পাবেন
ঢাকার প্রায় সব মার্কেট ও শপিং মলে কাচের চুড়ি পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং ঢাকার বেইলি রোডের ফুটপাতেও সাধারণত চুড়ি বিক্রেতারা তাঁদের পসরা সাজিয়ে বসেন। বিভিন্ন উৎসব সামনে রেখে কিছু ফ্যাশন হাউসও ক্রেতাদের জন্য কাচের চুড়ির সংগ্রহ নিয়ে আসে। ফ্যাশন হাউস বিশ্বরঙ, মাদুলি, প্রবর্তনা, মাদলেও কাচের চুড়ির সংগ্রহ রয়েছে। কাচ বাদে অন্যান্য অনুষঙ্গ দিয়ে বানানো চুড়ি পাওয়া যাবে বেশ কিছু ফ্যাশন হাউসে। এ ছাড়া তাসা, শৈলী কিংবা এলসেহোয়েরের মতো ফেসবুককেন্দ্রিক পেজে খোঁজ করলেও মিলবে বিভিন্ন উপকরণের তৈরি চুড়ি।
দরদাম
বিভিন্ন রকম কাচের চুড়ির দাম সাধারণত ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। নকশাভেদে দামে তারতম্য আসতে পারে। একদম সাধারণ কাচের চুড়ি বা রেশমি চুড়ির দাম সাধারণত প্রতি ডজন ৪৫ থেকে ৬০ টাকা হয়। আর বহুরঙা এবং রাজস্থানি বা কাশ্মীরি নকশার চুড়ি প্রতি ডজনের দাম পড়বে ১০০ থেকে ২০০ টাকা।
‘চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো,/ খোঁপায় দোলে বনফুলের কুঁড়ি…’ কথায় আছে ‘হাত ভরা চুড়ি, খোঁপায় বনফুলের কুঁড়ি, পরনে বর্ষা নীল শাড়ি তবেই বঙ্গ নারী।’
আসছে বর্ষার দিন। প্রকৃতির সাজে তাই নীল নীল রং। বৃষ্টির ছন্দে, আনন্দে বাজবে চুড়ির রিনিঝিনি সুর। হ্যাঁ, বলছি নারীর হাতের চুড়ির কথা। বৃষ্টি আর চুড়ির সুর তাল লয় যেন একই ছন্দে বয়ে যায় বর্ষার দিনে। নারীর সাজসজ্জায় চুড়ির আবেদন চিরন্তন। চুড়ি না হলে অভিমানভরে বধূ গেয়ে ওঠে, ‘কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি…।’ নারীর চুড়িপ্রীতি এতটাই গভীর যে না পেলে বউয়ের মনে বরের ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়ার ভাবনাও খেলে যায়।
একসময় কাচের চুড়ির জনপ্রিয়তা ছিল তুঙ্গে। লাল, নীল, সবুজ, হলুদ রঙের ডজন কয়েক কাচের রেশমি চুড়ি সাজের বাক্সে থাকতই থাকত। কিন্তু এখন বদলেছে সময়। কাচের চুড়ির পাশাপাশি জায়গা করে নিয়েছে কাঠ, কাপড়, কড়ি, পুঁতি, মেটাল আরও কত-কী!
কাপড় কড়ির চুড়ি বানানো ‘তাসা’র স্বত্বাধিকারী সঙ্গীতা ওয়াহিদ তাসা বলেন, ‘বর্ষা মানেই চারপাশে বিরাজ করে অপরূপ সুন্দর পরিবেশ। প্রকৃতির মতো বাঙালি নারীর মনও নেচে ওঠে বৃষ্টির গানে ও ছন্দে। প্রকৃতির মতো সাজ সাজ মনোভাব ছোট্ট মেয়ে থেকে তরুণী কিংবা বয়স্ক সবারই—ইচ্ছে হয় ময়ূরের মতো নীল সাজে সেজে ওঠার। আর তখন হাতভরা রংবেরঙের চুড়ি তার চাই-ই চাই।’ তাসা নিজেও ভালোবাসেন চুড়ি। সেই ভালোবাসা থেকেই তাঁর নিত্যনতুন চুড়ির নকশা করা। তাসা চুড়িতে জুড়ে দেন নান্দনিক সব উপাদান। যেমন কড়ি, কাপড়, নানা রকম সুতো, ঘুঙুর, পুঁতি, রুদ্রাক্ষ। এই সবকিছু মিলে তাসার চুড়ির নকশায় যোগ হয় ভিন্নমাত্রা। সঙ্গীতা ওয়াহিদ তাসা বলেন, ‘ইন্দো বোহিমিয়ান স্টাইলের এই চুড়িগুলো মানিয়ে যাবে শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টপসসহ যেকোনো পাশ্চাত্য ধাঁচের পোশাকের সঙ্গেও।’
বর্তমান সময়ে কাঠের চুড়ি মন কেড়েছে তরুণীদের। কখনো এক ইঞ্চিমতো চওড়া, কখনোবা নেহাতই সরু কাঠের চুড়িতে লাল, নীল রঙের জাদুতে ফুটে ওঠা ভ্যানগঘ, যামিনী রায়, ফুল-লতাপাতা, পাখি। শাড়ি কিংবা টপসের সঙ্গে হাতজুড়ে পরে বেরিয়ে পড়ছেন কাজে কিংবা নিছকই ঘুরতে।
কাঠের চুড়ি নিয়ে কাজ করেন ‘এলসেহোয়ের’র স্বত্বাধিকারী মোহনা আঙন। চুড়ি নিয়ে কথা হলে মোহনা আঙন জানান, এখন নানা রকম রং ও নকশার কাঠের চুড়ি তরুণীদের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। মোহনা ছবি আঁকতে ভালোবাসেন। তাই তিনি কাঠের সরু বালাটিকেই বানিয়েছেন তাঁর ক্যানভাস। কাঠের চুড়িতে রং-তুলির টানে আঁকেন নানা নকশা। তিনি মনে করেন, কাঠের এই চুড়িগুলো পরার জন্য কোনো নির্দিষ্ট পোশাকের প্রয়োজন নেই। মন চাইলেই পরে নেওয়া যাবে যেকোনো পোশাকের সঙ্গে মিলিয়ে। কখনো একটা মোটা বালা আবার কখনো মোটা সরু মিলিয়ে বেশ কয়েকটি চুড়ি একসঙ্গে পরলে বেশ মানাবে।‘শৈলীর’ স্বত্বাধিকারী তাহমিনা শৈলী বলেন, ‘কাচের চুড়ির প্রতি সবার ভালোবাসা থাকলেও এখনকার ব্যস্ত সময়ে হাতভরে কাচের চুড়ি পরা একটু ঝামেলাই। হুটহাট ভেঙে যায়, আবার তার জন্য চাই বাড়তি যত্নও। ফলে তরুণীরা কাঠ, পুঁতি, কাপড়ের পাশাপাশি মেটালের হরেক রকম চুড়ি বেছে নিচ্ছেন আগ্রহভরে।’
ব্যবহারের এই সুবিধাই শুধু নয়, এসব চুড়িতে রয়েছে বাড়তি সৌন্দর্য। কোনোটায় আছে অনেক ঝুনঝুনির কাজ, আবার কোনোটায় কুন্দন কিংবা মিনার কাজ। বর্ষার সাজে এই সব চুড়ি বেছে নেওয়ার সময় নীল কিংবা সিলভার রং ভালো দেখাবে। দেশীয় পোশাকের সঙ্গে এক হাতে একটি মোটা বালা পরলে বা দুই হাতে চিকন কয়েকটি চুড়ি পরে মাঝখানে একটু মোটা কোনো বালা পরলেও ভালো লাগবে। এ ছাড়া চুমকি বসানো বা জমকালো নকশার চুড়িগুলোর সঙ্গে মাঝে পাথর বসানো মোটা চুড়িও কয়েকটা পরা যাবে টপস, কুর্তি, স্কার্ট অথবা সালোয়ার-কামিজের সঙ্গে।
কোথায় পাবেন
ঢাকার প্রায় সব মার্কেট ও শপিং মলে কাচের চুড়ি পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এবং ঢাকার বেইলি রোডের ফুটপাতেও সাধারণত চুড়ি বিক্রেতারা তাঁদের পসরা সাজিয়ে বসেন। বিভিন্ন উৎসব সামনে রেখে কিছু ফ্যাশন হাউসও ক্রেতাদের জন্য কাচের চুড়ির সংগ্রহ নিয়ে আসে। ফ্যাশন হাউস বিশ্বরঙ, মাদুলি, প্রবর্তনা, মাদলেও কাচের চুড়ির সংগ্রহ রয়েছে। কাচ বাদে অন্যান্য অনুষঙ্গ দিয়ে বানানো চুড়ি পাওয়া যাবে বেশ কিছু ফ্যাশন হাউসে। এ ছাড়া তাসা, শৈলী কিংবা এলসেহোয়েরের মতো ফেসবুককেন্দ্রিক পেজে খোঁজ করলেও মিলবে বিভিন্ন উপকরণের তৈরি চুড়ি।
দরদাম
বিভিন্ন রকম কাচের চুড়ির দাম সাধারণত ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। নকশাভেদে দামে তারতম্য আসতে পারে। একদম সাধারণ কাচের চুড়ি বা রেশমি চুড়ির দাম সাধারণত প্রতি ডজন ৪৫ থেকে ৬০ টাকা হয়। আর বহুরঙা এবং রাজস্থানি বা কাশ্মীরি নকশার চুড়ি প্রতি ডজনের দাম পড়বে ১০০ থেকে ২০০ টাকা।
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
২০ ঘণ্টা আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
১ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
১ দিন আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
১ দিন আগে