Ajker Patrika

কাগজ কেটে বানাও ক্রিসমাস ট্রি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাগজ কেটে বানাও ক্রিসমাস ট্রি

বড়দিনে ক্রিসমাস ট্রি থাকবে না, তা তো হয় না। একেবারে শেষ মুহূর্তেও যারা বন্ধুদের জন্য উপহার বানাওনি বা নিজের ঘরটিও সাজাওনি, তারা জলদি এদিকে এসো। রঙিন কাগজ কেটে ঝটপট বানিয়ে ফেল ক্রিসমাস ট্রি। 

যা যা লাগবে

  • লাল ও সবুজ রঙের কাগজ
  • আইকা
  • পেনসিল
  • কাঁচি

চলো বানাই
প্রথমে সবুজ রঙের কাগজ দুই ভাঁজ করে নাও। ক্রিসমাস ট্রি যে আকারের বানাবে সে আকারে কেটে নিতে পার ভাঁজ করার আগে। 

এবার ভাঁজ করা কাগজের একপাশে জিগজ্যাগ করে আঁকো ক্রিসমাস ট্রির একটি পাশ। ঠিক ডাইনোসরের পিঠে যেমন কাঁটা থাকে, সেভাবে আঁকবে কিন্তু! 

এবার ভাঁজটা খুলে দাও। এইতো হয়ে গেল ক্রিসমাস ট্রি। 

এবার লাল রঙের কাগজ তিন কোনা করে কেটে আইকা দিয়ে বসিয়ে দাও ক্রিসমাস ট্রির ওপর। এইতো ক্রিসমাস ট্রি সাজানোর কাজটিও হয়ে গেল। 

এবার এই ক্রিসমাস ট্রি বোথ সাইডেড স্কচটেপ দিয়ে দরজায়, দেয়ালে, জানালার কাচে লাগিয়ে দিতে পার। আবার সাদা কাগজ ভাঁজ করে কার্ড বানিয়ে তার ওপরও জুড়ে দিতে পার। আর দিতে পার বন্ধুদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত