নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।
আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।
শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন।
ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।
আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।
শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন।
টক দইয়ে চিনি, নাকি লবণ মেশাবেন, সেটা নির্ভর করছে দই খাওয়ার কারণের ওপর। অর্থাৎ কেন দই খাচ্ছেন, তার ওপর। দুটির স্বাস্থ্যের ওপর প্রভাব ভিন্ন ভিন্ন। টক দইয়ে উপস্থিত প্রচুর পুষ্টি উপাদান এবং প্রোবায়োটিকসের কারণে নিয়মিত টাটকা দই খাওয়া কিছু রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে।
১০ ঘণ্টা আগেবলিউড নায়িকারা মা হওয়ার পরও কী করে ফিট থাকেন, এটা নিয়ে সবারই প্রশ্ন। এরপরের প্রশ্নটি হলো, মা হওয়ার পরও কীভাবে তাঁরা ক্যারিয়ার সামলাচ্ছেন। ভোগ ম্যাগাজিনে প্রকাশিত একটি ফিচারে জানা গেছে, বলিউড তারকা মায়েদের প্যারেন্টিং বিষয়ে। এতে নতুন ও কর্মজীবী মায়েদেরও কিছু টিপস দিয়েছেন তাঁরা।
১২ ঘণ্টা আগেকচি লাউ দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করা যায়। রাতে খাওয়ার পর মিষ্টি কিছু খেতে ইচ্ছা হওয়াটা দোষের কিছু নয়। লাউ দিয়েই বানিয়ে ফেলুন মজাদার বরফি। আপনাদের জন্য লাউয়ের বরফির রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী সানিয়া সোমা।
১ দিন আগেবলা হয়, ফ্যাশন উইকগুলোয় র্যাম্পে মডেলরা যেসব পোশাক পরে হেঁটে বেড়ান, সেগুলো আদৌ সাধারণ মানুষের আলমারিতে তোলার উপযোগী নয়। তাহলে অত দামি ফ্যাব্রিক গায়ে তোলেন কারা? হ্যাঁ, বলিউডের সোনম বা আলিয়াদের গায়ে কখনো কখনো রানওয়ে পোশাকের নকশা বা প্রিন্ট দেখা যায়; তবে সেখানেও প্রশ্ন যে উদ্ভট নকশাওয়ালা পোশাকগুলো..
২ দিন আগে