নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।
আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।
শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন।
ঈদ সামনে রেখে ফ্যাশন হাউসগুলো সেজেছে নতুন নতুন নকশা আর বিভিন্ন রঙের পোশাকে। ক্রেতাদের স্বাচ্ছন্দ্য আর আরামের কথা বিবেচনায় রেখে এসব পোশাক তৈরি করা হয়েছে। পোশাকের পাশাপাশি এবার ঈদে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস উদ্বোধন করল তাদের একটি নতুন আউটলেট। এটি চালু করা হয়েছে যমুনা ফিউচার পার্কে। উদ্বোধনী দিন ঈদের নতুন কালেকশন নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজন করে কিউরিয়াস।
আউটলেটটির এক ছাদের নিচে একটি পরিবারের বেশ কিছু পণ্যের চাহিদা একবারে মিটে যাবে। এখানে থাকবে নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, লেদারের ব্যাগ ও জুতা। নারীদের পোশাকের মধ্যে হ্যান্ড ক্র্যাফটেড সিল্ক শাড়ি, সালোয়ার-কামিজ, ওয়েস্টার্ন ড্রেস, কুর্তা, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাঞ্জাবির মধ্যে ওয়াজেদ আলী শাহ কালেকশন থ্রি ও আডামো নামে দুটি বিশেষ কালেকশন রাখা হয়েছে। এ ছাড়া আছে ইসলামিক ও টার্কিশ ডিজাইনের কিছু পাঞ্জাবির কালেকশন। এগুলো কিউরিয়াসের অন্যান্য আউটলেটেও পাওয়া যাবে।
শিশুদের জন্য স্বাচ্ছন্দ্য ও ভিন্ন ডিজাইনের পোশাক রাখা হয়েছে এখানে। ছেলেশিশুদের জন্য শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি পাওয়া যাবে নতুন এই আউটলেটে। আর মেয়েশিশুদের জন্য আছে ফ্রক, টপ, স্কার্ট, প্যান্ট। ঘর সাজানোর জিনিসের মধ্যে আছে বিভিন্ন ডিজাইনের ফটোফ্রেম, মোমবাতি, পেইন্টিং, দেয়ালঘড়ি, সিরামিক ও কাঠের কিছু শোপিস। লেদারের পণ্যের মধ্যে রয়েছে জুতা ও ব্যাগ। এখানে পাওয়া যাবে মেয়েদের জন্য ভ্যানিটি ব্যাগ এবং নারী-পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন এমন ল্যাপটপ ব্যাগ। নারী, পুরুষ ও শিশুদের জন্য আছে বিভিন্ন ডিজাইনের লেদারের জুতার কালেকশন।
ছুটির দিন সকালে আয়েশ করে একটু ভিন্ন ধরনের নাশতা করতে কে না চায়? তবে তার জন্য সময় ব্যয় করতেও মন সায় দেয় না। তাই চটজলদি মজাদার কিছু খেতে চাইলে তৈরি করে ফেলুন লুচি। আর লুচির সঙ্গে খাওয়ার জন্য আলুর ঝোল। লুচি গড়তে তো সবাই পারেন। তবে আলুর ঝোলের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগেবিমান ভ্রমণ কখনো কখনো দীর্ঘ হতে পারে। এর মধ্যে যাত্রীরা একাধিকবার খাবার খান, একটু ঘুমিয়ে নেন। দীর্ঘ ভ্রমণের সময় কাপড় বদলানো আরামদায়ক মনে হতে পারে। অনেকেই স্বস্তির জন্য ভ্রমণের সময় আরামদায়ক পোশাক পরে নেন। পোশাক পরিবর্তনের এই ভ্রমণসংক্রান্ত দ্বিধা নিয়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মতামত দিয়েছেন।
৭ ঘণ্টা আগেস্কিন ডায়েট হলো এমন এক খাদ্যাভ্যাস, যেখানে স্বাস্থ্যকর ত্বক পেতে নির্দিষ্ট কিছু খাবার খাওয়া ও পানীয় পান করা হয়। এর মূল উদ্দেশ্য হলো, ত্বক ভেতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখা, ব্রণের মতো সমস্যা কমানো, দাগছোপ ও অকালে বলিরেখা পড়তে না দেওয়া এবং ত্বকের অকালবার্ধক্য প্রতিরোধ করা।...
১০ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণের আনন্দ ধরে রাখতে চাইলে কিছুটা পরিকল্পনা, সময়জ্ঞান ও সচেতনতা প্রয়োজন। দীর্ঘ সারি, লাগেজের ঝামেলা, সময়মতো না পৌঁছানো, এমনকি বোর্ডিং পাস হারানোর মতো সাধারণ ভুল যাত্রাকে করে তুলতে পারে বিরক্তিকর। কিছু ছোট প্রস্তুতি ও সচেতনতা পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে বদলে দিতে পারে।...
১৩ ঘণ্টা আগে