রিক্তা রিচি, ঢাকা
প্রকৃতিতে হেমন্তের বিচরণ। এ সময় দুপুরের দিকে মাথার ওপর কড়া সূর্য থাকে। গরমটাও কম নয়। এই ঋতুতে পোশাকে আরাম থাকা চাই। সাজও সীমিত হওয়া চাই। নয়তো কোনো কাজেই মিলবে না স্বস্তি। কর্মজীবী নারীরা যেহেতু দিনের অধিকাংশ সময় অফিসে থাকেন, তাই তাঁদের পোশাক স্বাচ্ছন্দের হওয়া উচিত। ভারী কাজের পোশাক, ভারী সাজে সেজে দীর্ঘসময় কর্মক্ষেত্রে থাকা যায় না।
অল্পতেই ক্লান্তি চলে আসে।
সালোয়ার-কামিজ
সালোয়ার-কামিজ সহজে সামলানো যায়। এই পোশাক পরে বাসে ওঠানামা, অফিসের বিভিন্ন কাজ করা যায় খুব সহজেই। সুতি কাপড় ঘাম শুষে নেয় বলে হেমন্তের গরমে হালকা রঙের সুতি সালোয়ার-কামিজ আপনাকে স্বস্তি দেবে। এ সময় হালকা নীল, সাদা, হালকা গোলাপি রংকে প্রাধান্য দিন। বেছে নিতে পারেন কমলা রঙের কামিজও। এ সময় লাল, হলুদ, সবুজ রংকে প্রাধান্য দিতে পারেন।
বাজারে বিভিন্ন ধরনের ট্রাউজার, প্যান্ট, সালোয়ার পাওয়া যায়। গরমে পরার জন্য প্যান্ট কাটের সালোয়ার, জ্যাগিংস ও প্লাজো নির্বাচন করুন। এ সময় ভারী কাজের জামা ও সালোয়ার না পরে, হালকা কাজের পোশাক পরুন। জর্জেটকে এড়িয়ে চলুন। বেছে নিন সুতি, লিনেন, তাঁতের পোশাক।
শাড়িতে নারী
বাঙালি নারী শাড়িতেই সুন্দর, সে রকমই মনে করেন বেশির ভাগ মানুষ। এ সময় অফিস করার জন্য আরামদায়ক হলো সুতি শাড়ি। বাজারে বিভিন্ন ধরনের সুতি শাড়ি পাওয়া যায়। মাসলাইন কটন, তাঁতের শাড়ি, চুমকি, হ্যান্ডলুম, ধুপিয়ান, জুম ও কোটা শাড়ি পরতে পারেন। ব্লক প্রিন্টের সুতি শাড়িও পরতে পারেন। এগুলো সামলানো খুব সহজ। পরেও আরাম মেলে।
কম দামে ভালো শাড়ি কিনতে পারবেন ঢাকার হকার্স মার্কেট থেকে। এ ছাড়া নিউমার্কেট, মৌচাক মার্কেট, কৃষি মার্কেট ও বিভিন্ন ফ্যাশন হাউসে এসব শাড়ি পাওয়া যায়।
যেমন হবে ব্লাউজ
ফ্যাশনে শাড়ি মানেই ব্লাউজের বিশেষ উপস্থিতি। ব্লাউজ হওয়া চাই আকর্ষণীয়। শাড়ির রঙের সঙ্গে মিল রেখে এক রঙের ব্লাউজ পরতে পারেন। তবে এ সময় বেশি প্রাধান্য পায় রঙিন ও প্রিন্ট তথা ছাপা নকশার ব্লাউজগুলো। একটু ট্রেন্ডি লুক আনতে অনেকেই হাই নেকের ব্লাউজ বেছে নেন। তবে সব ঋতুতে পরার জন্য গোল গলা, পান পাতা ও বক্স গলার ব্লাউজগুলো স্বাচ্ছন্দ্যের।
হাফ হাতার ব্লাউজ কিংবা আরেকটু ফ্যাশনেবল, যেমন: মাইক হাতা, ঢোল হাতার ব্লাউজও পরতে পারেন। পরতে পারেন স্লিভলেস ব্লাউজও। সুতি শাড়ির সঙ্গে সুতি কাপড়ের হাফ হাতা ব্লাউজ পরলে আরাম মেলে। সেই সঙ্গে সৌন্দর্যও ফুটে ওঠে। নিজেকে একটু বেশি ফ্যাশনেবল করে তুলতে বেছে নিতে পারেন কুরুশের ব্লাউজ। বিভিন্ন অনলাইন পেজ ও বাজারে এই ব্লাউজ কিনতে পাওয়া যায়।
ফতুয়া নাকি কুর্তি?
ফতুয়া, কুর্তি, ওয়ান পিস–এ ধরনের পোশাক সহজে সামলানো যায়। অফিসে যাতায়াত, সিঁড়ি দিয়ে ওঠানামা, বিভিন্ন করপোরেট মিটিংয়ে অংশ নেওয়ার জন্য এই পোশাক বেছে নিতে পারেন। সারা দিন পরে থাকার জন্যও এগুলো ভালো। জর্জেট, কাতানের ভারী কাজের ফতুয়া পরবেন না। বেছে নিন সুতি ও লিনেনের কুর্তি। ঢাকার নিউমার্কেটে অনেক ফ্যাশনেবল ফতুয়া ও কুর্তি পেয়ে যাবেন। এ ছাড়া আড়ং, লা রিভ, কে-ক্র্যাফটসহ বিভিন্ন ফ্যাশন হাউসে এগুলো কিনতে পাবেন।
ওয়ান পিস, কুর্তি ও ফতুয়ার সঙ্গে জিনস বা ডেনিম না পরে, পরতে পারেন লেগিংস কিংবা জ্যাগিংস।
সাজসজ্জা
অফিসের সাজ সব সময় হালকা হওয়া চাই। মুখে সানস্ক্রিন দেওয়ার পর ভালো মানের বিবি ক্রিম লাগান। তার ওপর ফেস পাউডার লাগাতে পারেন। এরপর কাজল, লিপস্টিক ও টিপ পরতে পারেন। ব্যস, অল্পতেই আপনি প্রস্তুত হয়ে যাবেন।
চুল ছোট হলে ছেড়ে রাখতে পারেন। আর বড় হলে খোঁপা, বেণি বা ব্যান্ড দিয়ে আটকে রাখতে পারেন। এতে কাজের সময় আপনি ঝামেলামুক্ত থাকবেন।
গয়না হিসেবে বেছে নিন ছোট দুল। লং কামিজ, ফতুয়া ও কুর্তির সঙ্গে ছোট দুল বেশ মানায়। শাড়ির সঙ্গে হালকা বড় দুলও পরতে পারেন। তবে আপনি এতে আরাম পাচ্ছেন কি না, তা মাথায় রাখবেন।
জুতা ও ব্যাগও কিন্তু ফ্যাশনের অংশ। ব্যাগ কিছুটা বড় হলে ভালো। এতে প্রয়োজনীয় সামগ্রী, রোদচশমাসহ অনেক কিছু রাখা যায়। এমন জুতা বেছে নিন, যা পরলে হাঁটতে সুবিধা হয়। খটখট শব্দ করে এমন জুতা ও হাইহিল এড়িয়ে চলুন।
সুগন্ধি
ভালো ব্র্যান্ডের সুগন্ধি তথা পারফিউম ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনি সতেজ থাকবেন। অফিসের ব্যাগেও ছোট আকারের ডিওডোরেন্ট, পারফিউম রাখতে পারেন। তবে দীর্ঘসময় অফিসের বদ্ধ ঘরে থাকতে হবে বলে কড়া সুগন্ধি এড়িয়ে চলুন।
প্রকৃতিতে হেমন্তের বিচরণ। এ সময় দুপুরের দিকে মাথার ওপর কড়া সূর্য থাকে। গরমটাও কম নয়। এই ঋতুতে পোশাকে আরাম থাকা চাই। সাজও সীমিত হওয়া চাই। নয়তো কোনো কাজেই মিলবে না স্বস্তি। কর্মজীবী নারীরা যেহেতু দিনের অধিকাংশ সময় অফিসে থাকেন, তাই তাঁদের পোশাক স্বাচ্ছন্দের হওয়া উচিত। ভারী কাজের পোশাক, ভারী সাজে সেজে দীর্ঘসময় কর্মক্ষেত্রে থাকা যায় না।
অল্পতেই ক্লান্তি চলে আসে।
সালোয়ার-কামিজ
সালোয়ার-কামিজ সহজে সামলানো যায়। এই পোশাক পরে বাসে ওঠানামা, অফিসের বিভিন্ন কাজ করা যায় খুব সহজেই। সুতি কাপড় ঘাম শুষে নেয় বলে হেমন্তের গরমে হালকা রঙের সুতি সালোয়ার-কামিজ আপনাকে স্বস্তি দেবে। এ সময় হালকা নীল, সাদা, হালকা গোলাপি রংকে প্রাধান্য দিন। বেছে নিতে পারেন কমলা রঙের কামিজও। এ সময় লাল, হলুদ, সবুজ রংকে প্রাধান্য দিতে পারেন।
বাজারে বিভিন্ন ধরনের ট্রাউজার, প্যান্ট, সালোয়ার পাওয়া যায়। গরমে পরার জন্য প্যান্ট কাটের সালোয়ার, জ্যাগিংস ও প্লাজো নির্বাচন করুন। এ সময় ভারী কাজের জামা ও সালোয়ার না পরে, হালকা কাজের পোশাক পরুন। জর্জেটকে এড়িয়ে চলুন। বেছে নিন সুতি, লিনেন, তাঁতের পোশাক।
শাড়িতে নারী
বাঙালি নারী শাড়িতেই সুন্দর, সে রকমই মনে করেন বেশির ভাগ মানুষ। এ সময় অফিস করার জন্য আরামদায়ক হলো সুতি শাড়ি। বাজারে বিভিন্ন ধরনের সুতি শাড়ি পাওয়া যায়। মাসলাইন কটন, তাঁতের শাড়ি, চুমকি, হ্যান্ডলুম, ধুপিয়ান, জুম ও কোটা শাড়ি পরতে পারেন। ব্লক প্রিন্টের সুতি শাড়িও পরতে পারেন। এগুলো সামলানো খুব সহজ। পরেও আরাম মেলে।
কম দামে ভালো শাড়ি কিনতে পারবেন ঢাকার হকার্স মার্কেট থেকে। এ ছাড়া নিউমার্কেট, মৌচাক মার্কেট, কৃষি মার্কেট ও বিভিন্ন ফ্যাশন হাউসে এসব শাড়ি পাওয়া যায়।
যেমন হবে ব্লাউজ
ফ্যাশনে শাড়ি মানেই ব্লাউজের বিশেষ উপস্থিতি। ব্লাউজ হওয়া চাই আকর্ষণীয়। শাড়ির রঙের সঙ্গে মিল রেখে এক রঙের ব্লাউজ পরতে পারেন। তবে এ সময় বেশি প্রাধান্য পায় রঙিন ও প্রিন্ট তথা ছাপা নকশার ব্লাউজগুলো। একটু ট্রেন্ডি লুক আনতে অনেকেই হাই নেকের ব্লাউজ বেছে নেন। তবে সব ঋতুতে পরার জন্য গোল গলা, পান পাতা ও বক্স গলার ব্লাউজগুলো স্বাচ্ছন্দ্যের।
হাফ হাতার ব্লাউজ কিংবা আরেকটু ফ্যাশনেবল, যেমন: মাইক হাতা, ঢোল হাতার ব্লাউজও পরতে পারেন। পরতে পারেন স্লিভলেস ব্লাউজও। সুতি শাড়ির সঙ্গে সুতি কাপড়ের হাফ হাতা ব্লাউজ পরলে আরাম মেলে। সেই সঙ্গে সৌন্দর্যও ফুটে ওঠে। নিজেকে একটু বেশি ফ্যাশনেবল করে তুলতে বেছে নিতে পারেন কুরুশের ব্লাউজ। বিভিন্ন অনলাইন পেজ ও বাজারে এই ব্লাউজ কিনতে পাওয়া যায়।
ফতুয়া নাকি কুর্তি?
ফতুয়া, কুর্তি, ওয়ান পিস–এ ধরনের পোশাক সহজে সামলানো যায়। অফিসে যাতায়াত, সিঁড়ি দিয়ে ওঠানামা, বিভিন্ন করপোরেট মিটিংয়ে অংশ নেওয়ার জন্য এই পোশাক বেছে নিতে পারেন। সারা দিন পরে থাকার জন্যও এগুলো ভালো। জর্জেট, কাতানের ভারী কাজের ফতুয়া পরবেন না। বেছে নিন সুতি ও লিনেনের কুর্তি। ঢাকার নিউমার্কেটে অনেক ফ্যাশনেবল ফতুয়া ও কুর্তি পেয়ে যাবেন। এ ছাড়া আড়ং, লা রিভ, কে-ক্র্যাফটসহ বিভিন্ন ফ্যাশন হাউসে এগুলো কিনতে পাবেন।
ওয়ান পিস, কুর্তি ও ফতুয়ার সঙ্গে জিনস বা ডেনিম না পরে, পরতে পারেন লেগিংস কিংবা জ্যাগিংস।
সাজসজ্জা
অফিসের সাজ সব সময় হালকা হওয়া চাই। মুখে সানস্ক্রিন দেওয়ার পর ভালো মানের বিবি ক্রিম লাগান। তার ওপর ফেস পাউডার লাগাতে পারেন। এরপর কাজল, লিপস্টিক ও টিপ পরতে পারেন। ব্যস, অল্পতেই আপনি প্রস্তুত হয়ে যাবেন।
চুল ছোট হলে ছেড়ে রাখতে পারেন। আর বড় হলে খোঁপা, বেণি বা ব্যান্ড দিয়ে আটকে রাখতে পারেন। এতে কাজের সময় আপনি ঝামেলামুক্ত থাকবেন।
গয়না হিসেবে বেছে নিন ছোট দুল। লং কামিজ, ফতুয়া ও কুর্তির সঙ্গে ছোট দুল বেশ মানায়। শাড়ির সঙ্গে হালকা বড় দুলও পরতে পারেন। তবে আপনি এতে আরাম পাচ্ছেন কি না, তা মাথায় রাখবেন।
জুতা ও ব্যাগও কিন্তু ফ্যাশনের অংশ। ব্যাগ কিছুটা বড় হলে ভালো। এতে প্রয়োজনীয় সামগ্রী, রোদচশমাসহ অনেক কিছু রাখা যায়। এমন জুতা বেছে নিন, যা পরলে হাঁটতে সুবিধা হয়। খটখট শব্দ করে এমন জুতা ও হাইহিল এড়িয়ে চলুন।
সুগন্ধি
ভালো ব্র্যান্ডের সুগন্ধি তথা পারফিউম ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনি সতেজ থাকবেন। অফিসের ব্যাগেও ছোট আকারের ডিওডোরেন্ট, পারফিউম রাখতে পারেন। তবে দীর্ঘসময় অফিসের বদ্ধ ঘরে থাকতে হবে বলে কড়া সুগন্ধি এড়িয়ে চলুন।
নারীদের দুটি সন্তান থাকলে তা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হতে পারে। নতুন এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে।
১৩ ঘণ্টা আগেশাহিদ কাপুর ও কারিনা কাপুর খানের পুনর্মিলন ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। আইফা অ্যাওয়ার্ডসের মঞ্চে তাদের বন্ধুত্বপূর্ণ আলাপ দেখে ভক্তরা অভিভূত, কেউ কেউ তো ভাবতেই শুরু করেছেন— যদি তারা আলাদা না হতেন? প্রাক্তনদের সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক বিষয়, বিশেষত যদি তারা জীবনের কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা র
১ দিন আগেসম্প্রতি বিয়ে করেছেন প্রাজক্তা। নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে তাঁর বিয়ের ছবি। এই তারকার বিয়ের কোনো ছবিতেই প্রিয় বন্ধু রোহিত সারাফ নেই কেন, তা নিয়ে নেটিজেনরা ভাবছেন। পাশাপাশি এই সুযোগে প্রাজক্তার ইনস্টা প্রোফাইলও স্ক্রল করছেন অনেকে।
১ দিন আগেপাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে বা সাপ ও মাকড়সার মতো প্রাণীর কাছাকাছি থাকলে ভয় পায় অনেকেই। তবে কিছু মানুষের জন্য, এই ভয়গুলোর প্রতি তাদের প্রতিক্রিয়া বা আতঙ্ক আসলে বিপদের তুলনায় অনেক বেশি হয়ে যায়। এমন ক্ষেত্রে, এই ব্যক্তিদের ফোবিয়া বা অহেতুক ভয় দেখা যেতে পারে।
২ দিন আগে