Ajker Patrika

‘দেশীয় পোশাককেই সঙ্গী করেছি’ 

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৫: ২০
‘দেশীয় পোশাককেই সঙ্গী করেছি’ 

‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।

ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে অন্যান্যদের সঙ্গে বাঁধনসাফল্যের স্বীকৃতি গ্রহণের জন্য় যতবারই বিদেশ বিভুঁইয়ে পা রেখেছেন বাঁধন, ঠিক ততবারই বাক্সপেটরায় বন্দী করেছেন নিজের দেশের সংস্কৃতি ও কলাকে। পুরস্কারের মঞ্চে তাঁর পরিধেয়তে দেশের স্পষ্ট ছাপ চোখে পড়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে তিনি পরেছিলেন সিল্কের হলুদ একটি শাড়ি। নিজের অয়ারড্রব চয়েস নিয়ে এই তারকা আজকের পত্রিকাকে জানান, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই শাড়িটি। ফুল ফোটা পলাশ গাছ থেকে তিন সাঁওতাল নারী ফুল তুলে খোঁপায় পরছে। রাজশাহী সিল্কের ওপর সেই পলাশ ফুলের মোটিফ করা শাড়িটি ডিজাইন করেছে নবঢাকা নামের একটি প্রতিষ্ঠান।’

দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’
 
 শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ ছবির অনুপ্রেরণায় তৈরি হয়েছিল বাঁধনের শাড়িটিবাঁধন আরও বলেন, ‘আমি আমাদের দেশীয় ডিজাইনারদের কাছ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক কেনা সম্ভব নয়, তবে ভালো লাগে যে তারা আমাকে এই চমৎকার অনুষঙ্গগুলো নিয়ে আমার পাশেই রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত