‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।
সাফল্যের স্বীকৃতি গ্রহণের জন্য় যতবারই বিদেশ বিভুঁইয়ে পা রেখেছেন বাঁধন, ঠিক ততবারই বাক্সপেটরায় বন্দী করেছেন নিজের দেশের সংস্কৃতি ও কলাকে। পুরস্কারের মঞ্চে তাঁর পরিধেয়তে দেশের স্পষ্ট ছাপ চোখে পড়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে তিনি পরেছিলেন সিল্কের হলুদ একটি শাড়ি। নিজের অয়ারড্রব চয়েস নিয়ে এই তারকা আজকের পত্রিকাকে জানান, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই শাড়িটি। ফুল ফোটা পলাশ গাছ থেকে তিন সাঁওতাল নারী ফুল তুলে খোঁপায় পরছে। রাজশাহী সিল্কের ওপর সেই পলাশ ফুলের মোটিফ করা শাড়িটি ডিজাইন করেছে নবঢাকা নামের একটি প্রতিষ্ঠান।’
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’
বাঁধন আরও বলেন, ‘আমি আমাদের দেশীয় ডিজাইনারদের কাছ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক কেনা সম্ভব নয়, তবে ভালো লাগে যে তারা আমাকে এই চমৎকার অনুষঙ্গগুলো নিয়ে আমার পাশেই রয়েছেন।’
‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।
সাফল্যের স্বীকৃতি গ্রহণের জন্য় যতবারই বিদেশ বিভুঁইয়ে পা রেখেছেন বাঁধন, ঠিক ততবারই বাক্সপেটরায় বন্দী করেছেন নিজের দেশের সংস্কৃতি ও কলাকে। পুরস্কারের মঞ্চে তাঁর পরিধেয়তে দেশের স্পষ্ট ছাপ চোখে পড়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে তিনি পরেছিলেন সিল্কের হলুদ একটি শাড়ি। নিজের অয়ারড্রব চয়েস নিয়ে এই তারকা আজকের পত্রিকাকে জানান, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই শাড়িটি। ফুল ফোটা পলাশ গাছ থেকে তিন সাঁওতাল নারী ফুল তুলে খোঁপায় পরছে। রাজশাহী সিল্কের ওপর সেই পলাশ ফুলের মোটিফ করা শাড়িটি ডিজাইন করেছে নবঢাকা নামের একটি প্রতিষ্ঠান।’
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’
বাঁধন আরও বলেন, ‘আমি আমাদের দেশীয় ডিজাইনারদের কাছ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক কেনা সম্ভব নয়, তবে ভালো লাগে যে তারা আমাকে এই চমৎকার অনুষঙ্গগুলো নিয়ে আমার পাশেই রয়েছেন।’
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
১২ ঘণ্টা আগেযাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
১৫ ঘণ্টা আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
২ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
২ দিন আগে