‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।
সাফল্যের স্বীকৃতি গ্রহণের জন্য় যতবারই বিদেশ বিভুঁইয়ে পা রেখেছেন বাঁধন, ঠিক ততবারই বাক্সপেটরায় বন্দী করেছেন নিজের দেশের সংস্কৃতি ও কলাকে। পুরস্কারের মঞ্চে তাঁর পরিধেয়তে দেশের স্পষ্ট ছাপ চোখে পড়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে তিনি পরেছিলেন সিল্কের হলুদ একটি শাড়ি। নিজের অয়ারড্রব চয়েস নিয়ে এই তারকা আজকের পত্রিকাকে জানান, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই শাড়িটি। ফুল ফোটা পলাশ গাছ থেকে তিন সাঁওতাল নারী ফুল তুলে খোঁপায় পরছে। রাজশাহী সিল্কের ওপর সেই পলাশ ফুলের মোটিফ করা শাড়িটি ডিজাইন করেছে নবঢাকা নামের একটি প্রতিষ্ঠান।’
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’
বাঁধন আরও বলেন, ‘আমি আমাদের দেশীয় ডিজাইনারদের কাছ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক কেনা সম্ভব নয়, তবে ভালো লাগে যে তারা আমাকে এই চমৎকার অনুষঙ্গগুলো নিয়ে আমার পাশেই রয়েছেন।’
‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে বাঁধন এরই মধ্যে বেশ কিছু দেশের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন। এশিয়ার সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পর এবার ইউরোপ জয় করলেন বাংলাদেশের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্পেনের ‘ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ’-এ সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। শনিবার (২ জুলাই) উৎসবের সমাপনী দিনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। কান চলচ্চিত্র উৎসব তো বটেই, এ পর্যন্ত প্রতিবারই আন্তর্জাতিক মঞ্চে পুরস্কার গ্রহণের সময় অভিনয় ও সিনেমার প্রশংসার পাশাপাশি আলোচিত হয়েছে বাঁধনের সাজ-পোশাক। বাঁধন এবার উৎসবের অন্য আয়োজনগুলোয় পশ্চিমা পোশাক গায়ে জড়ালেও পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠেন বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে।
সাফল্যের স্বীকৃতি গ্রহণের জন্য় যতবারই বিদেশ বিভুঁইয়ে পা রেখেছেন বাঁধন, ঠিক ততবারই বাক্সপেটরায় বন্দী করেছেন নিজের দেশের সংস্কৃতি ও কলাকে। পুরস্কারের মঞ্চে তাঁর পরিধেয়তে দেশের স্পষ্ট ছাপ চোখে পড়ে। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ভ্যালেন্সিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-সিনেমা জোভ–এর মঞ্চে তিনি পরেছিলেন সিল্কের হলুদ একটি শাড়ি। নিজের অয়ারড্রব চয়েস নিয়ে এই তারকা আজকের পত্রিকাকে জানান, ‘শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সাঁওতাল ১’ পেইন্টিং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই শাড়িটি। ফুল ফোটা পলাশ গাছ থেকে তিন সাঁওতাল নারী ফুল তুলে খোঁপায় পরছে। রাজশাহী সিল্কের ওপর সেই পলাশ ফুলের মোটিফ করা শাড়িটি ডিজাইন করেছে নবঢাকা নামের একটি প্রতিষ্ঠান।’
দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের অংশ হিসেবে এই শাড়ির সঙ্গে তিনি পরেছিলেন ‘পাহাড়ি সিলভার গহনা’ থেকে নেওয়া রুপার গয়না। আর হাতে যে ব্যাগটি শোভা পাচ্ছিল তা লিদিয়া মে’র। নিউ ইয়র্ক ছাড়াও ঢাকায় লিদিয়া মে লাক্সারি ব্র্যান্ডের টিম কাজ করছে।
বাঁধন জানান, ‘শাড়ি পরে পুরস্কার গ্রহণের বিষয়টি এখানকার সবাই খুব প্রশংসা করেছে। কারণ আমি আমার দেশের পোশাকই বেছে নিয়েছি।’
বাঁধন আরও বলেন, ‘আমি আমাদের দেশীয় ডিজাইনারদের কাছ থেকে এ পর্যন্ত যে সহযোগিতা পেয়েছি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। আমার পক্ষে প্রতিটি অনুষ্ঠানের জন্য আলাদা পোশাক কেনা সম্ভব নয়, তবে ভালো লাগে যে তারা আমাকে এই চমৎকার অনুষঙ্গগুলো নিয়ে আমার পাশেই রয়েছেন।’
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৬ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে