আনিকা জীনাত, ঢাকা
করোনাকাল আমাদের জীবনযাপনে বেশ বড়সড় পরিবর্তন এনেছে, যা আগে ভাবাও যেত না, এখন সেগুলোই আমাদের জীবনযাপনের অংশ। দেড় বছর বা তার কিছু বেশি সময় ধরে আমরা অনলাইন কেনাকাটার অনেক রকমফেরে অভ্যস্ত হয়ে পড়েছি। অভ্যস্ত হয়েছি রেস্তোরাঁর খাবার বাসায় এনে খেতে।
অভ্যস্ত হয়েছি কম কাপড় ও অনুষঙ্গে, ঘরোয়া রূপচর্চায়, স্বাস্থ্যসচেতনতায়। এ সবকিছুর ইতিবাচক প্রভাব পড়েছে আমাদের জীবনে। এ পরিবর্তনেরই আর একটি বাঁক প্রি-অর্ডার।
একসময় কিছু দামি পণ্যের ক্ষেত্রে প্রি-অর্ডারের ব্যবস্থা প্রচলিত ছিল বেশ সীমিত আকারে। এখন বিউটি প্রোডাক্টস, শাড়ি, গয়না, টি-শার্ট, আম, লিচু, হাওর বা নদীর তাজা মাছ থেকে শুরু করে আরও অনেক কিছুর প্রি-অর্ডার নেওয়া হয়। প্রি-অর্ডারের এ প্রবণতা শুরু হয়েছে মূলত ফেসবুকের কল্যাণে। বেশ কিছু এফ কমার্সভিত্তিক প্রতিষ্ঠান সুনামের সঙ্গে প্রি-অর্ডারে পণ্য সরবরাহ করে চলেছে প্রায় পুরো দেশে।
ফেসবুক পেজ ডটের অ্যাডমিন তানজীমুল আলম। মূলত তিনি বিউটি প্রোডাক্টসের ব্যবসা করেন। প্রি-অর্ডার বিষয়ে তিনি বলেন, ‘প্রি-অর্ডার দিলে একদম অথেনটিক পণ্যটা পাওয়া যায়। আবার হাতে টাকা না থাকলে পণ্যটির জন্য আগাম ফরমাশ দিয়ে পরে পেমেন্ট করা যায়। প্রি-অর্ডার নেওয়ার সময় যে সবার কাছ থেকেই অ্যাডভান্স চাওয়া হয়, তা না। পুরোনো ক্রেতাদের ওপর আস্থা রাখা হয়। বড় শিপমেন্টের ক্ষেত্রে ঝুঁকি কমানোর জন্য অ্যাডভান্স নেওয়া হয়।’
আরেক বিউটি প্রোডাক্ট পেজ কেইমের অ্যাডমিন দিগন্ত হোসেন। তিনি বলেন, ‘এখন অনেকেই কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। ফলে অল্প পণ্য এনে দ্রুত বিক্রি করা তাঁদের জন্য সুবিধাজনক। কতগুলো পণ্য আনবেন তা প্রি-অর্ডার থেকেই খুচরা বিক্রেতারা বুঝতে পারেন।’ তবে প্রি-অর্ডার নেওয়ার অসুবিধাও আছে বলে উল্লেখ করেন তিনি। অনেক সময় শিপমেন্ট আসতে দেরি হয়। তখন না চাইতেও ক্রেতাদের অপেক্ষায় রাখতে হয়।
নিয়মিতই অনলাইন থেকে কসমেটিকস পণ্য কেনেন সারাহ রহমান। তিনি বললেন, ‘প্রি-অর্ডারের পণ্য আসতে কিছুটা দেরি হয়, এটা ঠিক। তবে পণ্যের মান ভালো।’
আরেক ক্রেতা মীম রহমান বলেন, ‘অর্ডার করার পর মনে হতে পারে পণ্যটির আর প্রয়োজন নেই। তাই অনেক ভেবেচিন্তে প্রি-অর্ডার করা প্রয়োজন।’ অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের অনেক পরে পণ্য ডেলিভারি দেওয়া হয়। তাই যেটা এক বা দুই মাস পরে প্রয়োজন, সেটাই তিনি অর্ডার করেন।
করোনাকাল আমাদের জীবনযাপনে বেশ বড়সড় পরিবর্তন এনেছে, যা আগে ভাবাও যেত না, এখন সেগুলোই আমাদের জীবনযাপনের অংশ। দেড় বছর বা তার কিছু বেশি সময় ধরে আমরা অনলাইন কেনাকাটার অনেক রকমফেরে অভ্যস্ত হয়ে পড়েছি। অভ্যস্ত হয়েছি রেস্তোরাঁর খাবার বাসায় এনে খেতে।
অভ্যস্ত হয়েছি কম কাপড় ও অনুষঙ্গে, ঘরোয়া রূপচর্চায়, স্বাস্থ্যসচেতনতায়। এ সবকিছুর ইতিবাচক প্রভাব পড়েছে আমাদের জীবনে। এ পরিবর্তনেরই আর একটি বাঁক প্রি-অর্ডার।
একসময় কিছু দামি পণ্যের ক্ষেত্রে প্রি-অর্ডারের ব্যবস্থা প্রচলিত ছিল বেশ সীমিত আকারে। এখন বিউটি প্রোডাক্টস, শাড়ি, গয়না, টি-শার্ট, আম, লিচু, হাওর বা নদীর তাজা মাছ থেকে শুরু করে আরও অনেক কিছুর প্রি-অর্ডার নেওয়া হয়। প্রি-অর্ডারের এ প্রবণতা শুরু হয়েছে মূলত ফেসবুকের কল্যাণে। বেশ কিছু এফ কমার্সভিত্তিক প্রতিষ্ঠান সুনামের সঙ্গে প্রি-অর্ডারে পণ্য সরবরাহ করে চলেছে প্রায় পুরো দেশে।
ফেসবুক পেজ ডটের অ্যাডমিন তানজীমুল আলম। মূলত তিনি বিউটি প্রোডাক্টসের ব্যবসা করেন। প্রি-অর্ডার বিষয়ে তিনি বলেন, ‘প্রি-অর্ডার দিলে একদম অথেনটিক পণ্যটা পাওয়া যায়। আবার হাতে টাকা না থাকলে পণ্যটির জন্য আগাম ফরমাশ দিয়ে পরে পেমেন্ট করা যায়। প্রি-অর্ডার নেওয়ার সময় যে সবার কাছ থেকেই অ্যাডভান্স চাওয়া হয়, তা না। পুরোনো ক্রেতাদের ওপর আস্থা রাখা হয়। বড় শিপমেন্টের ক্ষেত্রে ঝুঁকি কমানোর জন্য অ্যাডভান্স নেওয়া হয়।’
আরেক বিউটি প্রোডাক্ট পেজ কেইমের অ্যাডমিন দিগন্ত হোসেন। তিনি বলেন, ‘এখন অনেকেই কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। ফলে অল্প পণ্য এনে দ্রুত বিক্রি করা তাঁদের জন্য সুবিধাজনক। কতগুলো পণ্য আনবেন তা প্রি-অর্ডার থেকেই খুচরা বিক্রেতারা বুঝতে পারেন।’ তবে প্রি-অর্ডার নেওয়ার অসুবিধাও আছে বলে উল্লেখ করেন তিনি। অনেক সময় শিপমেন্ট আসতে দেরি হয়। তখন না চাইতেও ক্রেতাদের অপেক্ষায় রাখতে হয়।
নিয়মিতই অনলাইন থেকে কসমেটিকস পণ্য কেনেন সারাহ রহমান। তিনি বললেন, ‘প্রি-অর্ডারের পণ্য আসতে কিছুটা দেরি হয়, এটা ঠিক। তবে পণ্যের মান ভালো।’
আরেক ক্রেতা মীম রহমান বলেন, ‘অর্ডার করার পর মনে হতে পারে পণ্যটির আর প্রয়োজন নেই। তাই অনেক ভেবেচিন্তে প্রি-অর্ডার করা প্রয়োজন।’ অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের অনেক পরে পণ্য ডেলিভারি দেওয়া হয়। তাই যেটা এক বা দুই মাস পরে প্রয়োজন, সেটাই তিনি অর্ডার করেন।
স্কুল থেকে ফিরে ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয় মারিয়া। ১৫ বছর বয়সী কিশোরী সারা দিন বন্ধুদের ইনস্টাগ্রাম স্টোরি দেখে, নিজে কিছু পোস্টও করে। তবে কারও সঙ্গে তেমন কথা হয় না তার। পরিবার-পরিজনের মাঝেও সে একা। তার মতো অসংখ্য কিশোরী এই সময়ে এমন নিঃসঙ্গতায় ভুগছে।
১১ ঘণ্টা আগেবাজারে আমড়া উঠেছে। আচার তো ঘরে ঘরেই তৈরি হবে। শখের রাঁধুনি যাঁরা প্রথমবারের মতো আমড়া–রসুনের আচার তৈরির কথা ভাবছেন, তাঁদের জন্য আমড়া-রসুনের টক ঝাল আচারের
১২ ঘণ্টা আগেশিরোনাম দেখেই হয়তো অনেকের চোখ কপালে ওঠার মতো অবস্থা। পাথরের দাম এত হয় কীভাবে! কোন জিনিসের দাম কত হবে, তার নির্ধারণ করা হয় সেই জিনিসের গুরুত্ব বুঝে। বুঝতেই পারছেন, এটি সাধারণ কোনো পাথর নয়। এটি পৃথিবীতে এসেছে প্রায় ২৫ কোটির বেশি কিলোমিটার দূরের মঙ্গল গ্রহ থেকে।
১৩ ঘণ্টা আগেবর্ষায় পেটের রোগ বেশি হয়, কমবেশি সবাই জানেন। কারণ, স্বাভাবিকভাবে বৃষ্টির দিনে জীবাণুর সংক্রমণ বাড়ে। রান্না যত সময় নিয়েই করুন না কেন কিংবা রান্নার উপকরণ যত ভালোভাবে ধুয়ে নিন না কেন, রান্নাঘর যদি অপরিচ্ছন্ন থাকে, তাহলে সুস্থ থাকাটা মুশকিল হবে। বাড়ির রান্নাঘর থেকে হয়তো ব্যাকটেরিয়া, ভাইরাস...
১৫ ঘণ্টা আগে