আনিকা জীনাত, ঢাকা
করোনাকাল আমাদের জীবনযাপনে বেশ বড়সড় পরিবর্তন এনেছে, যা আগে ভাবাও যেত না, এখন সেগুলোই আমাদের জীবনযাপনের অংশ। দেড় বছর বা তার কিছু বেশি সময় ধরে আমরা অনলাইন কেনাকাটার অনেক রকমফেরে অভ্যস্ত হয়ে পড়েছি। অভ্যস্ত হয়েছি রেস্তোরাঁর খাবার বাসায় এনে খেতে।
অভ্যস্ত হয়েছি কম কাপড় ও অনুষঙ্গে, ঘরোয়া রূপচর্চায়, স্বাস্থ্যসচেতনতায়। এ সবকিছুর ইতিবাচক প্রভাব পড়েছে আমাদের জীবনে। এ পরিবর্তনেরই আর একটি বাঁক প্রি-অর্ডার।
একসময় কিছু দামি পণ্যের ক্ষেত্রে প্রি-অর্ডারের ব্যবস্থা প্রচলিত ছিল বেশ সীমিত আকারে। এখন বিউটি প্রোডাক্টস, শাড়ি, গয়না, টি-শার্ট, আম, লিচু, হাওর বা নদীর তাজা মাছ থেকে শুরু করে আরও অনেক কিছুর প্রি-অর্ডার নেওয়া হয়। প্রি-অর্ডারের এ প্রবণতা শুরু হয়েছে মূলত ফেসবুকের কল্যাণে। বেশ কিছু এফ কমার্সভিত্তিক প্রতিষ্ঠান সুনামের সঙ্গে প্রি-অর্ডারে পণ্য সরবরাহ করে চলেছে প্রায় পুরো দেশে।
ফেসবুক পেজ ডটের অ্যাডমিন তানজীমুল আলম। মূলত তিনি বিউটি প্রোডাক্টসের ব্যবসা করেন। প্রি-অর্ডার বিষয়ে তিনি বলেন, ‘প্রি-অর্ডার দিলে একদম অথেনটিক পণ্যটা পাওয়া যায়। আবার হাতে টাকা না থাকলে পণ্যটির জন্য আগাম ফরমাশ দিয়ে পরে পেমেন্ট করা যায়। প্রি-অর্ডার নেওয়ার সময় যে সবার কাছ থেকেই অ্যাডভান্স চাওয়া হয়, তা না। পুরোনো ক্রেতাদের ওপর আস্থা রাখা হয়। বড় শিপমেন্টের ক্ষেত্রে ঝুঁকি কমানোর জন্য অ্যাডভান্স নেওয়া হয়।’
আরেক বিউটি প্রোডাক্ট পেজ কেইমের অ্যাডমিন দিগন্ত হোসেন। তিনি বলেন, ‘এখন অনেকেই কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। ফলে অল্প পণ্য এনে দ্রুত বিক্রি করা তাঁদের জন্য সুবিধাজনক। কতগুলো পণ্য আনবেন তা প্রি-অর্ডার থেকেই খুচরা বিক্রেতারা বুঝতে পারেন।’ তবে প্রি-অর্ডার নেওয়ার অসুবিধাও আছে বলে উল্লেখ করেন তিনি। অনেক সময় শিপমেন্ট আসতে দেরি হয়। তখন না চাইতেও ক্রেতাদের অপেক্ষায় রাখতে হয়।
নিয়মিতই অনলাইন থেকে কসমেটিকস পণ্য কেনেন সারাহ রহমান। তিনি বললেন, ‘প্রি-অর্ডারের পণ্য আসতে কিছুটা দেরি হয়, এটা ঠিক। তবে পণ্যের মান ভালো।’
আরেক ক্রেতা মীম রহমান বলেন, ‘অর্ডার করার পর মনে হতে পারে পণ্যটির আর প্রয়োজন নেই। তাই অনেক ভেবেচিন্তে প্রি-অর্ডার করা প্রয়োজন।’ অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের অনেক পরে পণ্য ডেলিভারি দেওয়া হয়। তাই যেটা এক বা দুই মাস পরে প্রয়োজন, সেটাই তিনি অর্ডার করেন।
করোনাকাল আমাদের জীবনযাপনে বেশ বড়সড় পরিবর্তন এনেছে, যা আগে ভাবাও যেত না, এখন সেগুলোই আমাদের জীবনযাপনের অংশ। দেড় বছর বা তার কিছু বেশি সময় ধরে আমরা অনলাইন কেনাকাটার অনেক রকমফেরে অভ্যস্ত হয়ে পড়েছি। অভ্যস্ত হয়েছি রেস্তোরাঁর খাবার বাসায় এনে খেতে।
অভ্যস্ত হয়েছি কম কাপড় ও অনুষঙ্গে, ঘরোয়া রূপচর্চায়, স্বাস্থ্যসচেতনতায়। এ সবকিছুর ইতিবাচক প্রভাব পড়েছে আমাদের জীবনে। এ পরিবর্তনেরই আর একটি বাঁক প্রি-অর্ডার।
একসময় কিছু দামি পণ্যের ক্ষেত্রে প্রি-অর্ডারের ব্যবস্থা প্রচলিত ছিল বেশ সীমিত আকারে। এখন বিউটি প্রোডাক্টস, শাড়ি, গয়না, টি-শার্ট, আম, লিচু, হাওর বা নদীর তাজা মাছ থেকে শুরু করে আরও অনেক কিছুর প্রি-অর্ডার নেওয়া হয়। প্রি-অর্ডারের এ প্রবণতা শুরু হয়েছে মূলত ফেসবুকের কল্যাণে। বেশ কিছু এফ কমার্সভিত্তিক প্রতিষ্ঠান সুনামের সঙ্গে প্রি-অর্ডারে পণ্য সরবরাহ করে চলেছে প্রায় পুরো দেশে।
ফেসবুক পেজ ডটের অ্যাডমিন তানজীমুল আলম। মূলত তিনি বিউটি প্রোডাক্টসের ব্যবসা করেন। প্রি-অর্ডার বিষয়ে তিনি বলেন, ‘প্রি-অর্ডার দিলে একদম অথেনটিক পণ্যটা পাওয়া যায়। আবার হাতে টাকা না থাকলে পণ্যটির জন্য আগাম ফরমাশ দিয়ে পরে পেমেন্ট করা যায়। প্রি-অর্ডার নেওয়ার সময় যে সবার কাছ থেকেই অ্যাডভান্স চাওয়া হয়, তা না। পুরোনো ক্রেতাদের ওপর আস্থা রাখা হয়। বড় শিপমেন্টের ক্ষেত্রে ঝুঁকি কমানোর জন্য অ্যাডভান্স নেওয়া হয়।’
আরেক বিউটি প্রোডাক্ট পেজ কেইমের অ্যাডমিন দিগন্ত হোসেন। তিনি বলেন, ‘এখন অনেকেই কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। ফলে অল্প পণ্য এনে দ্রুত বিক্রি করা তাঁদের জন্য সুবিধাজনক। কতগুলো পণ্য আনবেন তা প্রি-অর্ডার থেকেই খুচরা বিক্রেতারা বুঝতে পারেন।’ তবে প্রি-অর্ডার নেওয়ার অসুবিধাও আছে বলে উল্লেখ করেন তিনি। অনেক সময় শিপমেন্ট আসতে দেরি হয়। তখন না চাইতেও ক্রেতাদের অপেক্ষায় রাখতে হয়।
নিয়মিতই অনলাইন থেকে কসমেটিকস পণ্য কেনেন সারাহ রহমান। তিনি বললেন, ‘প্রি-অর্ডারের পণ্য আসতে কিছুটা দেরি হয়, এটা ঠিক। তবে পণ্যের মান ভালো।’
আরেক ক্রেতা মীম রহমান বলেন, ‘অর্ডার করার পর মনে হতে পারে পণ্যটির আর প্রয়োজন নেই। তাই অনেক ভেবেচিন্তে প্রি-অর্ডার করা প্রয়োজন।’ অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের অনেক পরে পণ্য ডেলিভারি দেওয়া হয়। তাই যেটা এক বা দুই মাস পরে প্রয়োজন, সেটাই তিনি অর্ডার করেন।
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
১ দিন আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
১ দিন আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
১ দিন আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
১ দিন আগে