দিতি আহমেদ
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
জীবনকে কিছুক্ষণের জন্য ‘অফ’ মোডে রাখা শেখায় এই ফ্লোরটাইম। টিকটকে অনেকে বলছেন, মেঝের ওপর চিত হয়ে শুয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে চলমান এই প্রক্রিয়া নিজেকে ফিরিয়ে আনে নিজের কাছে।
১২ ঘণ্টা আগেথাপড়ানো রুটি! মানিকগঞ্জের বেশ পুরোনো ঘিওর হাট। হাটের আকার, আয়তন ও গুরুত্ব—সবই কমে গেছে। তবে রয়ে গেছে এই হাটের ‘ঐতিহ্য’ থাপড়ানো রুটি। বড় বড় আকারের একেকটি থাপড়ানো রুটির সঙ্গে রসে জবজবে রসগোল্লার স্বাদ একবার হলেও যিনি নিয়েছেন, তিনি মনে রাখবেন পুরো জীবন।
১৪ ঘণ্টা আগেইলিশ কি সব সময় মাছের রাজা ছিল? প্রশ্নটি এখন করলে অনেকে বাঁকা চোখে তাকাবেন আমার দিকে। কিন্তু সত্যি কথা হলো, ইলিশের এখন যে রাজা রাজা ব্যাপার, সেটা একসময় ছিল না। কী ছিল তাহলে? এখানেই অনেক মজা লুকিয়ে রয়েছে।
২১ ঘণ্টা আগেবেছে টুকরা করে হালকা ভাপ দেওয়া শাপলা ডাঁটা ৩ কাপ, ইলিশ মাছ ৬ থেকে ৮ টুকরা, কাঁচা মরিচের বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টা, হলুদগুঁড়া দেড় চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, আদা-রসুনবাটা ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল আধা
২১ ঘণ্টা আগে