দিতি আহমেদ
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
সুন্দর ত্বক বলতে বোঝায় পরিচ্ছন্ন ও দাগহীন ত্বক। সাদা কিংবা কালো যেকোনো ত্বকই হতে পারে সুন্দর। ত্বক উজ্জ্বল করতে রূপবিশেষজ্ঞ শারমিন কচির পরামর্শ জানাচ্ছেন দিতি আহমেদ।
য়েশ্চারাইজার ব্যবহার
তৈলাক্ত কিংবা শুষ্ক ত্বকের ধরন যেমনই হোক না কেন, নিয়মিত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। ময়েশ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক থাকে আর্দ্র। ত্বকের আর্দ্রতা বলিরেখা মোকাবিলা সহজ করে দেয়। দিনে অন্তত দুবার ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
ত্বকের ধরন বুঝে মুখে ব্যবহার করুন সানস্ক্রিন। অ্যান্টি এজিং ও ময়েশ্চারাইজারসমৃদ্ধ সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন।
সিরাম ব্যবহার
ফেস সিরামকে বলা হয় ত্বকের তরল সোনা। পুষ্টি জোগানো, বলিরেখা প্রতিরোধ করাসহ ত্বকের নানা সমস্যা মেটানোর কাজ করে ফেস সিরাম।
পাশাপাশি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে দুই থেকে তিন ফোঁটা সিরাম মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখে অবশ্যই সিরাম লাগাতে ভুলবেন না।
ঠোঁটের যত্ন
ঠোঁট মুখের সৌন্দর্যের বড় অংশ। ফাটা ও বিবর্ণ ঠোঁট গোটা চেহারাই নিষ্প্রাণ করে দেয়। ঠোঁট নিয়মিত স্ক্রাব করুন। এরপর ব্যবহার করুন লিপ মাস্ক এবং ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে করে ঠোঁট থাকবে কোমল।
চোখের যত্ন
চোখের চারপাশের ত্বক বেশ সংবেদনশীল। নানা রকম মানসিক চাপ, ঘুমের অভাব, প্রাকৃতিক দূষণের কারণে এ সংবেদনশীল ত্বকে খুব সহজে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত চোখের যত্ন নিতে হবে। আর এর জন্য ব্যবহার করতে পারেন চোখের মাস্ক। চোখের ফোলাভাব, ডার্ক সার্কেল, ঘুমের অভাব আর বলিরেখা দূর করতে রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখের মাস্ক লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর তুলো দিয়ে হালকা হাতে চোখের মাস্ক মুছে ফেলে আই সিরাম লাগিয়ে নিন।
বলিউড পাড়ায় নতুন খবর, ‘মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি’। সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন এ দম্পতি।
৯ ঘণ্টা আগেআশি কিংবা নব্বইয়ের দশকের বাংলা সিনেমা দেখে এই প্রজন্মের অনেক মেয়েরই চোখ ছানাবড়া হবে। না না, নেতিবাচক অর্থে বলছি না। সে সময় দুই গালে মেয়েরা লালচে আভার ব্লাশন ব্যবহার করত। খানিকটা বাড়তি ব্লাশন ব্যবহারই ছিল সে সময়কার ট্রেন্ড। ওই যে লোকে বলে না, তুষারকন্যার গাল ছিল আপেলের মতো লাল! তাই রাজকুমারীর মতো...
১৮ ঘণ্টা আগেবাঙালি কম তেলে রাঁধতে জানে না, এ কথা স্বীকার করতে হবে গড়িমসি করে হলেও। বাড়িতে দাওয়াত রয়েছে মানে কড়াইয়ে নিত্যদিনের তুলনায় একটু বেশি তেল ঢেলে ফেলি। তেল জবজবে খাবার মানে কি সুস্বাদু? আর যদি হয়ও, তবে তা কোনোভাবেই স্বাস্থ্যকর নয়।
১৮ ঘণ্টা আগেঅফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে...
১৮ ঘণ্টা আগে