রান্নার তেলের বোতলগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বারান্দার সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করতে পারেন। হাতের কাছের কয়েকটি উপকরণ ব্যবহার করেই তেলের প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলা যায় টব।
যা যা লাগবে
⦁ ৫ লিটারের তেলের বোতল
⦁ হলুদ এনামেল রং
⦁ লাল ও সবুজ অ্যাক্রিলিক রং
⦁ সাদা আর্ট পেপার
⦁ কালো মার্কার পেন
⦁ কাঁচি
⦁ আইকা
⦁ তুলি
যেভাবে তৈরি করবেন
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রেখে তলা থেকে তিন ইঞ্চি নিচ পর্যন্ত কেটে ফেলুন।
⦁ এবার সবান-পানি ও স্পঞ্জ দিয়ে বোতলটির ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর বোতলটি রোদে শুকোতে দিন।
⦁ শুকিয়ে গেলে বোতলটিতে হলুদ এনামেল রং করে নিন। এবার রং শুকানোর জন্য সময় দিন।
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রাখুন। এবার বোতলের গায়ের রেখা ধরে এমন ভাবে লাল রং করুন যাতে পাগড়ির মতো দেখায়। ঠিক ছবির মতো।
⦁ এবার সাদা আর্ট পেপার গোল গোল করে কেটে নিন। কালো মার্কার পেন দিয়ে বর্ডার করুন গোল করে কাটা কাগজের চারপাশে। এই দুটো হবে চোখ। এবার বর্ডারের মাঝ বরাবর গোল করে মণি আঁকুন। আইকা দিয়ে চোখ দুটো বসিয়ে দিন।
⦁ লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিন।
⦁ এ ধরনের বোতলের গায়ে সাধারণত কিছু নকশা করাই থাকে। সেই নকশার ওপর রং করতে পারেন।
⦁ রং শুকিয়ে গেলে বোতলের ভেতরে মাটি ভরে এরপর গাছ লাগাতে পারেন। জিআই তারের সাহায্যে বোতলটি ঝুলিয়ে দিতে পারেন বারান্দার গ্রিলের সঙ্গে।
রান্নার তেলের বোতলগুলোকে ফেলে না দিয়ে কিন্তু বারান্দার সৌন্দর্যবর্ধনের কাজে ব্যবহার করতে পারেন। হাতের কাছের কয়েকটি উপকরণ ব্যবহার করেই তেলের প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে ফেলা যায় টব।
যা যা লাগবে
⦁ ৫ লিটারের তেলের বোতল
⦁ হলুদ এনামেল রং
⦁ লাল ও সবুজ অ্যাক্রিলিক রং
⦁ সাদা আর্ট পেপার
⦁ কালো মার্কার পেন
⦁ কাঁচি
⦁ আইকা
⦁ তুলি
যেভাবে তৈরি করবেন
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রেখে তলা থেকে তিন ইঞ্চি নিচ পর্যন্ত কেটে ফেলুন।
⦁ এবার সবান-পানি ও স্পঞ্জ দিয়ে বোতলটির ভেতর ও বাইরের অংশ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর বোতলটি রোদে শুকোতে দিন।
⦁ শুকিয়ে গেলে বোতলটিতে হলুদ এনামেল রং করে নিন। এবার রং শুকানোর জন্য সময় দিন।
⦁ বোতলের মুখের অংশ নিচে ও তলার অংশ ওপরে রাখুন। এবার বোতলের গায়ের রেখা ধরে এমন ভাবে লাল রং করুন যাতে পাগড়ির মতো দেখায়। ঠিক ছবির মতো।
⦁ এবার সাদা আর্ট পেপার গোল গোল করে কেটে নিন। কালো মার্কার পেন দিয়ে বর্ডার করুন গোল করে কাটা কাগজের চারপাশে। এই দুটো হবে চোখ। এবার বর্ডারের মাঝ বরাবর গোল করে মণি আঁকুন। আইকা দিয়ে চোখ দুটো বসিয়ে দিন।
⦁ লাল রং দিয়ে ঠোঁট এঁকে নিন।
⦁ এ ধরনের বোতলের গায়ে সাধারণত কিছু নকশা করাই থাকে। সেই নকশার ওপর রং করতে পারেন।
⦁ রং শুকিয়ে গেলে বোতলের ভেতরে মাটি ভরে এরপর গাছ লাগাতে পারেন। জিআই তারের সাহায্যে বোতলটি ঝুলিয়ে দিতে পারেন বারান্দার গ্রিলের সঙ্গে।
‘সরকারি ছুটি’—এ শব্দ দুটি শুনলেই চাকরিজীবীদের মনের ভেতর এক সুখের অনুভূতি বয়ে যায়। একঘেয়ে কর্মজীবনে এক বা দুই দিন সাপ্তাহিক ছুটির বাইরে এই সরকারি ছুটি যেন হাতে চাঁদ পাওয়ার মতো বিষয়।
৯ ঘণ্টা আগেছুটির বিকেলে ফুচকা খাওয়ার ইচ্ছা জাগতেই পারে। তবে বাড়িতেই যদি টেলিভিশনে কোনো সিরিজ দেখতে দেখতে ফুচকা খাওয়া যায় সবাই মিলে ,তাহলে মন্দ হয় না। ফুচকা তো সুপারশপে পাওয়া যায়, তাহলে পুরটা যদি বাড়িতেই বানিয়ে নিলে চিন্তা কি! আপনাদের জন্য ফুচকার পুর ও টক পানি তৈরির রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা
১৩ ঘণ্টা আগেকিছুদিন পরপর হেয়ারস্টাইল বদলে ফেলা কেটি পেরির বয়স এখন ৪০। দেখতে এখনো ঠিক প্রেমে পড়ার মতোই আছেন তিনি। ট্রুডো কি তবে তাঁর প্রেমেই পড়লেন? এ প্রশ্নের মতোই নেটিজেনদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, চল্লিশের কোঠার এই পপস্টার কোন গোপন উপায়ে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রেখেছেন কিশোরীদের মতো?
১৯ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম বিস্তারের ফলে নতুন প্রজন্মের মধ্যে ঐতিহাসিক পোশাক ও পুরোনো স্টাইল আইকনের প্রতি আগ্রহ বেড়েছে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনী ও মেট গালা অনুষ্ঠান এসব আগ্রহ আরও উসকে দিচ্ছে।
১ দিন আগে