Ajker Patrika

গোলাপি পরার এখনই সময়

ঐশানী মোদক
গোলাপি পরার এখনই সময়

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভুবনবিখ্যাত ফ্র্যাঞ্চাইজি বারবির সর্বশেষ সিনেমা। মুক্তির অনেক আগে এটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে করে তুলেছিল সরগরম। আর মুক্তির পরে তো কথাই নেই। দেখা গেল, তরুণীরা দল বেঁধে গোলাপি পোশাক পরে ভিড় করেছেন সিনেপ্লেক্সগুলোয়। শুধু তা-ই নয়, মানুষের নজর কেড়ে নেওয়া গোলাপি রংটাই এখন নতুন করে ফ্যাশন দুনিয়ায় হয়ে উঠেছে প্রাসঙ্গিক। আর এ কারণেই জড়তাকে পাশ কাটিয়ে পছন্দের গোলাপি রঙের পোশাকটি পরে সুন্দর কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার এখনই সময়! এর আগে জেনে নিন:

অন্য রঙের সঙ্গে মিল রেখে
গোলাপি পরার অভ্যাস যাঁদের নেই, তাঁদের এই ট্রেন্ডে গা ভাসানোর ক্ষেত্রে মনের বাধাটাই বড় ব্যাপার হয়ে উঠতে পারে। তবে এই বাধা দূর করা একদম সহজ। সাদা, কালো, বাদামি বা নেভি ব্লু—যেকোনো রঙের সঙ্গে গোলাপি রংটা দারুণভাবে মানিয়ে যায়। তাই এসব রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করে নিন নিজস্ব ‘পিংকিশ’ লুক।

মেকআপের দিকে নজর দিন
ভরসা পাচ্ছেন না? আছে আরও সহজ সমাধান। খেয়াল করে দেখবেন, মেকআপের দুনিয়ায় গোলাপি রঙের ব্যবহারটা বরাবরই বেশ জোরালো। মুখে আইশ্যাডো, লিপস্টিক বা ব্লাশ ব্যবহারের সময় গোলাপির কোনো একটি শেড আপনার মুখে ছড়িয়ে দিতে পারে তরতাজা গোলাপ ফুলের মিষ্টি আভা। মেকআপের ক্ষেত্রে বহুল প্রচলিত এই রংটা তাই এ যাত্রায়ও হয়ে উঠতে পারে আপনার ত্রাণকর্তা। পোশাকে না হলেও মেকআপে তো আপনি গোলাপির ছোঁয়া রাখতেই পারেন।

জুতসই গোলাপি শেড বেছে নিন
গোলাপি রংটা কিন্তু ভারি মজার! কখনো কখনো যেমন হঠাৎ সবার নজর কেড়ে নেওয়ার তীব্রতা এর আছে, আবার অনেক সময় কিন্তু এটি নীরবেই দ্যুতি ছড়ায়। আপনাকে শুধু বুঝতে হবে, কোন গোলাপি শেড এখন আপনার চাই। অগণিত শেডের মধ্য থেকে বাছাই করে নিন মনের মতো গোলাপিটি। এরপর সে নিজেই নিজের কথা বলবে। তাই সাজের সময় সঠিক শেডের গোলাপিটি বেছে নেওয়াই বাঞ্ছনীয়।ডিজাইনের দিকেও মন দিন সম্পূর্ণ গোলাপি রঙের পোশাক যেমন চোখ কেড়ে নেয়, এর সঙ্গে সামান্য নকশা বা কিছু আঁকিবুঁকি যুক্ত হলে কিন্তু আবেদনটা বেড়ে যায় বহুগুণে। গোলাপির সঙ্গে অন্য রঙের প্রিন্ট মিলিয়েও আপনার সাজকে ভিন্নমাত্রায় নিয়ে যেতে পারেন। মূল রং গোলাপি থাকলেও এর সঙ্গে যুক্ত হওয়া প্যাটার্ন বা ছাপগুলো আপনাকে বারবির স্রোতে যেমন ভাসাবে, তেমনি আপনার নিজস্বতাকেও ফুটিয়ে তুলবে।

গোলাপি স্কার্ফ বা জ্যাকেট
সাদা, কালো বা একরঙা পছন্দের পোশাকের সঙ্গে আপনি যখন সুন্দর একটা গোলাপি রঙের স্কার্ফ বা জ্যাকেট গায়ে জড়িয়ে নেবেন, আপনার ফ্যাশনটাই তাতে হয়ে উঠতে পারে ভিন্নধর্মী, আর সবচেয়ে প্রাসঙ্গিক! তাই এ সাজটির কথাও মাথায় রাখুন আর সুযোগ বুঝে এই কৌশল ব্যবহার করুন।

সূত্র: হার স্টাইল কোড ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত