ঐশানী মোদক
কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভুবনবিখ্যাত ফ্র্যাঞ্চাইজি বারবির সর্বশেষ সিনেমা। মুক্তির অনেক আগে এটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে করে তুলেছিল সরগরম। আর মুক্তির পরে তো কথাই নেই। দেখা গেল, তরুণীরা দল বেঁধে গোলাপি পোশাক পরে ভিড় করেছেন সিনেপ্লেক্সগুলোয়। শুধু তা-ই নয়, মানুষের নজর কেড়ে নেওয়া গোলাপি রংটাই এখন নতুন করে ফ্যাশন দুনিয়ায় হয়ে উঠেছে প্রাসঙ্গিক। আর এ কারণেই জড়তাকে পাশ কাটিয়ে পছন্দের গোলাপি রঙের পোশাকটি পরে সুন্দর কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার এখনই সময়! এর আগে জেনে নিন:
অন্য রঙের সঙ্গে মিল রেখে
গোলাপি পরার অভ্যাস যাঁদের নেই, তাঁদের এই ট্রেন্ডে গা ভাসানোর ক্ষেত্রে মনের বাধাটাই বড় ব্যাপার হয়ে উঠতে পারে। তবে এই বাধা দূর করা একদম সহজ। সাদা, কালো, বাদামি বা নেভি ব্লু—যেকোনো রঙের সঙ্গে গোলাপি রংটা দারুণভাবে মানিয়ে যায়। তাই এসব রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করে নিন নিজস্ব ‘পিংকিশ’ লুক।
মেকআপের দিকে নজর দিন
ভরসা পাচ্ছেন না? আছে আরও সহজ সমাধান। খেয়াল করে দেখবেন, মেকআপের দুনিয়ায় গোলাপি রঙের ব্যবহারটা বরাবরই বেশ জোরালো। মুখে আইশ্যাডো, লিপস্টিক বা ব্লাশ ব্যবহারের সময় গোলাপির কোনো একটি শেড আপনার মুখে ছড়িয়ে দিতে পারে তরতাজা গোলাপ ফুলের মিষ্টি আভা। মেকআপের ক্ষেত্রে বহুল প্রচলিত এই রংটা তাই এ যাত্রায়ও হয়ে উঠতে পারে আপনার ত্রাণকর্তা। পোশাকে না হলেও মেকআপে তো আপনি গোলাপির ছোঁয়া রাখতেই পারেন।
জুতসই গোলাপি শেড বেছে নিন
গোলাপি রংটা কিন্তু ভারি মজার! কখনো কখনো যেমন হঠাৎ সবার নজর কেড়ে নেওয়ার তীব্রতা এর আছে, আবার অনেক সময় কিন্তু এটি নীরবেই দ্যুতি ছড়ায়। আপনাকে শুধু বুঝতে হবে, কোন গোলাপি শেড এখন আপনার চাই। অগণিত শেডের মধ্য থেকে বাছাই করে নিন মনের মতো গোলাপিটি। এরপর সে নিজেই নিজের কথা বলবে। তাই সাজের সময় সঠিক শেডের গোলাপিটি বেছে নেওয়াই বাঞ্ছনীয়।ডিজাইনের দিকেও মন দিন সম্পূর্ণ গোলাপি রঙের পোশাক যেমন চোখ কেড়ে নেয়, এর সঙ্গে সামান্য নকশা বা কিছু আঁকিবুঁকি যুক্ত হলে কিন্তু আবেদনটা বেড়ে যায় বহুগুণে। গোলাপির সঙ্গে অন্য রঙের প্রিন্ট মিলিয়েও আপনার সাজকে ভিন্নমাত্রায় নিয়ে যেতে পারেন। মূল রং গোলাপি থাকলেও এর সঙ্গে যুক্ত হওয়া প্যাটার্ন বা ছাপগুলো আপনাকে বারবির স্রোতে যেমন ভাসাবে, তেমনি আপনার নিজস্বতাকেও ফুটিয়ে তুলবে।
গোলাপি স্কার্ফ বা জ্যাকেট
সাদা, কালো বা একরঙা পছন্দের পোশাকের সঙ্গে আপনি যখন সুন্দর একটা গোলাপি রঙের স্কার্ফ বা জ্যাকেট গায়ে জড়িয়ে নেবেন, আপনার ফ্যাশনটাই তাতে হয়ে উঠতে পারে ভিন্নধর্মী, আর সবচেয়ে প্রাসঙ্গিক! তাই এ সাজটির কথাও মাথায় রাখুন আর সুযোগ বুঝে এই কৌশল ব্যবহার করুন।
সূত্র: হার স্টাইল কোড ও অন্যান্য
কিছুদিন আগে মুক্তি পেয়েছে ভুবনবিখ্যাত ফ্র্যাঞ্চাইজি বারবির সর্বশেষ সিনেমা। মুক্তির অনেক আগে এটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে করে তুলেছিল সরগরম। আর মুক্তির পরে তো কথাই নেই। দেখা গেল, তরুণীরা দল বেঁধে গোলাপি পোশাক পরে ভিড় করেছেন সিনেপ্লেক্সগুলোয়। শুধু তা-ই নয়, মানুষের নজর কেড়ে নেওয়া গোলাপি রংটাই এখন নতুন করে ফ্যাশন দুনিয়ায় হয়ে উঠেছে প্রাসঙ্গিক। আর এ কারণেই জড়তাকে পাশ কাটিয়ে পছন্দের গোলাপি রঙের পোশাকটি পরে সুন্দর কিছু ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার এখনই সময়! এর আগে জেনে নিন:
অন্য রঙের সঙ্গে মিল রেখে
গোলাপি পরার অভ্যাস যাঁদের নেই, তাঁদের এই ট্রেন্ডে গা ভাসানোর ক্ষেত্রে মনের বাধাটাই বড় ব্যাপার হয়ে উঠতে পারে। তবে এই বাধা দূর করা একদম সহজ। সাদা, কালো, বাদামি বা নেভি ব্লু—যেকোনো রঙের সঙ্গে গোলাপি রংটা দারুণভাবে মানিয়ে যায়। তাই এসব রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করে নিন নিজস্ব ‘পিংকিশ’ লুক।
মেকআপের দিকে নজর দিন
ভরসা পাচ্ছেন না? আছে আরও সহজ সমাধান। খেয়াল করে দেখবেন, মেকআপের দুনিয়ায় গোলাপি রঙের ব্যবহারটা বরাবরই বেশ জোরালো। মুখে আইশ্যাডো, লিপস্টিক বা ব্লাশ ব্যবহারের সময় গোলাপির কোনো একটি শেড আপনার মুখে ছড়িয়ে দিতে পারে তরতাজা গোলাপ ফুলের মিষ্টি আভা। মেকআপের ক্ষেত্রে বহুল প্রচলিত এই রংটা তাই এ যাত্রায়ও হয়ে উঠতে পারে আপনার ত্রাণকর্তা। পোশাকে না হলেও মেকআপে তো আপনি গোলাপির ছোঁয়া রাখতেই পারেন।
জুতসই গোলাপি শেড বেছে নিন
গোলাপি রংটা কিন্তু ভারি মজার! কখনো কখনো যেমন হঠাৎ সবার নজর কেড়ে নেওয়ার তীব্রতা এর আছে, আবার অনেক সময় কিন্তু এটি নীরবেই দ্যুতি ছড়ায়। আপনাকে শুধু বুঝতে হবে, কোন গোলাপি শেড এখন আপনার চাই। অগণিত শেডের মধ্য থেকে বাছাই করে নিন মনের মতো গোলাপিটি। এরপর সে নিজেই নিজের কথা বলবে। তাই সাজের সময় সঠিক শেডের গোলাপিটি বেছে নেওয়াই বাঞ্ছনীয়।ডিজাইনের দিকেও মন দিন সম্পূর্ণ গোলাপি রঙের পোশাক যেমন চোখ কেড়ে নেয়, এর সঙ্গে সামান্য নকশা বা কিছু আঁকিবুঁকি যুক্ত হলে কিন্তু আবেদনটা বেড়ে যায় বহুগুণে। গোলাপির সঙ্গে অন্য রঙের প্রিন্ট মিলিয়েও আপনার সাজকে ভিন্নমাত্রায় নিয়ে যেতে পারেন। মূল রং গোলাপি থাকলেও এর সঙ্গে যুক্ত হওয়া প্যাটার্ন বা ছাপগুলো আপনাকে বারবির স্রোতে যেমন ভাসাবে, তেমনি আপনার নিজস্বতাকেও ফুটিয়ে তুলবে।
গোলাপি স্কার্ফ বা জ্যাকেট
সাদা, কালো বা একরঙা পছন্দের পোশাকের সঙ্গে আপনি যখন সুন্দর একটা গোলাপি রঙের স্কার্ফ বা জ্যাকেট গায়ে জড়িয়ে নেবেন, আপনার ফ্যাশনটাই তাতে হয়ে উঠতে পারে ভিন্নধর্মী, আর সবচেয়ে প্রাসঙ্গিক! তাই এ সাজটির কথাও মাথায় রাখুন আর সুযোগ বুঝে এই কৌশল ব্যবহার করুন।
সূত্র: হার স্টাইল কোড ও অন্যান্য
চীনের বেইজিং শহরের কেন্দ্রে অবস্থিত ‘নিষিদ্ধ শহর’ বা ফরবিডেন সিটি চীনের ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। ১৬৪৪ থেকে ১৯১২ সাল পর্যন্ত মিং ও কিং রাজবংশের সম্রাটদের আবাসস্থল হিসেবে এটি ব্যবহৃত হয়েছিল।
১৫ ঘণ্টা আগেভ্রমণ সব বয়সের মানুষের জন্য আনন্দদায়ক অভিজ্ঞতা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রয়োজনের ধরনও বদলায়। তাই বয়স্ক বা সিনিয়র নাগরিকদের জন্য ভ্রমণের আগে কিছু বাড়তি প্রস্তুতি নেওয়া জরুরি। স্বাস্থ্য, নিরাপত্তা, আরাম, খাওয়াদাওয়া—সবদিকেই বিশেষ মনোযোগ দেওয়া দরকার।
১৭ ঘণ্টা আগেছোট হোক বা বড়, প্রায় সবার বাড়িতে একটি বুকশেলফ বা বইয়ের তাক থাকে। একটি বুকশেলফ দীর্ঘদিন ব্যবহার করা যায়, তা সে কাঠ, বেত, বাঁশ, প্লাইউড বা যে উপকরণেই তৈরি হোক। কিন্তু এমন যদি হয়, বহু পুরোনো বুকশেলফের কোনো অংশ ভেঙে গেছে, পায়া নষ্ট হয়ে গেছে বা এই বুকশেলফ পরিবর্তন করে
১৮ ঘণ্টা আগেবিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ অনেক সময় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। নতুন দেশে গিয়ে সিম কেনার আগপর্যন্ত নিয়মিত যোগাযোগ থেকে অনেক সময় বিচ্ছিন্ন থাকতে হয়। তবে এর বিকল্প হিসেবে দেশের সিম দিয়ে রোমিং সুবিধা নেন অনেকে। এর জন্য ডলারে পেমেন্ট করতে হয়। যেটি কারও কারও জন্য বিপত্তি তৈরি করে।
১৮ ঘণ্টা আগে