সানজিদা সামরিন
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
বিভিন্ন জরিপ ও কেস স্টাডি অনুযায়ী, নিরীহ ইমোজিই হতে পারে সঙ্গীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের বড় ইঙ্গিত। ব্রিটিশ গোয়েন্দা সংস্থার শীর্ষ তদন্তকারী পল জোন্স বলছেন, অনেকে এখন মোবাইল ফোনে ইমোজির মাধ্যমে গোপনে প্রেম চালিয়ে যাচ্ছেন। যেখানে পিচ ফল বা আগুনের মতো নিরীহ ইমোজির মধ্যেই লুকিয়ে থাকে
২৪ মিনিট আগেভ্রমণ শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে বাড়তি কাজ করতে না চাইলে, ভ্রমণে যাওয়ার আগে ঘরের বেশ কিছু কাজ সেরে রাখতে হবে। ফিরে এসে বাড়িটাও শান্তিময় মনে হবে।
৬ ঘণ্টা আগেইলিশের মৌসুমে নানাভাবে তো ইলিশ রান্না করছেন। এবার বাটা মরিচে ইলিশ রেঁধেই দেখুন। আপনাদের জন্য এর রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী ওমাম রায়হান।
৮ ঘণ্টা আগেজীবনকে কিছুক্ষণের জন্য ‘অফ’ মোডে রাখা শেখায় এই ফ্লোরটাইম। টিকটকে অনেকে বলছেন, মেঝের ওপর চিত হয়ে শুয়ে শ্বাস নেওয়ার মাধ্যমে চলমান এই প্রক্রিয়া নিজেকে ফিরিয়ে আনে নিজের কাছে।
১ দিন আগে