সানজিদা সামরিন
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
ঢাকা: ফ্যাশন জগতে মোটিফ খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝেই কিছু কিছু মোটিফ ট্রেন্ড সেট করে ফেলে। দীর্ঘ সময় ফ্যাশনের বিভিন্ন অনুষঙ্গে থাকে তার প্রভাব। পাখি ফ্যাশন জগতের গুরুত্বপূর্ণ মোটিফ। দীর্ঘদিন থেকে পাখির মোটিফ ব্যবহার হয়ে আসছে টি শার্ট, শার্ট, স্কার্ট, বেল্টের বাকেলে, কানের দুলে, আংটিতে কিংবা ট্যাটুতে। খুব সম্ভবত পরিবেশ রক্ষায় প্যাঁচার ভূমিকা এবং প্যাঁচাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে গড়ে ওঠা সংস্কারের ফলে খুব সহজে শিকারি এ পাখিটি ফ্যাশন আইকনে পরিণত হয়েছে।
ফ্যাশনে প্যাঁচার মোটিফ
আমাদের দেশের ফ্যাশন জগতে প্যাঁচার মোটিফ এখন বেশ জনপ্রিয়। বৈশাখকেন্দ্রিক ফ্যাশনে প্যাঁচার মোটিফের উপস্থিতি দেখা যায় গুরুত্বের সঙ্গে। বৈশাখের শাড়ি ও পাঞ্জাবিতে প্যাঁচার মোটিফ ব্যবহার করা হয়।
তারুণ্যের পোশাক টি–শার্টে প্যাঁচার মোটিফ বেশ জনপ্রিয়। যেকোনো রঙের টি–শার্টেই দেখা যায় প্যাঁচার নকশা।
একরঙা কুর্তির বুকজুড়ে প্যাঁচার মোটিফ দেখা যায় আজকাল। সঙ্গে ম্যাচ বা কনট্রাস্ট করে পাজামা, লেগিংস, পালাজো, চুড়িদার, পাতিয়ালা যা খুশি পরে নিতে পারেন।
প্যাঁচা মোটিফের ফ্যাশন অ্যাক্সেসরিজও পাওয়া যায় এখন। অক্সিডাইজের বড় প্যাঁচা পেন্ডেন্ট, প্যাঁচা দুল, প্যাঁচার মোটিফে আংটি এখন ফ্যাশন অনুষঙ্গ।
চাবির রিং হিসেবেও পাওয়া যায় প্যাঁচা।
আইকনিক ব্রিটিশ লাক্সারি ব্র্যান্ড বারবেরি ২০১২ সালে প্যাঁচার প্রিন্ট ফ্যাশনে অগ্রণী হয়েছিল। তারা প্যাঁচার আদলে হ্যান্ডব্যাগ এনেছিল। এখন ফ্যাশন আনুষঙ্গিক গয়না, টি-শার্ট এবং অন্তর্বাস প্যাঁচার প্রতীক দিয়ে সজ্জিত।
আজ ৪ মে, কিংবদন্তী তারকা অড্রে হেপবার্নের জন্মদিন। অড্রে কেবল একজন চলচ্চিত্র তারকাই নন, তিনি ছিলেন সৌন্দর্য ও শৈলীর জীবন্ত প্রতিমা। তাঁর চপলতা, কোমলতা ও সহজাত সৌন্দর্য আজও সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে গেঁথে রয়েছে। এই সৌন্দর্যের জন্য কী করতেন তিনি? খুব বেশি কিছু না, বেশ কয়েকটি ভালো অভ্যাসই তাঁকে এত
৩০ মিনিট আগেএই একুশ শতকে কোনো এলাকায় মোটরগাড়ি চলে না, এটা বিশ্বাস করা যায়! অবিশ্বাস্য হলেও খোদ যুক্তরাষ্ট্রে এমন একটি দ্বীপ আছে, যেখানে মোটরগাড়ি নেই। নেই যুক্তরাষ্ট্রের আভিজাত্যের প্রতীক গলফ কোর্টও। কিন্তু সেই দ্বীপের বাসিন্দাদের সবার জন্য আছে একটি করে ঘোড়া। সেই সব ঘোড়ায় চলাফেরা করে তারা প্রজন্ম থেকে প্রজন্মে।
১ দিন আগেসেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর ক্ষেত্রে দুই সমস্যা খুবই সাধারণ। একটি হলো, খোসার সঙ্গে ডিমের সাদা অংশ লেগে থাকা; অন্যটি হলো, খোসা ছাড়ানোর পরও ডিমের ওপর পাতলা আবরণ লেগে থাকা। ইন্টারনেটে এসব সমস্যা সমাধানের নানা ‘হ্যাক’ বা কৌশল পাওয়া যায়। ডিমের খোসা ছাড়ানো কঠিন হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে।
১ দিন আগেঅফিসের পরিবেশ আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। অনেকে অফিসে যাওয়ার কথা ভাবতেই হতাশ হয়ে পড়েন। এর কারণ হয়তো খিটখিটে বস, অতিরিক্ত কাজের চাপ কিংবা সহকর্মীদের খারাপ ব্যবহার। এতে দেখা দিতে পারে মানসিক চাপ, ঘুমের সমস্যা, এমনকি বিষণ্নতাও।
১ দিন আগে