নাজমুল হক নাঈম, ঢাকা
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন শিল্পী মুকুল মজুমদার ঈশান। তরুণ প্রজন্মের কাছে ঈশানের কণ্ঠে তোলা এই গান নতুন করে যেন জানান দিল বিদ্রোহী কবির বাইরেও কাজী নজরুল ইসলাম প্রেমের কবি, দ্রোহের কবি।কোক স্টুডিওতে গাওয়া গান প্রসঙ্গে ঈশানের ভাষ্য, ‘আমার বড় বোন নজরুলসংগীত করেন। ছোটবেলায় বড় বোনের গানের সঙ্গে তবলা বাজাতেই বেশি ভালো লাগত। পাশাপাশি ওর গানের সুরে গলা মেলানোর চেষ্টা করতাম।
ছায়ানটে লোকসংগীতচর্চায় নিজেকে ব্যস্ত রাখলেও নজরুলের সুরের বৈচিত্র্য ও লেখনী আমার ভীষণ পছন্দের। নজরুলের গুটিকয়েক গান আমি শুনে শুনে শিখেছি, মাঝে মাঝে একা একা গুনগুন করে গাইতাম। কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ এই গানটাও সেভাবেই শেখা, আমার মতো করে একটু সহজভাবে আমি গাইবার চেষ্টা করেছি।’
এ তো গেল গানের কথা। যাঁরা কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ গানটি দেখেছেন, তাঁরা মঞ্চসজ্জা ও গায়কের পোশাকের তারিফও করেছেন। গান গেয়ে ঘোর লাগালেও স্বভাবে খানিক লাজুক আর স্বল্পভাষী ঈশান। খুব সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতেই ভালোবাসেন। কোক স্টুডিওর মঞ্চে তাঁর পরিহিত পোশাক সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘অত কিছু জানি না, আমাকে যা পরতে বলা হয়েছে, তা-ই পরেছি। তবে সব মিলিয়ে অসাধারণ ছিল কস্টিউম।’
শিল্পনির্দেশক শিহাব নূরের মোগল স্থাপত্যের ধাঁচে তৈরি মঞ্চে মুকুল মজুমদার ঈশান পরেছিলেন আইভরি রঙের পোশাক। তাঁর পরনের আইভরি রঙের জিওমেট্রিক প্যাটার্নের জামদানি মেনসওয়্যার তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড নাবিলা বুটিকস। নাবিলা বুটিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার শামীমা নবী ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাবিলা নবীর যৌথ প্রয়াস এই পোশাক। আইভরিরঙা ট্রাউজারের সঙ্গে ঈশান পরেছিলেন আইভরি ও সোনালি রঙের জামদানি ভেস্ট। এর ওপর পরেছিলেন নাবিলার সিগনেচার জিওমেট্রিক মোটিফের এমব্রয়ডারি করা মসলিন জ্যাকেট।
ঈশানকে মঞ্চের জন্য তৈরি করতে কোক স্টুডিও সিজন টু-এর আর্টিস্ট অ্যাপিয়ারেন্স টিমে ছিলেন নুজহাত খান, দিদারুল দিপু, নুসরাত শ্রাবণী।
কোক স্টুডিও বাংলার সিজন টু তে ‘দাঁড়ালে দুয়ারে’ গানটি গেয়েছেন মুকুল মজুমদার ঈশান ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের পায়রার মতো পোশাক অন্য রকম আবহ তৈরি করেছে গানটিতে।
ওয়ার্ডরোব: নাবিলা, জুয়েলারি: রঙবতী, মেকআপ: পারসোনা ও টিম তারেক
‘দাঁড়ালে দুয়ারে মোর
কে তুমি ভিখারিনী
গাহিয়া সজল চোখে
বেলা-শেষের রাগিণী’
কাজী নজরুল ইসলামের লেখা এ গান যেন নতুন করে সবার হৃদয়ে প্রেম জাগিয়েছে। এই তো কিছুদিন আগের কথা, কোক স্টুডিও সিজন টু-তে কী চমৎকার করে গানটি গাইলেন শিল্পী মুকুল মজুমদার ঈশান। তরুণ প্রজন্মের কাছে ঈশানের কণ্ঠে তোলা এই গান নতুন করে যেন জানান দিল বিদ্রোহী কবির বাইরেও কাজী নজরুল ইসলাম প্রেমের কবি, দ্রোহের কবি।কোক স্টুডিওতে গাওয়া গান প্রসঙ্গে ঈশানের ভাষ্য, ‘আমার বড় বোন নজরুলসংগীত করেন। ছোটবেলায় বড় বোনের গানের সঙ্গে তবলা বাজাতেই বেশি ভালো লাগত। পাশাপাশি ওর গানের সুরে গলা মেলানোর চেষ্টা করতাম।
ছায়ানটে লোকসংগীতচর্চায় নিজেকে ব্যস্ত রাখলেও নজরুলের সুরের বৈচিত্র্য ও লেখনী আমার ভীষণ পছন্দের। নজরুলের গুটিকয়েক গান আমি শুনে শুনে শিখেছি, মাঝে মাঝে একা একা গুনগুন করে গাইতাম। কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ এই গানটাও সেভাবেই শেখা, আমার মতো করে একটু সহজভাবে আমি গাইবার চেষ্টা করেছি।’
এ তো গেল গানের কথা। যাঁরা কোক স্টুডিওর ‘দাঁড়ালে দুয়ারে মোর’ গানটি দেখেছেন, তাঁরা মঞ্চসজ্জা ও গায়কের পোশাকের তারিফও করেছেন। গান গেয়ে ঘোর লাগালেও স্বভাবে খানিক লাজুক আর স্বল্পভাষী ঈশান। খুব সহজ ও স্বাভাবিক জীবনযাপন করতেই ভালোবাসেন। কোক স্টুডিওর মঞ্চে তাঁর পরিহিত পোশাক সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘অত কিছু জানি না, আমাকে যা পরতে বলা হয়েছে, তা-ই পরেছি। তবে সব মিলিয়ে অসাধারণ ছিল কস্টিউম।’
শিল্পনির্দেশক শিহাব নূরের মোগল স্থাপত্যের ধাঁচে তৈরি মঞ্চে মুকুল মজুমদার ঈশান পরেছিলেন আইভরি রঙের পোশাক। তাঁর পরনের আইভরি রঙের জিওমেট্রিক প্যাটার্নের জামদানি মেনসওয়্যার তৈরি করেছে ফ্যাশন ব্র্যান্ড নাবিলা বুটিকস। নাবিলা বুটিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান ডিজাইনার শামীমা নবী ও ক্রিয়েটিভ ডিরেক্টর নাবিলা নবীর যৌথ প্রয়াস এই পোশাক। আইভরিরঙা ট্রাউজারের সঙ্গে ঈশান পরেছিলেন আইভরি ও সোনালি রঙের জামদানি ভেস্ট। এর ওপর পরেছিলেন নাবিলার সিগনেচার জিওমেট্রিক মোটিফের এমব্রয়ডারি করা মসলিন জ্যাকেট।
ঈশানকে মঞ্চের জন্য তৈরি করতে কোক স্টুডিও সিজন টু-এর আর্টিস্ট অ্যাপিয়ারেন্স টিমে ছিলেন নুজহাত খান, দিদারুল দিপু, নুসরাত শ্রাবণী।
কোক স্টুডিও বাংলার সিজন টু তে ‘দাঁড়ালে দুয়ারে’ গানটি গেয়েছেন মুকুল মজুমদার ঈশান ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের পায়রার মতো পোশাক অন্য রকম আবহ তৈরি করেছে গানটিতে।
ওয়ার্ডরোব: নাবিলা, জুয়েলারি: রঙবতী, মেকআপ: পারসোনা ও টিম তারেক
বাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক।
১ দিন আগেআধুনিকতা ও ঐতিহ্যের মিশেল ঝকমকে শহর সৌদি আরবের জেদ্দা। এ শহরে পুরোনো ইতিহাসের স্বাদ নিতে যেতে হবে আল-বালাদ। শত শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে শহরটি। সময়ের সঙ্গে আধুনিকায়নের ঢেউ এলেও এলাকাটি এখনো ধরে রেখেছে অতীত ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যশৈলীর সৌন্দর্য।
১ দিন আগেঅনেক বছর পর অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া। কোভিড-১৯ মহামারির কারণে দেশটি বিদেশিদের জন্য সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছিল। তবে উত্তর কোরিয়া কর্তৃপক্ষ বলছে, তারা এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত।
১ দিন আগেজেন-জির ভ্রমণের অভ্যাস কিছুটা ভিন্ন। সিঙ্গাপুরভিত্তিক ট্রাভেল এজেন্সি ‘আগোডা’ তাদের একটি জরিপ প্রকাশ করে জেন-জির পাঁচটি ভ্রমণ বৈশিষ্ট্য জানিয়েছে।
১ দিন আগে