Ajker Patrika

শিশুর রাগ নিয়ন্ত্রণের কৌশল

রিক্তা রিচি
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০৯: ০৭
শিশুর রাগ নিয়ন্ত্রণের কৌশল

শিশুরা চঞ্চল প্রকৃতির হবে, এটাই স্বাভাবিক। তাদের আবেগ, অনুভূতি রাগ-ক্রোধও থাকে অনেক। কখনো কখনো তারা বেশি আবেগপ্রবণ হয়ে যায়। স্বাভাবিক রাগ থাকতেই পারে। কিন্তু অতিরিক্ত রাগ ভালো নয়। সন্তান রাগ করলে বাবা মায়ের উচিত শিশুকে সামলানো। কেন সে রাগ করেছে, তার কারণ খুঁজে বের করা। প্যারেন্ট ডটকম অবলম্বনে জানাচ্ছেন রিক্তা রিচি।

রাগ বুঝবেন যেভাবে
সন্তান খুব ছোট ছোট বিষয়ে রেগে যাবে। 
নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং রাগে ফেটে পড়বে। 
অনুভূতি প্রকাশ করতে অক্ষম হবে। 
বেপরোয়া আচরণ করবে। 
হুমকি দেওয়ার মতো করে কথা বলবে। কান্না করবে। 
তাদের নিজেদের আচরণের জন্য অন্যদের দোষারোপ করবে। 
দীর্ঘক্ষণ রাগ করে থাকবে। 

যেভাবে রাগ সামলাবেন
সহানুভূতিশীল হোন
সন্তান রাগ করলে বকা-ঝকা না করে তার প্রতি সহানুভূতিশীল হোন। তাকে সময় দিন। তার প্রতি মনোযোগী হোন। আপনি যদি শিশুকে বকা না দিয়ে শান্ত গলায় কথা বলেন, তাহলে সেও ধীরে ধীরে শান্ত হবে।

সন্তানের অনুভূতি বুঝুন
সন্তানের আচরণ, অনুভূতি, ক্রোধ, চিৎকার-চেঁচামেচির কারণ বোঝার চেষ্টা করুন। শিশুরা অনুভূতি প্রকাশ করতে পারে না। তাই সন্তানকে তার অনুভূতি প্রকাশের জন্য কিছু শব্দ শিখিয়ে দিন। তাহলে সে তার মনের অপূর্ণতা ও দুঃখগুলো আপনার সঙ্গে ভাগাভাগি করতে পারবে। 

সময় নিন
সন্তান রেগে থাকলে তাকে বকা কিংবা ধমক দেবেন না। নির্দিষ্ট সময়ের মধ্যে তার রাগ না কমলে রাগ করার কারণ জিজ্ঞেস করুন। সরাসরি আলোচনা করুন। যদি আপনার শিশু হিংস্র আচরণ করে, তাহলে তাকে দু-এক মিনিটের মধ্যে শান্ত করুন। নয়তো খারাপ কিছু করে ফেলতে পারে। শ্বাস-প্রশ্বাস ও যোগচর্চা শেখাতে পারেন শিশুকে। 

রাগের সময় মনে মনে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকলে ধীরে ধীরে রাগ কমতে থাকে। আপনি আপনার শিশুকে এই বিষয়টি শেখাতে পারেন।

প্রশংসা করুন
শিশুদের সঙ্গে ভালো আচরণ করুন। তাহলে আপনাকে দেখে তারাও ভালো আচরণ শিখবে। তাদের ভালো আচরণ ও কাজের জন্য প্রশংসা করুন। তারা আরও ইতিবাচক হবে। 

নিয়ম বেঁধে দিন
সন্তানের মেজাজ যখন ঠান্ডা থাকবে, তখন তাকে কিছু নিয়ম বেঁধে দিন। নিয়মের মধ্যে হতে পারে রাগ করলে কোনো খারাপ কথা উচ্চারণ করা যাবে না, কাউকে আঘাত করা যাবে না, কোনো কিছু ভাঙা যাবে না ইত্যাদি। 

সবচেয়ে বড় কথা, শিশুর সঙ্গে সহজ হোন। তাদের সময় দিন। তাদের ভালোবাসুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত