দুপুর নাগাদ ফোন করলাম জাহারা মিতুকে। নায়িকার ফোন বেজেই চলেছে। খানিক বাদে ফোন রিসিভ করে মিষ্টি কণ্ঠে বললেন, ‘কেমন আছেন?’ কুশল বিনিময়ের পর জানালেন, একটু বাদেই গুরুত্বপূর্ণ একটি রিহার্সেল আছে, তৈরি হচ্ছেন। মেকআপ নেওয়ার সুবিধার্থে এয়ারপড সংযুক্ত করে নেওয়ার জন্য সময় চাইলেন। গত ঈদে মুক্তি পেয়েছে জাহারা মিতু অভিনীত চলচ্চিত্র ‘শত্রু’। সুপার মডেল বাংলাদেশ-২০১৭ বিজয়ী এই তারকা ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, উপস্থাপনা ও টিভিসি নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাঁর বেশ কয়েকটি ছবি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। ফের ‘হ্যালো’ বলতেই ঈদ আড্ডা জমে উঠল।
ঈদ শপিংয়ের খোঁজখবর
মিতু জানালেন, ঈদের আগ দিয়ে শপিং করবেন। আরও জানালেন, সারা বছরই কাজের প্রয়োজনে এত শপিং করতে হয়, ফলে ঈদের সময় আলাদা করে নিজের জন্য তেমন করে কিছু কেনার থাকে না। বললেন, ‘পরিবারের জন্য কেনাকাটা করার সময় যদি নিজের জন্য কিছু পছন্দ হয়, তখন কিনেও ফেলতে পারি।’
ঈদের তিন বেলায় তিন সাজ
শুরুতেই মিতু বলেছিলেন, শুটিং ছাড়া মেকআপ নিতে তিনি একেবারেই পছন্দ করেন না। আর ঈদের সকালে ক্যাজুয়াল ওয়্য়ারে ছিমছাম ও সাদামাটা থাকতেই ভালোবাসেন। কোরবানির ঈদে পশু জবাইয়ের সময় থেকে শুরু করে মাংস কাটা ও বিলিবণ্টনের সমস্ত তদারকি তিনি নিজেই করেন বলে জানান।
সে সময়টায় স্কার্টের সঙ্গে টি-শার্ট বা ফতুয়ার সঙ্গে লুজ প্যান্ট অথবা ট্রাউজার পরে থাকতেই স্বাচ্ছন্দ্য় বোধ করেন।
এবার ঈদ যেহেতু বর্ষাকালে পড়েছে আবার গরমটাও বেশি, তাই দুপুরের দিকে সুতি বা ভিসকস কাপড়ে তৈরি আরামদায়ক কোনো পোশাক পরবেন। সন্ধ্যার পর সিনথেটিক মানে জর্জেট বা শিফন কাপড়ের পোশাক বা শাড়ি পরতে পারেন বলে জানালের মিতু। সন্ধ্য়াবেলায় ঈদের সাজ পর্বটা সেরে নেবেন। এই কোরবানির ঈদে যেহেতু খাওয়াদাওয়ার একটা জম্পেশ ব্যাপার থাকে, তাই তেল-ঝোল লেগে যাতে কাপড়ে দাগ না পড়ে যায়, এ জন্য হলুদ, কমলা বা গাঢ় রঙের পোশাকই বেছে নেন বলে জানান জাহারা মিতু।
রান্নাবান্না–খাওয়াদাওয়া
ঈদে নিজে রান্না করেন? এবার কী রাঁধবেন? নায়িকা বলে আমাদের এসব সাধারণ উৎসাহ থাকে। তাই প্রশ্ন করা। জবাবে মিতু বলেন, ‘মা একদমই আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে চান না। ফলে ঈদে সেভাবে রান্না করা হয় না। তবে অনেকে বলেন, আমি নাকি ভালো রাঁধি।’ তিনি জানান, মায়ের হাতে তৈরি খাবারই তাঁর ভীষণ প্রিয়। ঈদে রান্না করা মাংস কয়েক দিন জ্বাল দিতে দিতে যখন ঝুরি ঝুরি হয়ে যায়, সেটা খেতে ভালোবাসেন তিনি। ফিটনেসের দোহাইয়ে ডেজার্ট বরাবর এড়িয়ে গেলেও ঈদে মায়ের হাতের ক্ষীর বা পায়েস হলে চেখে নিতে ভোলেন না। তবে ডেজার্টের মধ্য়ে পুডিং তাঁর প্রিয়।
একনজরে
দুপুর নাগাদ ফোন করলাম জাহারা মিতুকে। নায়িকার ফোন বেজেই চলেছে। খানিক বাদে ফোন রিসিভ করে মিষ্টি কণ্ঠে বললেন, ‘কেমন আছেন?’ কুশল বিনিময়ের পর জানালেন, একটু বাদেই গুরুত্বপূর্ণ একটি রিহার্সেল আছে, তৈরি হচ্ছেন। মেকআপ নেওয়ার সুবিধার্থে এয়ারপড সংযুক্ত করে নেওয়ার জন্য সময় চাইলেন। গত ঈদে মুক্তি পেয়েছে জাহারা মিতু অভিনীত চলচ্চিত্র ‘শত্রু’। সুপার মডেল বাংলাদেশ-২০১৭ বিজয়ী এই তারকা ক্যারিয়ারের শুরু থেকেই নাটক, উপস্থাপনা ও টিভিসি নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। তাঁর বেশ কয়েকটি ছবি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। ফের ‘হ্যালো’ বলতেই ঈদ আড্ডা জমে উঠল।
ঈদ শপিংয়ের খোঁজখবর
মিতু জানালেন, ঈদের আগ দিয়ে শপিং করবেন। আরও জানালেন, সারা বছরই কাজের প্রয়োজনে এত শপিং করতে হয়, ফলে ঈদের সময় আলাদা করে নিজের জন্য তেমন করে কিছু কেনার থাকে না। বললেন, ‘পরিবারের জন্য কেনাকাটা করার সময় যদি নিজের জন্য কিছু পছন্দ হয়, তখন কিনেও ফেলতে পারি।’
ঈদের তিন বেলায় তিন সাজ
শুরুতেই মিতু বলেছিলেন, শুটিং ছাড়া মেকআপ নিতে তিনি একেবারেই পছন্দ করেন না। আর ঈদের সকালে ক্যাজুয়াল ওয়্য়ারে ছিমছাম ও সাদামাটা থাকতেই ভালোবাসেন। কোরবানির ঈদে পশু জবাইয়ের সময় থেকে শুরু করে মাংস কাটা ও বিলিবণ্টনের সমস্ত তদারকি তিনি নিজেই করেন বলে জানান।
সে সময়টায় স্কার্টের সঙ্গে টি-শার্ট বা ফতুয়ার সঙ্গে লুজ প্যান্ট অথবা ট্রাউজার পরে থাকতেই স্বাচ্ছন্দ্য় বোধ করেন।
এবার ঈদ যেহেতু বর্ষাকালে পড়েছে আবার গরমটাও বেশি, তাই দুপুরের দিকে সুতি বা ভিসকস কাপড়ে তৈরি আরামদায়ক কোনো পোশাক পরবেন। সন্ধ্যার পর সিনথেটিক মানে জর্জেট বা শিফন কাপড়ের পোশাক বা শাড়ি পরতে পারেন বলে জানালের মিতু। সন্ধ্য়াবেলায় ঈদের সাজ পর্বটা সেরে নেবেন। এই কোরবানির ঈদে যেহেতু খাওয়াদাওয়ার একটা জম্পেশ ব্যাপার থাকে, তাই তেল-ঝোল লেগে যাতে কাপড়ে দাগ না পড়ে যায়, এ জন্য হলুদ, কমলা বা গাঢ় রঙের পোশাকই বেছে নেন বলে জানান জাহারা মিতু।
রান্নাবান্না–খাওয়াদাওয়া
ঈদে নিজে রান্না করেন? এবার কী রাঁধবেন? নায়িকা বলে আমাদের এসব সাধারণ উৎসাহ থাকে। তাই প্রশ্ন করা। জবাবে মিতু বলেন, ‘মা একদমই আমাকে রান্নাঘরে ঢুকতে দিতে চান না। ফলে ঈদে সেভাবে রান্না করা হয় না। তবে অনেকে বলেন, আমি নাকি ভালো রাঁধি।’ তিনি জানান, মায়ের হাতে তৈরি খাবারই তাঁর ভীষণ প্রিয়। ঈদে রান্না করা মাংস কয়েক দিন জ্বাল দিতে দিতে যখন ঝুরি ঝুরি হয়ে যায়, সেটা খেতে ভালোবাসেন তিনি। ফিটনেসের দোহাইয়ে ডেজার্ট বরাবর এড়িয়ে গেলেও ঈদে মায়ের হাতের ক্ষীর বা পায়েস হলে চেখে নিতে ভোলেন না। তবে ডেজার্টের মধ্য়ে পুডিং তাঁর প্রিয়।
একনজরে
রাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
১৫ ঘণ্টা আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
১৮ ঘণ্টা আগেখাগড়াছড়িকে টাটা জানিয়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে পৌঁছে গাড়ি ব্রেক করল। একজন গিয়ে সবার নাম-ঠিকানা লিখিয়ে এল। নিরিবিলি পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চলছে। যত এগিয়ে যাই, সামনের পাহাড় যেন ততই দূরে সরে যায়। যাচ্ছি আর থামছি। চারপাশের মায়াময় প্রকৃতি আমাদের আচ্ছন্ন করে রাখে।
১ দিন আগেএ বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে টানা অষ্টমবারের মতো বিশ্বের সুখী দেশ হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। অন্যদিকে, তালিকায় এবার ইতিহাসের সবচেয়ে নিচে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটি আছে ২৪তম স্থানে।
১ দিন আগে