Ajker Patrika

এসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন করবেন যেভাবে

চাকরি ডেস্ক
আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১১: ২৬
এসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নারী-পুরুষ উভয় ধরনের প্রার্থীর আবেদনের সুযোগ রয়েছে। 

পদের নাম: ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ২০ অক্টোবর ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আর নারীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।
বুকের মাপ ও দৃষ্টিশক্তি: বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। আর বয়স ও উচ্চতার সঙ্গে ওজন অনুমোদিত পরিমাপের ৬/৬ হতে হবে।

প্রার্থী বাছাই প্রক্রিয়া: বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ পরীক্ষা হবে আটটি ধাপে। এগুলো হলো: প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, কম্পিউটার-দক্ষতা পরীক্ষা, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন।
আবেদন ফি: ৪০ টাকা।

আবেদন পদ্ধতি: আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর, ২০২৪।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই স্মৃতিস্তম্ভের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভাইরাল সেই তরুণী গ্রেপ্তার

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বদলে অনৈক্যের প্রচেষ্টার জন্য কমিশনকে ধন্যবাদ: সালাহউদ্দিন

বিসিএসে রিপিট ক্যাডারে নিয়োগের পথ বন্ধ

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণও করা যাবে না

এলাকার খবর
Loading...