Ajker Patrika

রেলওয়ের দুই পরীক্ষায় অর্ধেকই অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ জুন ২০২২, ১৮: ৫৩
রেলওয়ের দুই পরীক্ষায় অর্ধেকই অনুপস্থিত

বাংলাদেশ রেলওয়ের গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-ও পদের বাছাই পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। এই পরীক্ষায় অর্ধেকের বেশি প্রার্থীই অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পরীক্ষায় উপস্থিতির সংখ্যা জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক আবদুল্লাহ আল বাকি আজকের পত্রিকাকে বলেন, ৪৫ থেকে ৫০ শতাংশের কাছাকাছি উপস্থিতি ছিল বলে জানতে পেরেছি। তবে সংখ্যাটা শনি-রোববারের আগে বলা সম্ভব নয়। 

গার্ড (গ্রেড ২)-এর ৫৩টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছিলেন ৩১ হাজার ২৮০ জন। আর সহকারী লোকোমোটিভ মাস্টারের (গ্রেড-ও) ২৮০ পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ১৩৭। অর্থাৎ দুটি পদে প্রার্থী ছিলেন ৮০ হাজার ৪১৭ জন। রেলওয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ৮০ হাজার প্রার্থীর মধ্যে ৫০ হাজারের মতো ছিলেন অনুপস্থিত। 

সংশ্লিষ্টরা বলছেন, একই সময়ে দুটি পরীক্ষা থাকা, গার্ড গ্রেড-ও পদে পরীক্ষার ওপর মাত্র দুই দিন আগে ট্রাইব্যুনালের স্থগিতাদেশ এবং বৃষ্টি বাধার কারণে কেন্দ্রে উপস্থিতি কম ছিল। 

জানা যায়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ রেলওয়ের গার্ড-২ পদে নিয়োগ কার্যক্রমের ওপর গত ৮ মার্চ স্থগিতাদেশ দেন। গার্ড গ্রেড-২ পদের প্রশিক্ষণ নিয়েও নিয়োগবঞ্চিত ৩৭ জন কর্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই স্থগিতাদেশ দেওয়া হয়। কিন্তু এর মধ্যেই গত ৭ জুন বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেড-২ পদের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ করে। বাদীপক্ষ বিষয়টি আদালতের নজরে আনলে পরীক্ষার মাত্র দুই দিন আগে গত বুধবার ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর সদস্য জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন এই পরীক্ষার ওপর স্থগিতাদেশ দেন। 

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল বাকী বলেন, স্থগিতাদেশ এসেছিল, কিন্তু সেটা প্রত্যাহার হওয়ায় আমরা পরীক্ষা নিয়েছি। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে গার্ড গ্রেড-২ ও সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের পরীক্ষা নেওয়া হয়। 

গার্ড গ্রেড-২ পদের পরীক্ষায় অংশ নেওয়া আশরাফুল ইসলাম বলেন, ‘দুই দিন আগেই শুনলাম আদালত নিষেধাজ্ঞা দিছে, তাই পরীক্ষা হবে না। এরপর কাল (বৃহস্পতিবার) বিকেলে আবার শুনলাম পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত সন্দিহান ছিলাম, আদৌ কি পরীক্ষা হবে, নাকি হবে না? শেষমেশ হলো।’ 

খায়রুল ইসলাম নামের আরেক প্রার্থী বলেন, ‘সকাল থেকে বৃষ্টি। সিএনজি ভাড়া ২০০ টাকার জায়গায় ৪০০ টাকা গচ্চা দিতে হইল। তবু পরীক্ষাটা যে হইছে, এইটাই শান্তি।’ 

গত ১৬ জানুয়ারি সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই পদে নেওয়া হবে ২৮০ জন। আর গত ২২ ফেব্রুয়ারি গার্ড গ্রেড-২ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে নিয়োগ পাবেন ৫৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত