Ajker Patrika

বড় বেতনে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

আপডেট : ২৪ জুন ২০২৩, ১২: ৫৮
বড় বেতনে এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেবে ইউএস-বাংলা এয়ারলাইনস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান পরিবহন কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি তাদের এয়ারবাস এ৩৩০-৩০০, ড্যাশ ৮ কিউ ৪০০, বোয়িং ৭৩৭-৮০০ ও এটিআর ৭২-৬০০ ফ্লিটের জন্য বি১ (অ্যারোস্পেস) ও বি২ (অ্যাভিওনিকস) এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলের মাধ্যমে সিভি ও প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। 

পদের নাম: টাইপ রেটেড এরয়ারক্রাফট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার।

ক্যাটাগরি: এমই-বি১ ও বি২ 

পদের সংখ্যা: ২৮টি। (এর মধ্যে ড্যাশ ৮ কিউ ৪০০ পদ ২টি, বোয়িং ৭৩৭-৮০০ পদ ৬টি, এটিআর ৭২-৬০০ পদ ১০টি এবং এয়ারবাস এ৩৩০-৩০০ পদ ১০টি)। 

কর্মস্থল: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।

বিভাগ: ইঞ্জিনিয়ারিং।

ফ্লিট: এয়ারবাস এ৩৩০-৩০০ (আরআর ট্রেন্ট ৭০০), বোয়িং ৭৩৭-৮০০ (সিএফএম ৫৬), এটিআর ৭২-৬০০ (পিডব্লিউ ১২০) এবং ড্যাশ ৮ কিউ ৪০০ (পিডব্লিউ ১৫০) এয়ারক্রাফট।

চাকরির ধরন: ফুলটাইম।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলাদেশ অথবা বিদেশের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এয়ারক্রাফট মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন অ্যারোনটিক্যাল/ ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোনো একটিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। অথবা পার্ট-৬৬ মৌলিক প্রশিক্ষণ কোর্স সার্টিফিকেটপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। প্রার্থীকে বৈধ ইএএসএ পার্ট-৬৬ এএমই লাইসেন্সধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে পূর্ববর্তী এক বছর সময়ে অন্তত ছয় মাসের সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা পাঁচ বছরের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। 

বয়স: প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৫৬ বছর।

বেতন ও অন্যান্য সুবিধা: অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে ২ লাখ ৮৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। দুটি উৎসব বোনাস, কোম্পানির নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, ছুটি, দায়িত্ব পালনকালে সকালের নাশতা, দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা করা হবে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসে বিনা মূল্যে ভ্রমণের সুযোগ। বাড়ি থেকে কর্মস্থল এবং কাজসংশ্লিষ্ট স্থানে যাতায়াতে পরিবহনের ব্যবস্থা করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পিডিএফ ফরম্যাটে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য সনদের কপির সঙ্গে হালনাগাদ করা তথ্যসম্পন্ন একটি সিভি [email protected]–এই -ই-মেইলে পাঠাতে হবে। 

আবেদনের সময়সীমা: ৭ জুলাই, ২০২৩।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

হলের নাম পরিবর্তনের প্রতিবাদ করায় বাকৃবির ১৫ ছাত্রীকে বহিষ্কার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত