আনিকা জীনাত
টেসলার জন্য আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বিষয়ে দক্ষ প্রকৌশলী পেতে একবার টুইট করেছিলেন ইলন মাস্ক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এক টুইটে জানান, স্বয়ংক্রিয় গাড়ির বিভিন্ন সমস্যার সমাধান এআই দিয়ে করতে হবে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিষয়ে দক্ষতা যাচাইয়ে কোডিং বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এই কাজের জন্য পিএইচডির প্রয়োজন নেই। হাইস্কুল পাস হলেও চলবে।
২০১৪ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিখ্যাত কোনো ইউনিভার্সিটি থেকে পাস করেছে মানেই সে সব জানে, তা নয়। বিল গেটস ও স্টিভ জবসেরও ডিগ্রি ছিল না। কোনো কোম্পানি তাঁদের নিয়োগ দিলে ভালো কিছুই হতো।
মাস্ক নিজেও কম্পিউটার প্রোগ্রামিং শিখেছেন ম্যানুয়াল দেখে। তা-ও আবার ১২ বছর বয়সে। নিজের বানানো ভিডিও গেম ‘ব্লাস্টার’ প্রযুক্তিবিষয়ক এক ম্যাগাজিনের কাছে ৫০০ ডলারে বিক্রিও করেছিলেন।
অবশ্য তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে ডিগ্রি নিয়েছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুদিনের মাথায় পিএইচডি প্রোগ্রাম থেকে নাম কেটে ইন্টারনেট স্টার্টআপ তৈরিতে মনোযোগ দেন।
সেই থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি সফল স্টার্টআপ দাঁড় করিয়েছেন। নিজের প্রতিটি কোম্পানির দৈনন্দিন কাজে তাঁর নজর থাকে। টেসলা ও স্পেসএক্সের ইন্টারভিউ বোর্ডেও থাকেন তিনি।
২০১৭ সালে ইলন মাস্ক জানিয়েছিলেন, প্রত্যেককে ইন্টারভিউ বোর্ডে একই প্রশ্ন করেন। এক. কাজ করতে গিয়ে কোন কোন সমস্যা কঠিন বলে মনে হয়েছে?
দুই. সমস্যার সমাধান কীভাবে হয়েছে?
প্রশ্ন দুটির উত্তর দিয়ে তবেই চাকরি পেয়েছেন টেসলা ও স্পেসএক্স কোম্পানির প্রকৌশলীরা। চাকরিপ্রত্যাশী ব্যক্তি ছোট ছোট বিষয় বিস্তারিত জানেন কি না, তা যাচাই করতেই এ প্রশ্ন বেছে নিতেন মাস্ক। যাঁরা আসলেই কাজ জানেন, তাঁরা একটি বিষয়ের অনেক দিক নিয়ে বিস্তারিত বলতেন। এ বিষয়ে ইলন মাস্ক বলেন, যারা সমস্যার সমাধান করে, তারা বিষয়টি বোঝে। ধাপে ধাপে কী করতে হবে, তা কখনো ভুলে যায় না।
২০১৫ সালের দিকে মহাকাশ যান তৈরির কোম্পানি স্পেসএক্সের চাকরিপ্রত্যাশীদের তিনি আরেকটি প্রশ্ন করতেন। প্রশ্নটা হলো, পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছেন। এক মাইল দক্ষিণে হাঁটলেন, এক মাইল পশ্চিমে গেলেন এবং উত্তর দিকেও এক মাইল হাঁটলেন। যেখানে শুরু করেছিলেন, সেখানেই পৌঁছালেন। আপনার অবস্থান এখন কোথায়?
সঠিক জবাব উত্তর গোলার্ধ। দ্বিতীয় সঠিক জবাব দক্ষিণ গোলার্ধ।
জবাব পেলে উত্তর সহজ মনে হতেই পারে। তবে আদতে প্রশ্নটি সহজ নয়। কারণ, জবাবে অনেক প্রকৌশলীই বলেছেন, তাঁরা পৃথিবীতেই থেকে যাবেন, ভাঙা কম্পাসের কারণে তাঁরা যে কোনো জায়গায় পৌঁছাতে পারেন ইত্যাদি।
মাস্ক এমনভাবে প্রশ্ন করেন যাতে চাকরিপ্রত্যাশীরা নিজের সম্পর্কে জানানোর সুযোগ পান। কোম্পানি কেন আপনাকে নিয়োগ দেবে? আমি কেন আপনার ওপর আস্থা রাখব?—এ ধরনের প্রশ্নও তিনি করেন।
তবে মাস্কের কোম্পানিতে কাজ করতে হলে শুধু দক্ষতাই শেষ কথা নয়। আচরণও ভালো হতে হবে। যত বড় রকেট বিজ্ঞানীই হোক না কেন, আচরণ খুব রূঢ় হবে—এটা বুঝতে পারলে মাস্ক তাকে চাকরি দেন না। মাস্কের মতে, সহকর্মীদের পছন্দ করা জরুরি। নয়তো চাকরিতে এসে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। যাঁদের সঙ্গে কাজ করা কঠিন, তাঁদের চাকরিচ্যুত করারও নজির রেখেছেন তিনি।
বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন বিশ্বের ৫টি নামীদামি প্রযুক্তি কোম্পানি পরিচালনা করেন। এর মধ্যে আছে টেসলা, স্পেসএক্স, নিউরালিংক, দ্য বোরিং কোম্পানি ও ওপেনএআই।
সূত্র: ডাইস ইনসাইটস
অনুবাদ: আনিকা জীনাত
টেসলার জন্য আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বিষয়ে দক্ষ প্রকৌশলী পেতে একবার টুইট করেছিলেন ইলন মাস্ক। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এক টুইটে জানান, স্বয়ংক্রিয় গাড়ির বিভিন্ন সমস্যার সমাধান এআই দিয়ে করতে হবে। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বিষয়ে দক্ষতা যাচাইয়ে কোডিং বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এই কাজের জন্য পিএইচডির প্রয়োজন নেই। হাইস্কুল পাস হলেও চলবে।
২০১৪ সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিখ্যাত কোনো ইউনিভার্সিটি থেকে পাস করেছে মানেই সে সব জানে, তা নয়। বিল গেটস ও স্টিভ জবসেরও ডিগ্রি ছিল না। কোনো কোম্পানি তাঁদের নিয়োগ দিলে ভালো কিছুই হতো।
মাস্ক নিজেও কম্পিউটার প্রোগ্রামিং শিখেছেন ম্যানুয়াল দেখে। তা-ও আবার ১২ বছর বয়সে। নিজের বানানো ভিডিও গেম ‘ব্লাস্টার’ প্রযুক্তিবিষয়ক এক ম্যাগাজিনের কাছে ৫০০ ডলারে বিক্রিও করেছিলেন।
অবশ্য তিনি ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে ডিগ্রি নিয়েছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়াল সায়েন্স বিষয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুদিনের মাথায় পিএইচডি প্রোগ্রাম থেকে নাম কেটে ইন্টারনেট স্টার্টআপ তৈরিতে মনোযোগ দেন।
সেই থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি সফল স্টার্টআপ দাঁড় করিয়েছেন। নিজের প্রতিটি কোম্পানির দৈনন্দিন কাজে তাঁর নজর থাকে। টেসলা ও স্পেসএক্সের ইন্টারভিউ বোর্ডেও থাকেন তিনি।
২০১৭ সালে ইলন মাস্ক জানিয়েছিলেন, প্রত্যেককে ইন্টারভিউ বোর্ডে একই প্রশ্ন করেন। এক. কাজ করতে গিয়ে কোন কোন সমস্যা কঠিন বলে মনে হয়েছে?
দুই. সমস্যার সমাধান কীভাবে হয়েছে?
প্রশ্ন দুটির উত্তর দিয়ে তবেই চাকরি পেয়েছেন টেসলা ও স্পেসএক্স কোম্পানির প্রকৌশলীরা। চাকরিপ্রত্যাশী ব্যক্তি ছোট ছোট বিষয় বিস্তারিত জানেন কি না, তা যাচাই করতেই এ প্রশ্ন বেছে নিতেন মাস্ক। যাঁরা আসলেই কাজ জানেন, তাঁরা একটি বিষয়ের অনেক দিক নিয়ে বিস্তারিত বলতেন। এ বিষয়ে ইলন মাস্ক বলেন, যারা সমস্যার সমাধান করে, তারা বিষয়টি বোঝে। ধাপে ধাপে কী করতে হবে, তা কখনো ভুলে যায় না।
২০১৫ সালের দিকে মহাকাশ যান তৈরির কোম্পানি স্পেসএক্সের চাকরিপ্রত্যাশীদের তিনি আরেকটি প্রশ্ন করতেন। প্রশ্নটা হলো, পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছেন। এক মাইল দক্ষিণে হাঁটলেন, এক মাইল পশ্চিমে গেলেন এবং উত্তর দিকেও এক মাইল হাঁটলেন। যেখানে শুরু করেছিলেন, সেখানেই পৌঁছালেন। আপনার অবস্থান এখন কোথায়?
সঠিক জবাব উত্তর গোলার্ধ। দ্বিতীয় সঠিক জবাব দক্ষিণ গোলার্ধ।
জবাব পেলে উত্তর সহজ মনে হতেই পারে। তবে আদতে প্রশ্নটি সহজ নয়। কারণ, জবাবে অনেক প্রকৌশলীই বলেছেন, তাঁরা পৃথিবীতেই থেকে যাবেন, ভাঙা কম্পাসের কারণে তাঁরা যে কোনো জায়গায় পৌঁছাতে পারেন ইত্যাদি।
মাস্ক এমনভাবে প্রশ্ন করেন যাতে চাকরিপ্রত্যাশীরা নিজের সম্পর্কে জানানোর সুযোগ পান। কোম্পানি কেন আপনাকে নিয়োগ দেবে? আমি কেন আপনার ওপর আস্থা রাখব?—এ ধরনের প্রশ্নও তিনি করেন।
তবে মাস্কের কোম্পানিতে কাজ করতে হলে শুধু দক্ষতাই শেষ কথা নয়। আচরণও ভালো হতে হবে। যত বড় রকেট বিজ্ঞানীই হোক না কেন, আচরণ খুব রূঢ় হবে—এটা বুঝতে পারলে মাস্ক তাকে চাকরি দেন না। মাস্কের মতে, সহকর্মীদের পছন্দ করা জরুরি। নয়তো চাকরিতে এসে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। যাঁদের সঙ্গে কাজ করা কঠিন, তাঁদের চাকরিচ্যুত করারও নজির রেখেছেন তিনি।
বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন বিশ্বের ৫টি নামীদামি প্রযুক্তি কোম্পানি পরিচালনা করেন। এর মধ্যে আছে টেসলা, স্পেসএক্স, নিউরালিংক, দ্য বোরিং কোম্পানি ও ওপেনএআই।
সূত্র: ডাইস ইনসাইটস
অনুবাদ: আনিকা জীনাত
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (আইসিটি) পদে লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশ সেনাবাহিনীতে নারী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ৪১তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কোর্সে নারী কর্মী নিয়োগ দেবে। শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২৩ ধরনের শূন্য পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৯ জানুয়ারি) আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
২ দিন আগেইউএস-বাংলা এয়ারলাইনস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ নবীন গ্র্যাজুয়েটদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
২ দিন আগে