Ajker Patrika

দুইবার স্থগিত হওয়া সমাজকর্মী পদের পরীক্ষা ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৭: ৪২
দুইবার স্থগিত হওয়া সমাজকর্মী পদের পরীক্ষা ২১ অক্টোবর

সমাজসেবা অধিদপ্তরের দুইবার স্থগিত হওয়া ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেশের ৬৪ জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হবে। সমাজসেবা অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে। 

প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। 

২০১৮ সালের ৯ জুলাই ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগ পাবেন ৪৬৩ জন। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসাবে একটি পদের বিপরীতে লড়বেন ১ হাজার ৪৩০ জন। 

২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর এই পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর আবারও এই পরীক্ষার সূচি নির্ধারিত হয়। তবে পরীক্ষার আগের দিন আবার স্থগিত করা হয় এ পরীক্ষা। প্রশ্ন ফাঁসের কারণেই পরপর দুবার পরীক্ষা স্থগিত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত