Ajker Patrika

নমুনা ভাইভা: কোন দেশ থেকে রেমিট্যান্স বেশি আসে

নমুনা ভাইভা: কোন দেশ থেকে রেমিট্যান্স বেশি আসে

শাহীনা আক্তার কাকলী ফরেস্ট ক্যাডার (৪১তম বিসিএস সুপারিশপ্রাপ্ত) এখন সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানি ডিপার্টমেন্টে।

আমি: May I come in Sir? 
চেয়ারম্যান স্যার: Please Come in.

চেয়ারম্যান স্যার: Take your seat. Then introduce yourself.
আমি: Myself is Shahina Akter Kakoly. I have completed my graduation and post graduation In Botany from Dhaka University. I am presently serving the people of Bangladesh as a senior officer of Sonali Bank PLC.

চেয়ারম্যান স্যার: বর্তমান মুদ্রানীতি নিয়ে বলেন। 
আমি: মুদ্রানীতির মূল উদ্দেশ্য মুদ্রাস্ফীতি কাঙ্ক্ষিত পর্যায়ে রাখা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা।

চেয়ারম্যান স্যার: আইএমএফ কোন শর্তে বাংলাদেশকে ঋণ দিচ্ছে?
আমি: রাজস্ব খাত সংস্কার, আর্থিক খাতের সংস্কার, মুদ্রা ও বিনিময় হারের সংস্কার, সামষ্টিক কাঠামো সংস্কার।

চেয়ারম্যান: উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য কী?
আমি: প্রধান পার্থক্য হলো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর, কোষ গহ্বর ও প্লাস্টিড বিদ্যমান। কিন্তু প্রাণী কোষে অনুপস্থিত।

চেয়ারম্যান: ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য কী?
আমি: ডিএনএ ডাবল হ্যালিক্স ও আরএনএ সিঙ্গেল হ্যালিক্স। আরএনএতে ইউরাসিল থাকে। ডিএনএতে থাকে না।

এক্সটারনাল-১: What is paleobotany? 
আমি: Paleobotany is the study of plants that lived long ago.

এক্সটারনাল-১: What is the use of paleobotany? 
আমি: The use of Paleobotany is to get information about the fossilized plant.

এক্সটারনাল-১: জুলি ও কুরি পুরস্কার কেন দেওয়া হয়?
আমি: বিশ্বশান্তি ও মানবতা প্রতিষ্ঠায় যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেন, তাঁরা এই পদকে ভূষিত হন।

এক্সটারনাল-১: বঙ্গবন্ধু ছাড়া ভারতীয় উপমহাদেশে আর কে জুলিও কুরি পদক পেয়েছেন? 
আমি: ইন্দিরা গান্ধী।

এক্সটারনাল-১: ইন্দিরা গান্ধীর বাবার নাম কী? 
আমি: জওহর লাল নেহরু।

চেয়ারম্যান: ১৯৬৬ সাল কেন গুরুত্বপূর্ণ? 
আমি: ১৯৬৬ সালে ৬ দফা দাবি উত্থাপন করা হয়।

চেয়ারম্যান: দাবিগুলো সংক্ষেপে বলেন। 
আমি: শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, মুদ্রা বা অর্থ-সম্বন্ধীয় ক্ষমতা, রাজস্ব, কর বা শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা, বৈদেশিক বাণিজ্যবিষয়ক ক্ষমতা ও আঞ্চলিক সেনাবাহিনী গঠনের ক্ষমতা।

চেয়ারম্যান: আর ১৯৭০ সাল?
আমি: ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয়লাভ করে।

এক্সটারনাল-১: কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নাম বলুন?
আমি: রামপাল বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র।

এক্সটারনাল-২: সম্প্রতি বিশ্বে কয়েকজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। তাঁদের নাম বলুন। 
আমি: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী Jacinda Ardern.

এক্সটারনাল-১: তিনি একটি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। কোন আন্দোলন? 
আমি: জলবায়ু পরিবর্তন।

এক্সটারনাল-১: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ নেওয়ায় যে পুরস্কার পেয়েছেন তার নাম বলুন?
আমি: চ্যাম্পিয়ন অব দ্য আর্থ—জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার।

এক্সটারনাল-১: আপনি ক্যাডার হলে নারীদের জন্য কী অবদান রাখবেন?
আমি: স্যার, আমি সমাজের অবহেলিত, দুস্থ, বয়স্ক নারীদের পাশে দাঁড়াতে চাই।

এক্সটারনাল-২: ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বলুন।
আমি: ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মূল সূতিকাগার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই প্রথম রাজপথে ভাষার দাবিতে আন্দোলনে জড়ো হন।

এক্সটারনাল-২: কয়েকজন নারী নোবেল বিজয়ীর নাম বলুন। 
আমি: মেরি কুরি, অ্যানি এরনো।

এক্সটারনাল-২: আপনি তো হিজাব পরেন। আচ্ছা বলেন তো, মুসলিম ও খ্রিষ্টানদের মধ্যে পার্থক্য কী? 
আমি: মুসলিমরা আল্লাহকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করে আর খ্রিষ্টানরা যিশুখ্রিষ্ট নামক ঈশ্বরে বিশ্বাসী, যাকে মনে করা হয় ঈশ্বরের পুত্র। মুসলিমদের উপাসনালয়ের নাম মসজিদ আর খ্রিষ্টানদের চার্চ।

এক্সটারনাল-১: কোন দেশ থেকে বাংলাদেশে রেমিট্যান্স বেশি আসে? 
আমি: সৌদি আরব।

চেয়ারম্যান: এবার আপনি আসতে পারেন। 
আমি: ধন্যবাদ স্যার। সালাম দিয়ে বের হয়ে আসি। 

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত