Ajker Patrika

গুচ্ছ ভর্তি পরীক্ষার পরামর্শ

শাহ বিলিয়া জুলফিকার
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯: ০৯
Thumbnail image

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের একটি আসন নিশ্চিত করতে চাইলে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই। কীভাবে একজন শিক্ষার্থী গোছানো প্রস্তুতি নেবে নিজের অভিজ্ঞতার আলোকে, সে পরামর্শ দিয়েছেন ২০২১-২২ সেশনে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে প্রথম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দিগন্ত বিশ্বাস। 

মানবণ্টন
‘এ’ ইউনিট: পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা, বাংলা ও ইংরেজি প্রতি বিষয়ের জন্য ২৫ করে মোট ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 
‘বি’ ইউনিট: গুচ্ছ ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ তথা ‘বি’ ইউনিটে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। যেখানে বাংলা ও ইংরেজির জন্য ৩০ করে এবং সাধারণ জ্ঞানের জন্য ৩৫ নম্বর বরাদ্দ রয়েছে। 
‘সি’ ইউনিট: হিসাববিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার জন্য ৩৫  এবং বাংলা ও ইংরেজির জন্য ১৫ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এমসিকিউ পরীক্ষায় ভালো করতে হলে
এমসিকিউ পরীক্ষায় ভালো করতে হলে বেশি বেশি প্রশ্নব্যাংক সমাধান করতে হবে। পরীক্ষার সময় মাথা ঠান্ডা রেখে শতভাগ নিশ্চিত প্রশ্নের উত্তর দাগাতে হবে। কোনো প্রশ্ন নিয়ে দ্বিধা থাকলে সেটা নিয়ে না ভাবা এবং কমনগুলো আগে দাগিয়ে ফেলতে হবে। পরে সময় পেলে সেগুলো ভেবে দাগাতে হবে। 

ফল ভালো করতে চাইলে 
ফল ভালো করতে একটি রুটিন বানিয়ে নিয়মিত সেই রুটিন মেনে পড়াশোনা করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন অনুসরণ করে প্রশ্ন সমাধান 
করতে হবে। 

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত