Ajker Patrika

৩০ লাখ ওমরাহযাত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরব

ইসলাম ডেস্ক
আপডেট : ১০ মার্চ ২০২৩, ১০: ৩৫
৩০ লাখ ওমরাহযাত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সৌদি আরব

পবিত্র রমজান উপলক্ষে সারা বিশ্ব থেকে আগত ওমরাহযাত্রীদের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র দুই মসজিদ কর্তৃপক্ষ এবার দেশটির পবিত্রতম স্থানগুলোতে ৩০ লাখ মুসল্লির সমাবেশ ঘটবে বলে আশা করছে।

সূত্র জানায়, বিপুলসংখ্যক মুসল্লির ইবাদত পালন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের প্রধান শায়খ আবদুর রহমান আল-সুদাইস ৬ মার্চ এ প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। ১২ হাজারের বিশাল কর্মী বাহিনী নিয়ে ওমরাহযাত্রীদের সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আল-সুদাইস বলেন, ‘পবিত্র দুই মসজিদসহ অন্যান্য স্থানে আগত মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতেই আমাদের এই আয়োজন।’

আল-সুদাইস আরও বলেন, ‘এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ ৭ হাজার ওমরাহযাত্রী পবিত্র কাবাঘর তাওয়াফ করতে পারবেন। আধুনিক প্রযুক্তির সাহায্যে সর্বোত্তম সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। মুসল্লিদের কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ, পবিত্র দুই মসজিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা, পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের ভ্রমণ আনন্দময় করা এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।’ 

সূত্র: গালফ নিউজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত