Ajker Patrika

শবে বরাতের ৪ আমল

মুফতি আবু দারদা
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪: ৩৬
Thumbnail image

ইসলামে শাবান মাসের ১৪ তারিখের রাতটি শবে বরাত হিসেবে পরিচিত। এই রাতের বিশেষ ফজিলত ও মর্যাদা ইসলামে স্বীকৃত। শবে বরাতের কয়েকটি আমল সম্পর্কে আলোকপাত করা হলো—

এক. ক্ষমাপ্রার্থনা: এই রাতে মহান আল্লাহ বান্দাদের প্রতি বিশেষভাবে মনোযোগী হন এবং ক্ষমা করেন। মহানবী (সা.) বলেন, ‘এই দিন সূর্যাস্তের পরই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, ‘কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিকপ্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছ বিপদগ্রস্ত, আমি তাকে বিপদমুক্ত করব। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এ কথা বলতে থাকেন।’ (ইবন মাজাহ: ১৩৮৮)

দুই. নফল নামাজ ও নফল রোজা: এই রাতে বেশি পরিমাণে নফল নামাজ আদায় করা সুন্নত। বিশেষভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করা উচিত। তবে শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজের কথা হাদিসে উল্লেখ নেই। আর পরদিন নফল রোজা রাখাও সুন্নত। মহানবী (সা.) বলেন, ‘যখন শাবান মাসের মধ্যবর্তী রাত আসবে, তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করবে এবং দিনে রোজা পালন করবে।’ (ইবন মাজাহ: ১৩৮৮)

তিন. কবর জিয়ারত করা: এই রাতে মহানবী (সা.) মদিনার জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। তাই কবর জিয়ারত করা সুন্নত। আয়েশা (রা.) বলেন, ‘একবার রাতে আমি মহানবী (সা.)-কে না পেয়ে খুঁজতে থাকি। এরপর আমি তাঁকে জান্নাতুল বাকিতে দুই হাত তোলা অবস্থায় পেলাম।’ (ইবন মাজাহ: ১৩৮৯) 

চার. দান-সদকা করা: এ রাতে ভালো খাবার খেলে ভাগ্য ভালো হবে—এই বিশ্বাসের কোনো ভিত্তি নেই। তাই নিজেদের জন্য আয়েশি খাবারের আয়োজন না করে অসহায় মানুষকে দান-সদকা করা এবং তাদের জন্য ভালো খাবার-দাবারের ব্যবস্থা করা উত্তম। মহানবী (সা.) বলেন, ‘সদকা গুনাহকে সেভাবে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (মুসনাদ আহমাদ: ২২১৩৩)

মুফতি আবু দারদা, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত