Ajker Patrika

তুরস্কে বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

ইসলাম ডেস্ক 
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৭: ৪৭
রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন হাফেজ মুয়াজ মাহমুদ। ছবি: সংগৃহীত
রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন হাফেজ মুয়াজ মাহমুদ। ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। গত বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় বাদ জোহর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মুয়াজের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

এর আগে, গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন মুয়াজ মাহমুদ।

মুয়াজ ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের ছাত্র। এর আগে, গত ২১ আগস্ট মুয়াজ পবিত্র মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশি কোনো হাফেজ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতার কথা তুলে ধরে বিজয়ীদের প্রশংসা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত