বৈশ্বিক নিরাপত্তা নিয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট—নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে তাঁদের মধ্যে বৈঠক হয় বলে ন্যাটোর বিবৃতিতে জানানো হয়। পশ্চিমানিয়ন্ত্রিত এই সামরিক জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, তাঁরা (ট্রাম্প ও রুটে) জোটের সামনে থাকা বৈশ্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত মাইকেল ওয়াল্টজের সঙ্গেও বৈঠক করেছেন রুটের নেতৃত্বে প্রতিনিধিদল।
এর বেশি আর কোনো তথ্য বিবৃতিতে ছিল না।
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি রুটের প্রথম সাক্ষাৎ।
সম্প্রতি, রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর এক দিন পরই ১৯ নভেম্বর মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন।
তবে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় বাইডেনের ওপর ক্ষুব্ধ হন ট্রাম্পের মিত্ররা। কারণ, ট্রাম্প যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।
এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বাইডেনের সিদ্ধান্তে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা। এই পরিস্থিতি বিশ্বজুড়ে অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে—এমনটা বলছেন বিশ্লেষকরাও।
কেউ কেউ বলছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে। খোদ ট্রাম্পপুত্র এই আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই (বাইডেন) প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায়। এদের শুধু মুনাফা চাই, জীবনের কোনো মূল্য নেই!’
রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির ফার্স্ট ডেপুটি চিফ ভ্লাদিমির জাবারভ বলেন, ‘এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে বড় পদক্ষেপ।’
এমন প্রেক্ষাপটে ন্যাটোর প্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
বৈশ্বিক নিরাপত্তা নিয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট—নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে তাঁদের মধ্যে বৈঠক হয় বলে ন্যাটোর বিবৃতিতে জানানো হয়। পশ্চিমানিয়ন্ত্রিত এই সামরিক জোটের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়, তাঁরা (ট্রাম্প ও রুটে) জোটের সামনে থাকা বৈশ্বিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মনোনীত মাইকেল ওয়াল্টজের সঙ্গেও বৈঠক করেছেন রুটের নেতৃত্বে প্রতিনিধিদল।
এর বেশি আর কোনো তথ্য বিবৃতিতে ছিল না।
৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে এটি রুটের প্রথম সাক্ষাৎ।
সম্প্রতি, রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর এক দিন পরই ১৯ নভেম্বর মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালায় ইউক্রেন।
তবে রাশিয়ায় হামলার জন্য ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় বাইডেনের ওপর ক্ষুব্ধ হন ট্রাম্পের মিত্ররা। কারণ, ট্রাম্প যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।
এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য না করলেও বাইডেনের সিদ্ধান্তে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন তাঁর ঘনিষ্ঠরা। এই পরিস্থিতি বিশ্বজুড়ে অস্থিরতার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে—এমনটা বলছেন বিশ্লেষকরাও।
কেউ কেউ বলছেন, ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাধতে পারে। খোদ ট্রাম্পপুত্র এই আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই (বাইডেন) প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাতে চায়। এদের শুধু মুনাফা চাই, জীবনের কোনো মূল্য নেই!’
রাশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির ফার্স্ট ডেপুটি চিফ ভ্লাদিমির জাবারভ বলেন, ‘এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর পথে বড় পদক্ষেপ।’
এমন প্রেক্ষাপটে ন্যাটোর প্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠককে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
২০ মিনিট আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
৪ ঘণ্টা আগেমোদি তাঁর শোকবার্তায় বলেন, ‘ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের, বিশেষ করে, শিক্ষার্থীদের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব ধরনের সমর্থন ও
৪ ঘণ্টা আগে