আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে হোয়াইট হাউসে এসে রীতিমতো অপমানিত হয়েছিলেন। পোশাক, কথাবার্তা, আচরণের কারণে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ধমক খেয়েছেন তিনি। তবে এবার আগে থেকেই সতর্ক হয়ে এসেছে। এবারের সফরে চিরাচরিত সামরিক পোশাক বা টি-শার্টের বদলে স্যুট পরে ছিলেন।
জেলেনস্কির এই নতুন পোশাক ট্রাম্পপন্থী সাংবাদিক ব্রায়ান গ্লেনের কথোপকথনে উঠে এসেছে। এর আগে এক বিতর্কিত বৈঠকে গ্লেন জেলেনস্কির সামরিক পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন। কিন্তু এবার তিনি জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে এই স্যুটে অসাধারণ দেখাচ্ছে।’ জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি বদলেছি, কিন্তু আপনি একই স্যুটে আছেন।’
ট্রাম্পও জেলেনস্কির নতুন রূপের প্রশংসা করেছেন।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি সামরিক পোশাককে ইউক্রেনীয় সেনাদের প্রতি সংহতি ও যুদ্ধের প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন। তবে, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই পোশাকই বিতর্কের জন্ম দেয়। ট্রাম্পের মতো একজন শোম্যান, যিনি তাঁর পোশাকে ও চালচলনে অত্যন্ত সচেতন, তিনি জেলেনস্কির সাধারণ সামরিক পোশাকে অসন্তুষ্ট হন।
ওই বৈঠকে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ ও ‘অসম্মানজনক’ বলে আখ্যা দেন। মূলত, সেই বৈঠকটি পোশাকের বিতর্ক এবং কূটনৈতিক বিভেদের কারণে উত্তপ্ত হয়ে ওঠে।
ফেব্রুয়ারির সেই তিক্ত অভিজ্ঞতার পর জেলেনস্কি দ্রুত তাঁর কৌশল পরিবর্তন করেন। তিনি হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্পর্ক মেরামতের জন্য কাজ শুরু করেন। ইউরোপীয় নেতারাও তাঁকে ট্রাম্পের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে সে বিষয়ে পরামর্শ দেন। এরপর থেকে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্য এবং ন্যাটোর শীর্ষ সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে আরও ফরমাল পোশাক পরা শুরু করেন।
মার্কিন এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আগে আলোচনা এসেছিল, এবার জেলেনস্কি সামরিক পোশাক পরে আসবেন না। এই সিদ্ধান্ত যে ফলপ্রসূ হয়েছে, তা সাংবাদিক ব্রায়ান গ্লেনের ক্ষমা চাওয়ার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। গ্লেন বলেন, ‘আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনাকে অসাধারণ দেখাচ্ছে।’
ফেব্রুয়ারির বৈঠক চলাকালে ধন্যবাদ না দেওয়ায় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অকৃতজ্ঞ বলেছিলেন। গতকালের বৈঠকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই জেলেনস্কি চারবার ‘ধন্যবাদ’ শব্দটি উচ্চারণ করেন।
জেলেনস্কি বলেন, ‘আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ। আর আপনার স্ত্রীকেও অনেক ধন্যবাদ।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে হোয়াইট হাউসে এসে রীতিমতো অপমানিত হয়েছিলেন। পোশাক, কথাবার্তা, আচরণের কারণে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ধমক খেয়েছেন তিনি। তবে এবার আগে থেকেই সতর্ক হয়ে এসেছে। এবারের সফরে চিরাচরিত সামরিক পোশাক বা টি-শার্টের বদলে স্যুট পরে ছিলেন।
জেলেনস্কির এই নতুন পোশাক ট্রাম্পপন্থী সাংবাদিক ব্রায়ান গ্লেনের কথোপকথনে উঠে এসেছে। এর আগে এক বিতর্কিত বৈঠকে গ্লেন জেলেনস্কির সামরিক পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন। কিন্তু এবার তিনি জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে এই স্যুটে অসাধারণ দেখাচ্ছে।’ জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি বদলেছি, কিন্তু আপনি একই স্যুটে আছেন।’
ট্রাম্পও জেলেনস্কির নতুন রূপের প্রশংসা করেছেন।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জেলেনস্কি সামরিক পোশাককে ইউক্রেনীয় সেনাদের প্রতি সংহতি ও যুদ্ধের প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন। তবে, গত ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই পোশাকই বিতর্কের জন্ম দেয়। ট্রাম্পের মতো একজন শোম্যান, যিনি তাঁর পোশাকে ও চালচলনে অত্যন্ত সচেতন, তিনি জেলেনস্কির সাধারণ সামরিক পোশাকে অসন্তুষ্ট হন।
ওই বৈঠকে শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলাকালীন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ ও ‘অসম্মানজনক’ বলে আখ্যা দেন। মূলত, সেই বৈঠকটি পোশাকের বিতর্ক এবং কূটনৈতিক বিভেদের কারণে উত্তপ্ত হয়ে ওঠে।
ফেব্রুয়ারির সেই তিক্ত অভিজ্ঞতার পর জেলেনস্কি দ্রুত তাঁর কৌশল পরিবর্তন করেন। তিনি হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্পর্ক মেরামতের জন্য কাজ শুরু করেন। ইউরোপীয় নেতারাও তাঁকে ট্রাম্পের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে সে বিষয়ে পরামর্শ দেন। এরপর থেকে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্য এবং ন্যাটোর শীর্ষ সম্মেলনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে আরও ফরমাল পোশাক পরা শুরু করেন।
মার্কিন এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে বৈঠকের আগে আলোচনা এসেছিল, এবার জেলেনস্কি সামরিক পোশাক পরে আসবেন না। এই সিদ্ধান্ত যে ফলপ্রসূ হয়েছে, তা সাংবাদিক ব্রায়ান গ্লেনের ক্ষমা চাওয়ার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। গ্লেন বলেন, ‘আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনাকে অসাধারণ দেখাচ্ছে।’
ফেব্রুয়ারির বৈঠক চলাকালে ধন্যবাদ না দেওয়ায় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অকৃতজ্ঞ বলেছিলেন। গতকালের বৈঠকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই জেলেনস্কি চারবার ‘ধন্যবাদ’ শব্দটি উচ্চারণ করেন।
জেলেনস্কি বলেন, ‘আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ। আর আপনার স্ত্রীকেও অনেক ধন্যবাদ।’
চলতি মাসে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের হামলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ৫২ বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুসকোর (এমওএনএসসিও) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। মনুসকোর তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলের উত্তর কিভু প্রদেশের বেনি
১৬ মিনিট আগেযুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর তার প্রশাসন অভিবাসন ও উচ্চশিক্ষা নীতিতে যেসব কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে, তা শুধু নীতিগত পরিবেশকে নয়—আঘাত করেছে হাজারো...
২ ঘণ্টা আগেদিল্লি পুলিশ গত ২৬ জুন সুনালী বিবিকে আটক করে বাংলাদেশে পুশ ইন করেছে বলে অভিযোগ উঠছে। বর্তমানে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সুনালী কি সন্তান জন্মদানের আগেই ভারত ফিরতে পারবেন? আর যদি না পারেন, তাহলে বাংলাদেশে জন্ম নেওয়া ওই শিশুর নাগরিকত্ব কী হবে?
৪ ঘণ্টা আগেনেপালের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও ভারতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সংকট দেখা দিয়েছে। নেপাল ও বাংলাদেশের স্থানীয় পরিবেশকদের কাছে শত শত কোটি রুপির লাইসেন্স ফি বকেয়া রয়েছে ভারতের টিভি সম্প্রচার সংস্থাগুলোর।
৪ ঘণ্টা আগে