ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর ‘যুদ্ধবিরতি’ হয়েছে এক মাসের বেশি সময় আগে। কিন্তু এর কৃতিত্বের দাবি নিয়ে চলছে পাল্টাপাল্টি বিবৃতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফায় এই সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। যদিও তাঁর এমন দাবি নিয়ে অস্বস্তি রয়েছে দিল্লির।
দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয় গত ১০ মে। সেই তথ্য প্রকাশ্যে এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তাঁর মধ্যস্থতায় এই সংঘাত থেমেছে। এর পর থেকে ক্রমাগত তিনি দাবি করে আসছেন, যুদ্ধবিরতি তিনিই করিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাল্টা বক্তব্য দিয়েছে। একাধিকবার বিবৃতি দিয়ে তারা ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে।
এরপরও ট্রাম্প কৃতিত্ব দাবি করে বক্তব্য দিয়েছেন। হোয়াইট হাউসে গত বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই একই দাবির পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবারও এ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘একটা যুদ্ধ থামিয়ে দিলাম। আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মনে হয় মোদিও একজন অসাধারণ মানুষ। আমি গত রাতে তাঁর সঙ্গে কথা বলেছি। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি।’
এরপর আসিম মুনিরের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়। ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে উত্তেজনা কমানোর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, এই বৈঠক করে তিনি সম্মানিত বোধ করছেন।
বুধবার মোদির সঙ্গে তাঁর ফোনালাপের পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে বলেন, দুই নেতা তাঁদের আলোচনার সময় ইরান-ইসরায়েল সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে মূল আলোচনা হয় ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে। প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন, পুরো ঘটনাক্রমে কখনো যুক্তরাষ্ট্রের তরফে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।
আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য ট্রাম্প বলেছেন, ‘পাকিস্তানের দিক থেকে (যুদ্ধ) বন্ধের ব্যাপারে এই ভদ্রলোক (আসিম মুনির) অত্যন্ত প্রভাব খাটিয়েছেন। ভারতের দিক থেকে মোদি ও অন্যরা ছিলেন। দুই দেশ যুদ্ধের দিকেই এগোচ্ছিল এবং উভয়েই পারমাণবিক শক্তিধর। আমি থামালাম।’
এরপরই প্রশ্ন উঠতে থাকে—কেন কৃতিত্বের দাবিতে পাল্টাপাল্টি বক্তব্য আসছে। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘চিড়’ কি তাহলে স্পষ্ট? আমেরিকান থিংকট্যাংক উইলসন সেন্টারের মাইকেল কুগেলম্যান মনে করেন, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তাঁর ভাষায়, মোদি ট্রাম্পকে বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছিল না। অথচ ট্রাম্প বলছেন, তিনি যুদ্ধ বন্ধ থামিয়েছেন। সম্ভবত তিনি দ্বিপক্ষীয় উত্তেজনার সবচেয়ে বড় বিন্দুতে পরিণত হয়েছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর ‘যুদ্ধবিরতি’ হয়েছে এক মাসের বেশি সময় আগে। কিন্তু এর কৃতিত্বের দাবি নিয়ে চলছে পাল্টাপাল্টি বিবৃতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দফায় এই সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। যদিও তাঁর এমন দাবি নিয়ে অস্বস্তি রয়েছে দিল্লির।
দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয় গত ১০ মে। সেই তথ্য প্রকাশ্যে এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তাঁর মধ্যস্থতায় এই সংঘাত থেমেছে। এর পর থেকে ক্রমাগত তিনি দাবি করে আসছেন, যুদ্ধবিরতি তিনিই করিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাল্টা বক্তব্য দিয়েছে। একাধিকবার বিবৃতি দিয়ে তারা ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে।
এরপরও ট্রাম্প কৃতিত্ব দাবি করে বক্তব্য দিয়েছেন। হোয়াইট হাউসে গত বুধবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন তিনি। ওই ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই একই দাবির পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসে আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আবারও এ নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘একটা যুদ্ধ থামিয়ে দিলাম। আমি পাকিস্তানকে ভালোবাসি। আমার মনে হয় মোদিও একজন অসাধারণ মানুষ। আমি গত রাতে তাঁর সঙ্গে কথা বলেছি। আমরা ভারতের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি।’
এরপর আসিম মুনিরের সঙ্গে তাঁর দীর্ঘ বৈঠক হয়। ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে উত্তেজনা কমানোর জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, এই বৈঠক করে তিনি সম্মানিত বোধ করছেন।
বুধবার মোদির সঙ্গে তাঁর ফোনালাপের পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এক বিবৃতিতে বলেন, দুই নেতা তাঁদের আলোচনার সময় ইরান-ইসরায়েল সংঘর্ষ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তবে মূল আলোচনা হয় ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে। প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দেন, পুরো ঘটনাক্রমে কখনো যুক্তরাষ্ট্রের তরফে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয়নি।
আসিম মুনিরের সঙ্গে সাক্ষাতের আগে অবশ্য ট্রাম্প বলেছেন, ‘পাকিস্তানের দিক থেকে (যুদ্ধ) বন্ধের ব্যাপারে এই ভদ্রলোক (আসিম মুনির) অত্যন্ত প্রভাব খাটিয়েছেন। ভারতের দিক থেকে মোদি ও অন্যরা ছিলেন। দুই দেশ যুদ্ধের দিকেই এগোচ্ছিল এবং উভয়েই পারমাণবিক শক্তিধর। আমি থামালাম।’
এরপরই প্রশ্ন উঠতে থাকে—কেন কৃতিত্বের দাবিতে পাল্টাপাল্টি বক্তব্য আসছে। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ‘চিড়’ কি তাহলে স্পষ্ট? আমেরিকান থিংকট্যাংক উইলসন সেন্টারের মাইকেল কুগেলম্যান মনে করেন, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের মন্তব্য দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করার ক্ষমতা রাখে। তাঁর ভাষায়, মোদি ট্রাম্পকে বলেছেন, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ছিল না। অথচ ট্রাম্প বলছেন, তিনি যুদ্ধ বন্ধ থামিয়েছেন। সম্ভবত তিনি দ্বিপক্ষীয় উত্তেজনার সবচেয়ে বড় বিন্দুতে পরিণত হয়েছেন।
এক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
১ ঘণ্টা আগেস্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতারা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
১ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
২ ঘণ্টা আগেইউক্রেন সীমান্তের কাছে গুরুতরভাবে আহত হয়েছেন রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এসেদুল্লা আবাচেভ। রাশিয়ার দাগেস্তান কর্তৃপক্ষের বরাত দিয়ে আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছে মস্কো টাইমস।
২ ঘণ্টা আগে