অনলাইন ডেস্ক
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র ওমিক্রন নিয়ে বেশ চিন্তিত। দেশটিতে এ পর্যন্ত আটজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সামনের শীতের মাসগুলোতে করোনা যেন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাইডেন বলেন, আরও বেশি সংখ্যক মার্কিনিকে বুস্টার ডোজের আওতায় আনতে তাঁর প্রশাসন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিনা খরচে বাড়িতে বসেই করোনার পরীক্ষা করানোর সুবিধা বাড়ানোর ওপর নজর দেওয়া হচ্ছে।
বাইডেন আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন শীতের মাসগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে।’
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত দেশটির ২৩ শতাংশ মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, গণ পরিবহন এবং বিমানবন্দরে আগামী মার্চ পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। সকল আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। টিকার বুস্টার ডোজ নিতে উৎসাহিত করার জন্য পারিবারিক টিকা ক্লিনিকসহ জনশিক্ষা এবং প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বাইডেন প্রশাসনের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে, বেসরকারি স্বাস্থ্য বিমা পরিকল্পনার আওতায় থাকা ব্যক্তিদের বাড়ির জন্য বিনা মূল্যে টেস্টিং কিট তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে সংক্রমণের হার বেশি সেই সব রাজ্যের জরুরি সেবা প্রদানকারী দলগুলোকে হাসপাতালের সহযোগিতার জন্য নিয়োগ করা।
বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে শঙ্কা। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র ওমিক্রন নিয়ে বেশ চিন্তিত। দেশটিতে এ পর্যন্ত আটজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের বুস্টার ডোজ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সামনের শীতের মাসগুলোতে করোনা যেন বৃদ্ধি না পায় সে লক্ষ্যে বেশ কিছু বিধিনিষেধ ঘোষণা করেছেন তিনি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ-এ বক্তৃতা দেওয়ার সময় বাইডেন বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
বাইডেন বলেন, আরও বেশি সংখ্যক মার্কিনিকে বুস্টার ডোজের আওতায় আনতে তাঁর প্রশাসন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিনা খরচে বাড়িতে বসেই করোনার পরীক্ষা করানোর সুবিধা বাড়ানোর ওপর নজর দেওয়া হচ্ছে।
বাইডেন আরও বলেন, ‘বিশেষজ্ঞরা বলছেন শীতের মাসগুলোতে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে।’
ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে পাওয়া তথ্য অনুসারে, এ পর্যন্ত দেশটির ২৩ শতাংশ মানুষ টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
হোয়াইট হাউস বিবৃতিতে বলেছে, গণ পরিবহন এবং বিমানবন্দরে আগামী মার্চ পর্যন্ত মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে। সকল আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ২৪ ঘণ্টার মধ্যে কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে। টিকার বুস্টার ডোজ নিতে উৎসাহিত করার জন্য পারিবারিক টিকা ক্লিনিকসহ জনশিক্ষা এবং প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।
বাইডেন প্রশাসনের পরিকল্পনার মধ্যে আরও রয়েছে, বেসরকারি স্বাস্থ্য বিমা পরিকল্পনার আওতায় থাকা ব্যক্তিদের বাড়ির জন্য বিনা মূল্যে টেস্টিং কিট তৈরি করা এবং যুক্তরাষ্ট্রের যেসব রাজ্যে সংক্রমণের হার বেশি সেই সব রাজ্যের জরুরি সেবা প্রদানকারী দলগুলোকে হাসপাতালের সহযোগিতার জন্য নিয়োগ করা।
ইসলাম থেকে খ্রিষ্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর প্রাণনাশের আশঙ্কায় ইরান থেকে পালিয়েছিলেন ২৭ বছর বয়সী নারী আর্টেমিস ঘাসেমজাদেহ। পরে তিনি দেশ থেকে পালিয়ে আশ্রয়ের আশায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পৌঁছান। কিন্তু আশ্রয় পাওয়ার পরিবর্তে আর্টেমিসকে হাতকড়া পরিয়ে পানামায় পাঠিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে
১ ঘণ্টা আগে২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
২ ঘণ্টা আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
২ ঘণ্টা আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৪ ঘণ্টা আগে