Ajker Patrika

টেসলা কারখানার মেঝেতে ঘুমাতেন ইলন মাস্ক, কিন্তু কেন

টেসলা কারখানার মেঝেতে ঘুমাতেন ইলন মাস্ক, কিন্তু কেন

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বক্তব্য দিচ্ছেন—দুই বছর আগের এমন একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ২৯ তম বার্ষিক ব্যারন ইনভেস্টমেন্ট সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন এই বিলিয়নিয়ার। সেই ভাষণেই নিজের সম্পর্কে চমকপ্রদ এক তথ্য ফাঁস করেন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী এই ব্যক্তিত্ব।

ভাষণে ইলন মাস্ক দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের নেভাদায় তাঁর কোনো বাড়ি কিংবা অবকাশ যাপনের স্থান ছিল না। বিপুল ধন সম্পদ এবং টেসলার মতো বিশ্বখ্যাত একটি কোম্পানির কর্ণধার হয়েও তিনি ওই কোম্পানির কারখানার মেঝেতে ঘুমাতেন। বলা যায়, নিজের অফিশিয়াল ডেস্কের নিচে এক কোনায় জড়সড় হয়ে ঘুমিয়ে পড়তেন তিনি!

গত মঙ্গলবার ওই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে পোস্ট করেন এক ব্যবহারকারী। ভিডিওটিতে ইলন মাস্ককে বলতে শোনা যায়—কারখানায় তিনি সাধারণত একটি সোফার মধ্যে ঘুমাতেন। পরে তিনি মেঝেতে ঘুমানোর সিদ্ধান্ত নেন।

সোফার চেয়ে মেঝেতে ঘুমানো কিছুটা কষ্টকর ছিল। ঘুম থেকে ওঠার পর প্রায় সময়ই মাস্কের মনে হতো, শরীর থেকে লোহা-লক্করের গন্ধ বেরোচ্ছে। তারপরও ইলন মাস্ক এই সিদ্ধান্তটি নিয়েছিলেন একটি বিশেষ কারণে। বক্তব্যে সেই কারণটিও উল্লেখ করেছেন তিনি। এ প্রসঙ্গে মাস্ক জানান, কারখানার কর্মীদেরকে কাজে উদ্বুদ্ধ করতেই এমন কাজ করতেন তিনি। কর্মীদের বোঝাতেন, একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়।

কর্মীদের কাছে মাস্কের বার্তাটি ছিল অনেকটা এমন—দেখো, তোমাদের নেতা দ্বীপে দ্বীপে ঘুরে ‘মাই-তাই’ (বিশেষ পানীয়) পান না করে বরং তোমাদের সঙ্গেই আছে।

ভাইরাল ভিডিওটি পোস্টে মাস্কের পদক্ষেপের জন্য তাঁর প্রশংসা করেছেন অনেকেই। কাজের প্রতি তাঁর আত্মবিসর্জনের প্রসঙ্গ টেনেছেন কেউ কেউ। অনেকেই আবার তাঁকে উদ্ভট আখ্যা দিয়ে বলেছেন—এ জন্যই তিনি আজ সফল। একঘেয়ে মানুষেরা নিরাপত্তা আর আরাম বেশি খোঁজে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত