Ajker Patrika

বিচারকাজে আগেও একাধিক ভুল করেছিলেন ট্রাম্পের নথি গোপনের মামলার বিচারক

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১২: ৩০
বিচারকাজে আগেও একাধিক ভুল করেছিলেন ট্রাম্পের নথি গোপনের মামলার বিচারক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রীয় নথি গোপন করার মামলার বিচারক আলিন ক্যানন এর আগেও দুটি ভুল করেছিলেন। গত জুন মাসে পাওয়া আদালতের নথি বিশ্লেষণ করে এই ভুল দুটির বিষয়ে জানা যায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আদালত থেকে পাওয়া সংশ্লিষ্ট মামলার নথি বিশ্লেষণ করে আইন বিশেষজ্ঞরা বলছেন, এ দুটি ভুল ডোনাল্ড ট্রাম্পের সাংবিধানিক অধিকার হরণ করেছে। তাঁরা বলছেন, বিষয়টি ট্রাম্পের বিরুদ্ধে চলমান মামলাকে বাতিলও করে দিতে পারে।

ফ্লোরিডার একটি জেলা আদালতের বিচারক আলীন ক্যানন এর আগে আলাবামায় শিশুদের ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগে অভিযুক্ত একজনের বিচারের জন্য ‘জুরি নির্বাচন’ বন্ধ করে দিয়েছিলেন। সাধারণত এমন মামলায় আসামি বিচারের জন্য নির্ধারিত বিচারক থেকে নিজের জন্য পছন্দমতো বিচারকদের নাম প্রস্তাব করতে পারেন। মার্কিন সংবিধানের ষষ্ঠ সংশোধনী অনুসারে এটি একজন বিবাদীর সাংবিধানিক অধিকার।

আলিন ক্যানন এর আগে, ২০২০ সালে সম্ভাব্য জুরি পুলে বিচারক হিসেবে শপথ নিতেও অবহেলা করেছিলেন। সাধারণত জুরিদের এই শপথ বাধ্যতামূলক। বাধ্যতামূলক এই পদ্ধতিতে বিচারকদের শপথ করানো হয় যে তাঁরা বিচারের ক্ষেত্রে সব সময় সত্য কথা বলবেন।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা স্কুল অব ল-এর অধ্যাপক স্টিফেন স্মিথ বলেছেন, আদালতে জুরি নির্বাচনের অধিকার হরণ করে বিচার বন্ধ করে দিতে গিয়ে ক্যানন যে সিদ্ধান্ত নিয়েছেন, তা ‘একটি মৌলিক সাংবিধানিক ত্রুটি’। তিনি আরও জানান, এতে করে আলিনের বিচারিক ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত