Ajker Patrika

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৩: ০০
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন ট্রাম্প

২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ মার্চ) দেশটির টেক্সাসের ওয়াকোতে প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। ২০২০ সালের মতো এবারও ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।

আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, প্রচারণা সমাবেশে এদিন ট্রাম্প তাঁর বিরুদ্ধে করা তদন্তের সমালোচনা করেন। প্রচারণা শুরু হয় ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। এ সময় আগে ধারণ করা ট্রাম্পের একটি প্রতিশ্রুতির ভিডিও দেখানো হয়।

এ সময় ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে যারা সহিংসতা করেছিল তাদের পক্ষ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই নির্দোষ প্রমাণিত হবে। তা ছাড়া নিজের বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন তিনি।

উল্লেখ্য, পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন ট্রাম্প। পরবর্তী সময়ে ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন স্টর্মি ড্যানিয়েলস। এই মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।

সম্প্রতি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, স্টর্মি ড্যানিয়েলসের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, গ্রেপ্তার হলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত