অনলাইন ডেস্ক
২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ মার্চ) দেশটির টেক্সাসের ওয়াকোতে প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। ২০২০ সালের মতো এবারও ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, প্রচারণা সমাবেশে এদিন ট্রাম্প তাঁর বিরুদ্ধে করা তদন্তের সমালোচনা করেন। প্রচারণা শুরু হয় ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। এ সময় আগে ধারণ করা ট্রাম্পের একটি প্রতিশ্রুতির ভিডিও দেখানো হয়।
এ সময় ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে যারা সহিংসতা করেছিল তাদের পক্ষ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই নির্দোষ প্রমাণিত হবে। তা ছাড়া নিজের বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন তিনি।
উল্লেখ্য, পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন ট্রাম্প। পরবর্তী সময়ে ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন স্টর্মি ড্যানিয়েলস। এই মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।
সম্প্রতি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, স্টর্মি ড্যানিয়েলসের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, গ্রেপ্তার হলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে পারে।
২০২৪ সালের নির্বাচনের জন্য প্রচারণা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ মার্চ) দেশটির টেক্সাসের ওয়াকোতে প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। ২০২০ সালের মতো এবারও ট্রাম্পের নির্বাচনী প্রচারণার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, প্রচারণা সমাবেশে এদিন ট্রাম্প তাঁর বিরুদ্ধে করা তদন্তের সমালোচনা করেন। প্রচারণা শুরু হয় ‘জাস্টিস ফর অল’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। এ সময় আগে ধারণ করা ট্রাম্পের একটি প্রতিশ্রুতির ভিডিও দেখানো হয়।
এ সময় ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে যারা সহিংসতা করেছিল তাদের পক্ষ নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই নির্দোষ প্রমাণিত হবে। তা ছাড়া নিজের বিরুদ্ধে করা তদন্তকে ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন তিনি।
উল্লেখ্য, পর্নো স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন ট্রাম্প। পরবর্তী সময়ে ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন স্টর্মি ড্যানিয়েলস। এই মামলা ছাড়াও ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।
সম্প্রতি ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, স্টর্মি ড্যানিয়েলসের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। তেমন কিছু হলে সমর্থকদের বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেন, গ্রেপ্তার হলে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে যে সহিংসতার সৃষ্টি হয়েছিল, তার পুনরাবৃত্তি ঘটতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড ঘোষণা করেছেন—আজ সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে।
২ মিনিট আগেপ্রিন্স রবার্ট গত ৭ মার্চ এক বিবৃতিতে ছেলের মৃত্যুর খবরটি জানান। বিবৃতিটি ‘পোলগ ফাউন্ডেশন’-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সদ্য প্রয়াত রাজপুত্র ফ্রেডেরিকই ২০২২ সালে এই ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুর আগে তিনি ওই প্রতিষ্ঠানে একজন সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করছিলেন।
৩৯ মিনিট আগেভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তার্তুস গত কয়েক দিনে সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার ভয়াবহ সংঘর্ষে এই দুই প্রদেশ কার্যত বিধ্বস্ত। চার দিনের এই রক্তক্ষয়ী সংঘাত শেষে সরকারি বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা
১ ঘণ্টা আগেইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা একটি জাহাজ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। যুক্তরাজ্যের রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশন (আরএনএলআই) জানিয়েছে, তারা চারটি লাইফবোট দল ঘটনাস্থলে পাঠিয়েছে।
২ ঘণ্টা আগে