আজকের পত্রিকা ডেস্ক
কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার ঘটনায় অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গতকাল বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার জানিয়েছে, ক্রিস্টিন ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লে গানের সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।
তাদের আচরণ দেখে কোল্ডপ্লে’র ভোকালিস্ট ক্রিস মার্টিন তখনই বলেন, ‘হয় ওদের মধ্যে পরকীয় করছে, নয়তো ওরা খুবই লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।
এ ঘটনার পর অ্যান্ডিকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেয় অ্যাস্ট্রোনোমার। জানায়, অ্যান্ডি ও ক্রিস্টিনের সম্পর্কের বিষয়ে তদন্ত করবে তারা। অবশ্য ঘটনার একদিনের মধ্যে পদত্যাগ করেন অ্যান্ডি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে অ্যান্ডি তার স্ত্রী ও অ্যাস্ট্রোনোমারের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে, পরে অ্যস্ট্রোনোমার লিংকড ইনে এক পোস্টে জানায় ওই পোস্টটি মূলত ভুয়া পোস্ট। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।
কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার ঘটনায় অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গতকাল বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার জানিয়েছে, ক্রিস্টিন ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লে গানের সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।
তাদের আচরণ দেখে কোল্ডপ্লে’র ভোকালিস্ট ক্রিস মার্টিন তখনই বলেন, ‘হয় ওদের মধ্যে পরকীয় করছে, নয়তো ওরা খুবই লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।
এ ঘটনার পর অ্যান্ডিকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেয় অ্যাস্ট্রোনোমার। জানায়, অ্যান্ডি ও ক্রিস্টিনের সম্পর্কের বিষয়ে তদন্ত করবে তারা। অবশ্য ঘটনার একদিনের মধ্যে পদত্যাগ করেন অ্যান্ডি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে অ্যান্ডি তার স্ত্রী ও অ্যাস্ট্রোনোমারের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে, পরে অ্যস্ট্রোনোমার লিংকড ইনে এক পোস্টে জানায় ওই পোস্টটি মূলত ভুয়া পোস্ট। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৪ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
১ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
৪ ঘণ্টা আগেদোহায় ইসরায়েলি হামলায় কোনো ক্ষতি হয়নি হামাস নেতাদের। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সুহাইল আল-হিন্দি আল জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৪ ঘণ্টা আগে