অনলাইন ডেস্ক
কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার ঘটনায় অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গতকাল বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার জানিয়েছে, ক্রিস্টিন ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লে গানের সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।
তাদের আচরণ দেখে কোল্ডপ্লে’র ভোকালিস্ট ক্রিস মার্টিন তখনই বলেন, ‘হয় ওদের মধ্যে পরকীয় করছে, নয়তো ওরা খুবই লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।
এ ঘটনার পর অ্যান্ডিকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেয় অ্যাস্ট্রোনোমার। জানায়, অ্যান্ডি ও ক্রিস্টিনের সম্পর্কের বিষয়ে তদন্ত করবে তারা। অবশ্য ঘটনার একদিনের মধ্যে পদত্যাগ করেন অ্যান্ডি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে অ্যান্ডি তার স্ত্রী ও অ্যাস্ট্রোনোমারের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে, পরে অ্যস্ট্রোনোমার লিংকড ইনে এক পোস্টে জানায় ওই পোস্টটি মূলত ভুয়া পোস্ট। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।
কোল্ডপ্লে কনসার্টের কিস ক্যামে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার ঘটনায় অ্যাস্ট্রোনোমারের নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরনের পর এবার পদত্যাগ করলেন মানবসম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট। গতকাল বৃহস্পতিবার, বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনোমার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রোনোমার জানিয়েছে, ক্রিস্টিন ক্যাবট স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে গত সপ্তাহে পদত্যাগ করেন সিইও অ্যান্ডি বাইরন।
গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় জনপ্রিয় রকব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। সেখানে ‘কিস ক্যাম’-এর পর্দায় ধরা পড়েন অ্যান্ডি ও ক্রিস্টিন। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ওই ফুটেজে দেখা যায়, ক্রিস্টিনকে পেছন থেকে আলিঙ্গন করে আছেন অ্যান্ডি। কোল্ডপ্লে গানের সুরে দুলছেন দুজনে। তবে, যখনই তারা দেখতে পান বিগ স্ক্রিনে নিজেদের দেখা যাচ্ছে তখনই হকচকিত হয়ে পড়েন। দুহাতে মুখ ঢেকে পেছন ফিরে আড়ালে চলে যান ক্রিস্টিন। আর অ্যান্ডি সঙ্গে সঙ্গে নিচে লুকিয়ে পড়েন।
তাদের আচরণ দেখে কোল্ডপ্লে’র ভোকালিস্ট ক্রিস মার্টিন তখনই বলেন, ‘হয় ওদের মধ্যে পরকীয় করছে, নয়তো ওরা খুবই লাজুক।’ পরে ক্রিসের সন্দেহই সত্য প্রমাণিত হয়। বেরিয়ে আসে তারা পরকীয়াই করছেন।
এ ঘটনার পর অ্যান্ডিকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেয় অ্যাস্ট্রোনোমার। জানায়, অ্যান্ডি ও ক্রিস্টিনের সম্পর্কের বিষয়ে তদন্ত করবে তারা। অবশ্য ঘটনার একদিনের মধ্যে পদত্যাগ করেন অ্যান্ডি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে অ্যান্ডি তার স্ত্রী ও অ্যাস্ট্রোনোমারের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান। তবে, পরে অ্যস্ট্রোনোমার লিংকড ইনে এক পোস্টে জানায় ওই পোস্টটি মূলত ভুয়া পোস্ট। ঘটনা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অ্যান্ডি বা ক্রিস্টিন।
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
১০ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
১১ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
১১ ঘণ্টা আগে