অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে হত্যাকাণ্ডের সংবাদ প্রচারের সময় গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) অরেঞ্জ কাউন্টিতে এই ঘটনা ঘটে। নিহত ওই সাংবাদিক ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ নামের একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। ঘটনাস্থলে ৯ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির মা এবং অপর এক সাংবাদিক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। গ্রেপ্তার ১৯ বছর বয়সী কেইথ মোজেস এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এর আগে তিনি ২০ বছরের এক নারীকে হত্যা করেন।
স্থানীয় সময় বুধবার সকালে ওই নারী নিহত হন। এ ঘটনা সম্প্রচার করতে ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ টেলিভিশনের দুই সাংবাদিক ঘটনাস্থলের কাছে যান। ধারণা করা হচ্ছে, ওই নারীর সন্দেহভাজন হত্যাকারীই ফেরার পথে দুই সাংবাদিককে গুলি করে। এর পর পার্শ্ববর্তী বাড়ির এক নারী ও শিশুকে গুলি করে বলে জানায় পুলিশ। তবে এটি পরিকল্পিত নাকি আকস্মিক হামলা, তা জানা যায়নি।
পরে সন্দেহভাজন হামলাকারী ১৯ বছর বয়সী কেইথ মোজেসকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় বুধবার রাতে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে এক টুইটে বলেন, ‘আজ ফ্লোরিডায় নিহত সাংবাদিকদের পরিবার, নিউজ টিম ও আহতের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই।’
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে হত্যাকাণ্ডের সংবাদ প্রচারের সময় গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) অরেঞ্জ কাউন্টিতে এই ঘটনা ঘটে। নিহত ওই সাংবাদিক ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ নামের একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। ঘটনাস্থলে ৯ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির মা এবং অপর এক সাংবাদিক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। গ্রেপ্তার ১৯ বছর বয়সী কেইথ মোজেস এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এর আগে তিনি ২০ বছরের এক নারীকে হত্যা করেন।
স্থানীয় সময় বুধবার সকালে ওই নারী নিহত হন। এ ঘটনা সম্প্রচার করতে ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ টেলিভিশনের দুই সাংবাদিক ঘটনাস্থলের কাছে যান। ধারণা করা হচ্ছে, ওই নারীর সন্দেহভাজন হত্যাকারীই ফেরার পথে দুই সাংবাদিককে গুলি করে। এর পর পার্শ্ববর্তী বাড়ির এক নারী ও শিশুকে গুলি করে বলে জানায় পুলিশ। তবে এটি পরিকল্পিত নাকি আকস্মিক হামলা, তা জানা যায়নি।
পরে সন্দেহভাজন হামলাকারী ১৯ বছর বয়সী কেইথ মোজেসকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় বুধবার রাতে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে এক টুইটে বলেন, ‘আজ ফ্লোরিডায় নিহত সাংবাদিকদের পরিবার, নিউজ টিম ও আহতের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে