Ajker Patrika

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের সংবাদ সম্প্রচারের সময় গুলিতে সাংবাদিক নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৩৭
Thumbnail image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে হত্যাকাণ্ডের সংবাদ প্রচারের সময় গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) অরেঞ্জ কাউন্টিতে এই ঘটনা ঘটে। নিহত ওই সাংবাদিক ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ নামের একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। ঘটনাস্থলে ৯ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির মা এবং অপর এক সাংবাদিক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। গ্রেপ্তার ১৯ বছর বয়সী কেইথ মোজেস এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এর আগে তিনি ২০ বছরের এক নারীকে হত্যা করেন।

স্থানীয় সময় বুধবার সকালে ওই নারী নিহত হন। এ ঘটনা সম্প্রচার করতে ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ টেলিভিশনের দুই সাংবাদিক ঘটনাস্থলের কাছে যান। ধারণা করা হচ্ছে, ওই নারীর সন্দেহভাজন হত্যাকারীই ফেরার পথে দুই সাংবাদিককে গুলি করে। এর পর পার্শ্ববর্তী বাড়ির এক নারী ও শিশুকে গুলি করে বলে জানায় পুলিশ। তবে এটি পরিকল্পিত নাকি আকস্মিক হামলা, তা জানা যায়নি।

পরে সন্দেহভাজন হামলাকারী ১৯ বছর বয়সী কেইথ মোজেসকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার রাতে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে এক টুইটে বলেন, ‘আজ ফ্লোরিডায় নিহত সাংবাদিকদের পরিবার, নিউজ টিম ও আহতের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত