আজকের পত্রিকা ডেস্ক
ডেটিং অ্যাপে ব্যর্থ হয়ে এবার নতুন পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ৪২ বছর বয়সী লিসা ক্যাটালানো। পছন্দের মানুষ খুঁজে না পেয়ে তিনি তৈরি করেছেন নিজের ওয়েবসাইট ‘ম্যারিলিসা ডট কম’। এই ওয়েবসাইটে পুরুষেরা তাঁকে বিয়ে করার জন্য সরাসরি আবেদন করতে পারবেন।
শুধু তা-ই নয়, নিজের ওয়েবসাইটের প্রচারে শহরের ব্যস্ত সড়কজুড়ে বিলবোর্ড ঝুলিয়েছেন লিসা, এমনকি ট্যাক্সির গায়ে লাগিয়েছেন ওয়েবসাইটের ঠিকানাসহ স্টিকার। এ বিষয়ে তাঁর ভাষ্য হলো, ‘যে মানুষটি আমার সঙ্গে মানিয়ে যাবে, সে যেন আমাকে খুঁজে পায়।’
লিসা জানান, বিষয়টি শুরু হয়েছিল নিছক মজা হিসেবে। ডেটিং অ্যাপে হতাশা জমতে থাকায় একদিন তিনি কৌতুক করে ওয়েবসাইট বানাতে শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সেটি হয়ে ওঠে বাস্তব একটি প্রকল্প। তাঁর পরিবার ও বন্ধুরা প্রথমে বিষয়টিকে পাগলামি ভেবেছিল, তবে পরে ধীরে ধীরে সমর্থন করতে শুরু করে।
রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য পিপল জানিয়েছে, ওয়েবসাইটের প্রচারের জন্য বিলবোর্ড বেছে নেন লিসা। তাঁর ভাষায়, ‘ওয়েবসাইট বানিয়ে রাখলে লাভ কী, যদি কেউ না দেখে?’ তাই তিনি হাইওয়ে ১০১ বরাবর সান্তা ক্লারা থেকে সাউথ সান ফ্রান্সিসকো পর্যন্ত বেশ কিছু ডিজিটাল বিলবোর্ডে নিজের ছবি ও ওয়েবসাইটের ঠিকানা তুলে ধরেছেন। কালো পটভূমিতে হলুদ অক্ষরে লেখা ‘ম্যারিলিসা ডট কম’ দৃষ্টি কাড়ার মতোই সরল এক ডিজাইন।
ওয়েবসাইটে আবেদন করতে হলে পুরুষদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, জীবনধারা, শখ, এমনকি রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কেও তথ্য দিতে হবে। লিসা জানিয়েছেন, তিনি এমন কাউকে চান, যিনি একনিষ্ঠ, সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবার গঠনে আগ্রহী। বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো। তবে এখন পর্যন্ত তাঁর কাছে ১৯ থেকে ৭৮ বছর বয়সী প্রায় ১ হাজার ৮০০ আবেদন এসেছে।
তাঁর এই উদ্যোগ ঘিরে সামাজিক প্রতিক্রিয়াও মিশ্র। কেউ একে ‘সাহসী ও অনুপ্রেরণাদায়ী’ বলছেন, কেউ আবার ‘অতিরিক্ত স্টান্টবাজি’ আখ্যা দিয়ে সমালোচনা করছেন। তবে লিসা তা ব্যক্তিগত শক্তির প্রকাশ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘অনেক ঘৃণা পাচ্ছি, কিন্তু সেই সঙ্গে অনেক ভালোবাসাও পাচ্ছি।’
লিসার জীবনেও আছে এক বেদনার অধ্যায়। একবার তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল, কিন্তু ২০২৩ সালে তাঁর হবু স্বামী এক মরণব্যাধিতে মারা যান। এরপরই আবার নতুনভাবে স্বামীর সন্ধান শুরু করেন তিনি।
সবকিছু মিলিয়ে, বিলবোর্ডে ঝুলে থাকা বার্তাটি এখন যেন তাঁর জীবনের প্রতীক হয়ে উঠেছে। এতে লেখা আছে, ‘আমার জন্য যিনি উপযুক্ত, তিনিও হয়তো কোথাও আমাকে খুঁজছেন; হয়তো তাঁর আবেদন এরই মধ্যে আমার ইনবক্সে এসে পৌঁছেছে।’
ডেটিং অ্যাপে ব্যর্থ হয়ে এবার নতুন পথে হাঁটলেন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ৪২ বছর বয়সী লিসা ক্যাটালানো। পছন্দের মানুষ খুঁজে না পেয়ে তিনি তৈরি করেছেন নিজের ওয়েবসাইট ‘ম্যারিলিসা ডট কম’। এই ওয়েবসাইটে পুরুষেরা তাঁকে বিয়ে করার জন্য সরাসরি আবেদন করতে পারবেন।
শুধু তা-ই নয়, নিজের ওয়েবসাইটের প্রচারে শহরের ব্যস্ত সড়কজুড়ে বিলবোর্ড ঝুলিয়েছেন লিসা, এমনকি ট্যাক্সির গায়ে লাগিয়েছেন ওয়েবসাইটের ঠিকানাসহ স্টিকার। এ বিষয়ে তাঁর ভাষ্য হলো, ‘যে মানুষটি আমার সঙ্গে মানিয়ে যাবে, সে যেন আমাকে খুঁজে পায়।’
লিসা জানান, বিষয়টি শুরু হয়েছিল নিছক মজা হিসেবে। ডেটিং অ্যাপে হতাশা জমতে থাকায় একদিন তিনি কৌতুক করে ওয়েবসাইট বানাতে শুরু করেন। কিন্তু সময়ের সঙ্গে সেটি হয়ে ওঠে বাস্তব একটি প্রকল্প। তাঁর পরিবার ও বন্ধুরা প্রথমে বিষয়টিকে পাগলামি ভেবেছিল, তবে পরে ধীরে ধীরে সমর্থন করতে শুরু করে।
রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য পিপল জানিয়েছে, ওয়েবসাইটের প্রচারের জন্য বিলবোর্ড বেছে নেন লিসা। তাঁর ভাষায়, ‘ওয়েবসাইট বানিয়ে রাখলে লাভ কী, যদি কেউ না দেখে?’ তাই তিনি হাইওয়ে ১০১ বরাবর সান্তা ক্লারা থেকে সাউথ সান ফ্রান্সিসকো পর্যন্ত বেশ কিছু ডিজিটাল বিলবোর্ডে নিজের ছবি ও ওয়েবসাইটের ঠিকানা তুলে ধরেছেন। কালো পটভূমিতে হলুদ অক্ষরে লেখা ‘ম্যারিলিসা ডট কম’ দৃষ্টি কাড়ার মতোই সরল এক ডিজাইন।
ওয়েবসাইটে আবেদন করতে হলে পুরুষদের শিক্ষাগত যোগ্যতা, পেশা, জীবনধারা, শখ, এমনকি রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি সম্পর্কেও তথ্য দিতে হবে। লিসা জানিয়েছেন, তিনি এমন কাউকে চান, যিনি একনিষ্ঠ, সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবার গঠনে আগ্রহী। বয়স ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো। তবে এখন পর্যন্ত তাঁর কাছে ১৯ থেকে ৭৮ বছর বয়সী প্রায় ১ হাজার ৮০০ আবেদন এসেছে।
তাঁর এই উদ্যোগ ঘিরে সামাজিক প্রতিক্রিয়াও মিশ্র। কেউ একে ‘সাহসী ও অনুপ্রেরণাদায়ী’ বলছেন, কেউ আবার ‘অতিরিক্ত স্টান্টবাজি’ আখ্যা দিয়ে সমালোচনা করছেন। তবে লিসা তা ব্যক্তিগত শক্তির প্রকাশ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘অনেক ঘৃণা পাচ্ছি, কিন্তু সেই সঙ্গে অনেক ভালোবাসাও পাচ্ছি।’
লিসার জীবনেও আছে এক বেদনার অধ্যায়। একবার তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল, কিন্তু ২০২৩ সালে তাঁর হবু স্বামী এক মরণব্যাধিতে মারা যান। এরপরই আবার নতুনভাবে স্বামীর সন্ধান শুরু করেন তিনি।
সবকিছু মিলিয়ে, বিলবোর্ডে ঝুলে থাকা বার্তাটি এখন যেন তাঁর জীবনের প্রতীক হয়ে উঠেছে। এতে লেখা আছে, ‘আমার জন্য যিনি উপযুক্ত, তিনিও হয়তো কোথাও আমাকে খুঁজছেন; হয়তো তাঁর আবেদন এরই মধ্যে আমার ইনবক্সে এসে পৌঁছেছে।’
গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
২ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হামাস রেডক্রসের হাতে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ফলে মোট মৃত জিম্মির সংখ্যা দাঁড়াল ৮-এ। এদিকে গাজায় ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে তুরস্ক ৯০০ টন মানবিক সাহায্যের একটি জাহাজ পাঠিয়েছে।
৪ ঘণ্টা আগে