মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি সরকারি কার্যক্রমে ব্যয় কমাতে ও সরকারি দপ্তরগুলোকে দক্ষ করে তুলতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) বা সরকারি কর্মদক্ষতা বিভাগ চালু করবেন। নির্বাচনে জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও রিপাবলিকান রাজনীতিবিদ বিবেক রামাস্বামীকে তিনি সেই দপ্তর পরিচালনার জন্য মনোনীত করেন।
সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী ডিওজিই থেকে পদত্যাগ করেছেন। অনেকের অনুমান, ইলন মাস্কই রামাস্বামীর পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ডিওজিইর দায়িত্ব নেওয়ার পর মাস্কের প্রথম পদক্ষেপই ছিল রামাস্বামীকে সরিয়ে দেওয়া। এই বিষয়টি ভারতীয়র মধ্যে নানা গুঞ্জন তৈরি করেছে। এমনকি খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অন্দরেও নানা জল্পনার জন্ম দিয়েছে।
বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোকে বলেছেন, প্রযুক্তি টাইকুন ইলন মাস্ক কিছুদিন আগেই রামাস্বামীকে ডিওজিই থেকে সরানোর ইচ্ছা প্রকাশ করেন বলে তিনজন ব্যক্তি জানিয়েছেন। অভিবাসীদের দেওয়া ভিসা এইচ-১বি নিয়ে রামাস্বামীর বিতর্কিত এক পোস্ট মাস্কের জন্য পদক্ষেপটি আরও সহজ করে দেয়।
গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাত্র ৬৯ দিনের মাথায় রামাস্বামী এই ঘোষণা দেন। আগামী সপ্তাহে তিনি ওহাইওর গভর্নর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন। রামাস্বামীকে বাদ দেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনে মাস্কের বাড়তি প্রভাবের একটি বড় ইঙ্গিত। এই বিষয়টিতে ট্রাম্পের প্রথম মেয়াদের মতোই তাঁর প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আরেকটি উদাহরণ।
রিপাবলিকান কৌশলবিদ ও নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘তিনি (রামাস্বামী একের পর এক সংযোগ ধ্বংস করেছেন এবং শেষ পর্যন্ত ইলনকেও ক্ষুব্ধ করেছেন। সবাই চায়, তিনি মার-এ-লাগো এবং ওয়াশিংটন ডিসি থেকে সরে যান।’
রিপাবলিকান পার্টিতে রামাস্বামীকে নিয়ে অস্বস্তির মূল কারণ এইচ-১বি ভিসা নিয়ে তাঁর বিতর্কিত পোস্ট। গত ডিসেম্বরের শেষে রামাস্বামী মার্কিন সংস্কৃতির সমালোচনা করে বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে এমন এক ধরনের মানসিকতা লালন করে যেখানে প্রকৃত মেধাবীদের তুলনায় সাধারণকেই প্রাধান্য দেওয়া হয়।
ওই তিন সূত্রের একজন বলেছেন, ‘তারা (রিপাবলিকানরা রামাস্বামীর) টুইটের অনেক আগেই তাঁকে বের করে দিতে চেয়েছিল। কিন্তু এই টুইট প্রকাশিত হওয়ার তাঁকে সরানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়।’ ডিওজিই—এর ঘনিষ্ঠ একজন বলেছেন, মাস্ক মনে করেন, রামাস্বামীর পক্ষে ডিওজিইতে কাজ করা এবং গভর্নরের প্রচারণা চালানো একসঙ্গে সম্ভব নয়।
এক বিবৃতিতে ট্রাম্পের ট্রানজিশন মুখপাত্র আনা কেলি রামাস্বামীর প্রশংসা করে বলেন, রামাস্বামী ডিওজিই গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু গভর্নর প্রার্থী হওয়ার পরিকল্পনার কারণে তাঁকে এই বিভাগ থেকে বাইরে থাকতে হবে।
গত শনিবার সন্ধ্যা পর্যন্তও রামাস্বামী তাঁর ঘনিষ্ঠদের বলেন যে, তিনি ডিওজিইতে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়ে অবগত এক ব্যক্তি বলেছেন, ডিসেম্বরের শুরু থেকে রামাস্বামী ডিওজিই সংশ্লিষ্ট কোনো কাজ করেননি। তবে এই পরিস্থিতিতেও গত সপ্তাহ পর্যন্ত রামাস্বামী কিছু সাফল্য অর্জনের চেষ্টা করছিলেন, যাতে তিনি সুনাম বজায় রেখে গভর্নর প্রার্থিতা ঘোষণা করতে পারেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময়ই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি সরকারি কার্যক্রমে ব্যয় কমাতে ও সরকারি দপ্তরগুলোকে দক্ষ করে তুলতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই) বা সরকারি কর্মদক্ষতা বিভাগ চালু করবেন। নির্বাচনে জয়ের পর বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও রিপাবলিকান রাজনীতিবিদ বিবেক রামাস্বামীকে তিনি সেই দপ্তর পরিচালনার জন্য মনোনীত করেন।
সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামী ডিওজিই থেকে পদত্যাগ করেছেন। অনেকের অনুমান, ইলন মাস্কই রামাস্বামীর পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত করেছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ডিওজিইর দায়িত্ব নেওয়ার পর মাস্কের প্রথম পদক্ষেপই ছিল রামাস্বামীকে সরিয়ে দেওয়া। এই বিষয়টি ভারতীয়র মধ্যে নানা গুঞ্জন তৈরি করেছে। এমনকি খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অন্দরেও নানা জল্পনার জন্ম দিয়েছে।
বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোকে বলেছেন, প্রযুক্তি টাইকুন ইলন মাস্ক কিছুদিন আগেই রামাস্বামীকে ডিওজিই থেকে সরানোর ইচ্ছা প্রকাশ করেন বলে তিনজন ব্যক্তি জানিয়েছেন। অভিবাসীদের দেওয়া ভিসা এইচ-১বি নিয়ে রামাস্বামীর বিতর্কিত এক পোস্ট মাস্কের জন্য পদক্ষেপটি আরও সহজ করে দেয়।
গত নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাত্র ৬৯ দিনের মাথায় রামাস্বামী এই ঘোষণা দেন। আগামী সপ্তাহে তিনি ওহাইওর গভর্নর পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন। রামাস্বামীকে বাদ দেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনে মাস্কের বাড়তি প্রভাবের একটি বড় ইঙ্গিত। এই বিষয়টিতে ট্রাম্পের প্রথম মেয়াদের মতোই তাঁর প্রশাসনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের আরেকটি উদাহরণ।
রিপাবলিকান কৌশলবিদ ও নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘তিনি (রামাস্বামী একের পর এক সংযোগ ধ্বংস করেছেন এবং শেষ পর্যন্ত ইলনকেও ক্ষুব্ধ করেছেন। সবাই চায়, তিনি মার-এ-লাগো এবং ওয়াশিংটন ডিসি থেকে সরে যান।’
রিপাবলিকান পার্টিতে রামাস্বামীকে নিয়ে অস্বস্তির মূল কারণ এইচ-১বি ভিসা নিয়ে তাঁর বিতর্কিত পোস্ট। গত ডিসেম্বরের শেষে রামাস্বামী মার্কিন সংস্কৃতির সমালোচনা করে বলেন, প্রযুক্তি কোম্পানিগুলো বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে এমন এক ধরনের মানসিকতা লালন করে যেখানে প্রকৃত মেধাবীদের তুলনায় সাধারণকেই প্রাধান্য দেওয়া হয়।
ওই তিন সূত্রের একজন বলেছেন, ‘তারা (রিপাবলিকানরা রামাস্বামীর) টুইটের অনেক আগেই তাঁকে বের করে দিতে চেয়েছিল। কিন্তু এই টুইট প্রকাশিত হওয়ার তাঁকে সরানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়।’ ডিওজিই—এর ঘনিষ্ঠ একজন বলেছেন, মাস্ক মনে করেন, রামাস্বামীর পক্ষে ডিওজিইতে কাজ করা এবং গভর্নরের প্রচারণা চালানো একসঙ্গে সম্ভব নয়।
এক বিবৃতিতে ট্রাম্পের ট্রানজিশন মুখপাত্র আনা কেলি রামাস্বামীর প্রশংসা করে বলেন, রামাস্বামী ডিওজিই গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু গভর্নর প্রার্থী হওয়ার পরিকল্পনার কারণে তাঁকে এই বিভাগ থেকে বাইরে থাকতে হবে।
গত শনিবার সন্ধ্যা পর্যন্তও রামাস্বামী তাঁর ঘনিষ্ঠদের বলেন যে, তিনি ডিওজিইতে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং নির্বাহী আদেশ দিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়ে অবগত এক ব্যক্তি বলেছেন, ডিসেম্বরের শুরু থেকে রামাস্বামী ডিওজিই সংশ্লিষ্ট কোনো কাজ করেননি। তবে এই পরিস্থিতিতেও গত সপ্তাহ পর্যন্ত রামাস্বামী কিছু সাফল্য অর্জনের চেষ্টা করছিলেন, যাতে তিনি সুনাম বজায় রেখে গভর্নর প্রার্থিতা ঘোষণা করতে পারেন।
ভারতে অপ্রাপ্তবয়স্কদের (কিশোর-কিশোরী) মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই আইন পরিবর্তনের দাবিতে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা পড়েছে। প্রখ্যাত আইনজীবী ইন্দিরা জয়সিং-এর করা এই পিটিশনটি দেশজুড়ে ‘টিন সেক্স’ বা কিশোর-কিশোরীদের যৌন সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করা নিয়ে
৪ মিনিট আগেশান্তা পালের বাড়ি বাংলাদেশের বরিশালে। তিনি বৈধ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তাঁর মা-বাবার সঙ্গে কলকাতায় থাকতেন। তবে অবৈধ উপায়ে তিনি ভারতীয় পরিচয়পত্র পাওয়ার চেষ্টা করছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সম্ভবত বিদেশে যাওয়ার জন্য বিকল্প উপায় খুঁজছিলেন।
১ ঘণ্টা আগেভারতের অনলাইন প্রতারকেরা এখন পুরো আর্থিক খাতকে নিশানা করছে। ব্যাংক থেকে বিমা, স্বাস্থ্যসেবা থেকে খুচরা বাণিজ্য—কোনো কিছুই বাদ যাচ্ছে না। কয়েক স্তরে প্রতারণার জটিল কাঠামো তৈরি করে নজরদারি এড়াচ্ছে তারা।
২ ঘণ্টা আগেরিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনিল আম্বানিকে ১৭ হাজার কোটি রুপি ঋণ জালিয়াতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে, ৫ আগস্ট রাজধানী দিল্লিতে ইডির সদর দপ্তরে অনিল আম্বানিকে হাজির হতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে