Ajker Patrika

কেনেডি সহোদর ও মার্টিন লুথার কিং হত্যার নথি প্রকাশের আদেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথি প্রকাশ্যে আসতে চলেছে। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথি প্রকাশ্যে আসতে চলেছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার নথিপত্র জনসম্মুখে আনতে চান তিনি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প বলেন, ‘দীর্ঘদিন ধরে, দশকের পর দশক, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে অসংখ্য মানুষ। সবই প্রকাশিত হবে।’

নির্বাহী আদেশে ট্রাম্প জাতীয় গোয়েন্দা পরিচালক ও অ্যাটর্নি জেনারেলকে আগামী ১৫ দিনের মধ্যে এই তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশের পরিকল্পনা সাজাতে বলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই তিন নেতার হত্যাকাণ্ডের তথ্য প্রকাশের জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন পরিবারের সদস্যসহ যুক্তরাষ্ট্রের মানুষজন। এই তিন হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তথ্য এখন পর্যন্ত জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি। যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তার অধিকাংশই সংশোধিত হয়েছে বারবার।

১৯৯২ সালে মার্কিন কংগ্রেসে পাস হওয়া এক আইনে এর আগের ২৫ বছরের তদন্ত-সম্পর্কিত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে এবং পরে প্রেসিডেন্ট জো বাইডেন জন এফ কেনেডি সম্পর্কিত অনেক নথি প্রকাশ করেছিলেন। তবে কয়েক হাজার নথি এখনো আংশিক বা পুরোপুরি গোপন রাখা হয়েছে।

ট্রাম্প প্রথম মেয়াদে সব নথি প্রকাশ করতে চাইলেও সিআইএ ও এফবিআই কর্মকর্তাদের অনুরোধে তা করেননি। তবে এবারের নির্বাহী আদেশে তিনি বলেছেন, ‘গোপনীয়তার এই ধারাবাহিকতা জনগণের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’

প্রেসিডেন্ট জন এফ কেনেডি ১৯৬৩ সালে ডালাসে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনার ৫ বছর পর মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে নামা তাঁর ভাই রবার্ট এফ কেনেডিকেও একই ভাগ্য বরণ করতে হয়। ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্তহত্যার শিকার হন তিনি। তাঁর মৃত্যুর ঠিক দুই মাস আগে টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে হত্যাকাণ্ডের শিকার হন বর্ণবাদবিরোধী ও কৃষ্ণাঙ্গদের সম-অধিকার আদায় আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত