Ajker Patrika

ইউক্রেনে গুচ্ছবোমা পাঠিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে অপমানিত করেছে: মাস্ক 

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৭: ৪২
ইউক্রেনে গুচ্ছবোমা পাঠিয়ে যুক্তরাষ্ট্র নিজেকে অপমানিত করেছে: মাস্ক 

বিশ্বের অধিকাংশ দেশেই নিষিদ্ধঘোষিত ক্লাস্টার বোমা ইউক্রেনকে দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকেই অপমানিত করেছে। এই বোমা চলমান ইউক্রেন সংকট সমাধানে তেমন কোনো ভূমিকাই রাখবে না। এমনটাই দাবি করেছেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

গতকাল শনিবার ইলন মাস্ক টুইটারে লেখেন, ‘ইউক্রেনে পাঠানোর মতো স্বাভাবিক গোলাবারুদ ফুরিয়ে গেছে। তাই এখন আমরা সেখানে গুচ্ছবোমার মতো অস্ত্র পাঠাচ্ছি। কিন্তু এর অর্থ হলো, সেখানে (ইউক্রেনে) পরিস্থিতির কোনো পরিবর্তন না আনতে পেরে নিজেদের (যুক্তরাষ্ট্রকে) অপমানিত করা।’

এ সময় মাস্ক ইউক্রেনে বাইডেন প্রশাসনের গুচ্ছবোমা পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতাকারী আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান। মাস্ক লেখেন, ‘যুক্তরাষ্ট্রকে অপমানিত হওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করায় আপনাদের ধন্যবাদ।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভসের ৯৮ জন রিপাবলিকান সদস্য এবং ৪৯ জন ডেমোক্র্যাট সদস্য ইউক্রেনে গুচ্ছবোমা পাঠানোর সিদ্ধান্তের বিরোধিতা করেন। 

চলতি মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে গুচ্ছবোমা পাঠানোর বিষয়টির অনুমোদন দেন। জার্মানি, যুক্তরাজ্য, কানাডাসহ যুক্তরাষ্ট্রের একাধিক মিত্রদেশ বিষয়টির বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্র সেই চাপ উপেক্ষা করে ইউক্রেনে এরই মধ্যে গুচ্ছবোমা পাঠিয়ে দিয়েছে। বাইডেন তাঁর সিদ্ধান্তের সপক্ষে যুক্তি টেনে বলেছেন, যেহেতু ইউক্রেন গোলাবারুদ সংকটে রয়েছে, তাই অস্থায়ী সমাধান হিসেবে গুচ্ছবোমা পাঠানোর বিষয়টি মন্দ নয়। 

বিশ্বের শতাধিক দেশে গুচ্ছবোমা নিষিদ্ধ রয়েছে। কারণ, যখন বোমাটি বিস্ফোরিত হয়, তখন অসংখ্য ছোট ছোট বোমা চারদিকে ছড়িয়ে পড়ে। পড়েই যে সব বোমা বিস্ফোরিত হয় তা নয়, বরং অনেক বোমাই অবিস্ফোরিত রয়ে যায়, যা পরে সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি তৈরি করে। 

রুশ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সংঘাতের ফলাফলকে পরিবর্তন করবে না; বরং এটি প্রকৃতপক্ষে ইউক্রেনকে মাইন ক্ষেত্র করে তুলবে। এর ফলে নারী, শিশুসহ যেসব সাধারণ মানুষের মৃত্যু হবে, ওয়াশিংটন তার জন্য দায়ী থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত