যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। পাতাপসকো নদীতে ডুবে থাকা লাল পিকআপ ট্রাকের ভেতর থেকে গতকাল বুধবার তাদের মরদেহ পাওয়া যায় বলে বিবিসি জানিয়েছে।
বিবিসি বলছে, জাহাজটি সেতুতে ধাক্কা দেওয়ার সময় সেখানে আটজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। দুজন শ্রমিককে ঘটনার দিনই উদ্ধার করা হয়েছিল। বাকি আরও চারজনের জন্য উদ্ধার তৎপরতা চলছে। তবে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
সেতু ভেঙে নিখোঁজ ছয়জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ম্যারিল্যান্ড পুলিশ ট্রাকের ভেতর থেকে উদ্ধারকৃত দুজনকে আলেহান্দ্রো হারনান্দেজ ফুয়েন্টেস (৩৫) ও ডরলিয়ান রোনিয়াল ক্যাস্টিয়াল ক্যাব্রেরা (২৬) হিসেবে শনাক্ত করেছে। ফুয়েন্টেস মূলত মেক্সিকো থেকে এসেছিল এবং ক্যাব্রেরা এসেছিল গুয়াতেমালা থেকে।
পুলিশ বলছে, সেতু ভেঙে নদীতে কংক্রিট ও সেতুর ভাঙা অংশ পড়াতে ডুবুরিরা নিরাপদে উদ্ধার কার্যক্রম চালাতে পারছেন না। তাঁরা এখন উদ্ধারের জন্য সোনার স্ক্যান ব্যবহার করছেন। উদ্ধারকর্মীরা ধারণা করছেন, নিখোঁজ অন্যদের মৃতদেহ পানিতে সেতুর ভাঙা অংশের নিচে চাপা পড়ে আছে হয়তো।
নিখোঁজ বাকি চারজনের দুজন হলেন—এল সালভাদোরের বংশোদ্ভূত মিগেল লুনা ও হন্ডুরাসের নাগরিক মেনর সুয়াজো স্যান্ডোভাল। বাল্টিমোর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ফলে বেশ কয়েকটি গাড়ি ও অন্তত ৮ জন নির্মাণশ্রমিক নিচের প্যাটাপসকো নদীতে নিখোঁজ হয়েছিলেন।
গত মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটারের জাহাজটি দীর্ঘ ফ্রান্সিস স্কট কি নামের সেতুতে ধাক্কা দেয়। পণ্যবাহী জাহাজ ডালি বাল্টিমোরের স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পোর্ট ব্রিজ বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুসারে, এটি ফ্রান্সিস স্কট কি ব্রিজের দিকে যাচ্ছিল, তবে ৪৫ মিনিট পরে সেতুর ঠিক নিচে গিয়ে জাহাজটি স্থির হয়ে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের বরাত দিয়ে বলা হয়েছে, এই সংঘর্ষ কোনো ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম নয়, পুরোপুরি দুর্ঘটনা। এবং পাওয়ার ফেইলিওরের কারণে জাহাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় তা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে ডুবুরিরা। পাতাপসকো নদীতে ডুবে থাকা লাল পিকআপ ট্রাকের ভেতর থেকে গতকাল বুধবার তাদের মরদেহ পাওয়া যায় বলে বিবিসি জানিয়েছে।
বিবিসি বলছে, জাহাজটি সেতুতে ধাক্কা দেওয়ার সময় সেখানে আটজন নির্মাণশ্রমিক কাজ করছিলেন। দুজন শ্রমিককে ঘটনার দিনই উদ্ধার করা হয়েছিল। বাকি আরও চারজনের জন্য উদ্ধার তৎপরতা চলছে। তবে তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
সেতু ভেঙে নিখোঁজ ছয়জনের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেছে। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ম্যারিল্যান্ড পুলিশ ট্রাকের ভেতর থেকে উদ্ধারকৃত দুজনকে আলেহান্দ্রো হারনান্দেজ ফুয়েন্টেস (৩৫) ও ডরলিয়ান রোনিয়াল ক্যাস্টিয়াল ক্যাব্রেরা (২৬) হিসেবে শনাক্ত করেছে। ফুয়েন্টেস মূলত মেক্সিকো থেকে এসেছিল এবং ক্যাব্রেরা এসেছিল গুয়াতেমালা থেকে।
পুলিশ বলছে, সেতু ভেঙে নদীতে কংক্রিট ও সেতুর ভাঙা অংশ পড়াতে ডুবুরিরা নিরাপদে উদ্ধার কার্যক্রম চালাতে পারছেন না। তাঁরা এখন উদ্ধারের জন্য সোনার স্ক্যান ব্যবহার করছেন। উদ্ধারকর্মীরা ধারণা করছেন, নিখোঁজ অন্যদের মৃতদেহ পানিতে সেতুর ভাঙা অংশের নিচে চাপা পড়ে আছে হয়তো।
নিখোঁজ বাকি চারজনের দুজন হলেন—এল সালভাদোরের বংশোদ্ভূত মিগেল লুনা ও হন্ডুরাসের নাগরিক মেনর সুয়াজো স্যান্ডোভাল। বাল্টিমোর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ার ফলে বেশ কয়েকটি গাড়ি ও অন্তত ৮ জন নির্মাণশ্রমিক নিচের প্যাটাপসকো নদীতে নিখোঁজ হয়েছিলেন।
গত মঙ্গলবার ভোরে শ্রীলঙ্কায় যাওয়ার পথে সিঙ্গাপুরের মালিকানাধীন ৩০০ মিটারের জাহাজটি দীর্ঘ ফ্রান্সিস স্কট কি নামের সেতুতে ধাক্কা দেয়। পণ্যবাহী জাহাজ ডালি বাল্টিমোরের স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পোর্ট ব্রিজ বন্দর থেকে ছেড়ে আসে। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুসারে, এটি ফ্রান্সিস স্কট কি ব্রিজের দিকে যাচ্ছিল, তবে ৪৫ মিনিট পরে সেতুর ঠিক নিচে গিয়ে জাহাজটি স্থির হয়ে যায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ম্যারিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের বরাত দিয়ে বলা হয়েছে, এই সংঘর্ষ কোনো ইচ্ছাকৃত সন্ত্রাসী কার্যক্রম নয়, পুরোপুরি দুর্ঘটনা। এবং পাওয়ার ফেইলিওরের কারণে জাহাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় তা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা খায়।
ইয়েমেন উপকূলে নৌকা ডুবে অন্তত ৬৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে এবং আরও ৭৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, গতকাল রোববার বৈরী আবহাওয়ার...
১ ঘণ্টা আগেইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১২ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১২ ঘণ্টা আগে