Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে শক্তিশালী টর্নেডো, শতাধিক প্রাণহানির আশঙ্কা 

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে শক্তিশালী টর্নেডো, শতাধিক প্রাণহানির আশঙ্কা 

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোয় কমপক্ষে ১০০ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানকার কর্মকর্তারা স্থানীয় সময় শনিবার এ কথা জানিয়েছেন। খবর রয়টার্সের। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০ মাইল এলাকাজুড়ে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে পড়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের একটি মোমবাতির কারখানা ও একাধিক পুলিশ স্টেশন টর্নেডো ও অগ্নিকাণ্ডে বিধ্বস্ত হয়েছে। ইলিনয়ে আমাজনের গুদামঘর বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ছয় কর্মী। 

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোআবহাওয়াবিদরা বলছেন, শীতের মাসগুলোয় এ ধরনের শক্তিশালী টর্নেডো অস্বাভাবিক। 

কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেছেন, রাজ্যের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ টর্নেডোর ঘটনা। মেফিল্ডের মোমবাতির কারখানা থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই কারখানার ভেতরে ১১০ জন ছিল। ভেতরে যারা আছেন তাঁদের জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। 

টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতিসংবাদ সম্মেলনে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, ‘আমার জীবনে এমন বিপর্যয় কখনো দেখিনি। এই ব্যথা ভাষায় প্রকাশের মতো নয়। কেনটাকিতে সম্ভবত ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।’ 

উদ্ধারকাজে সহায়তার জন্য ন্যাশনাল গার্ডের ১৮৯ জন সদস্য মোতায়েন করার কথা জানিয়েছেন বেশিয়ার। বিশেষ করে মেফিল্ডের বেশির ভাগ এলাকাজুড়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এই শহরে ১০ হাজার মানুষের বসবাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত