Ajker Patrika

ডালাসের মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ৬ জন নিহতের আশঙ্কা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১০: ০৬
Thumbnail image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের মাঝ আকাশে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি ভারী বোমারু বিমানের সঙ্গে অপর একটি যুদ্ধবিমানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম ইনডিপেনডেন্ট ও বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দুপুর দেড়টার দিকে একটি বোয়িং বি-১৭ ফ্লাইং ফোর্টেস এবং একটি বেল পি-৬৩-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়ে বিধ্বস্ত হয়েছে। বিমানবাহিনীর মুখপাত্র লেয়া ব্লক মার্কিন গণমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, ‘ফ্লাইট ক্রুদের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা এখনো কিছু জানতে পারিনি। জরুরি বিষয়ে তথ্যদাতারা দুর্ঘটনায় কাজ করছেন।’

লেয়া ব্লক আরও জানিয়েছেন, একটি যুদ্ধবিমানে পাঁচজন, অপরটিতে একজন ক্রু ছিলেন বলে তিনি ধারণা করছেন। এবিসি নিউজের একজন প্রযোজক টুইটার পোস্টে বলেছেন, উড়োজাহাজ দুটিতে থাকা ছয়জনই সম্ভবত মারা গেছেন।

কমমোমোরেটিভ এয়ার ফোর্স উইংয়ের প্রেসিডেন্ট হ্যাংক কাটস বলেছেন, তিনি হতাহতের সংখ্যার ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি। তবে বি-১৭ যুদ্ধবিমান সাধারণত চার থেকে পাঁচ আসনের এবং পি-৬৩ একক আসনের যুদ্ধবিমান।

কমমোমোরেটিভ এয়ার ফোর্স একটি অলাভজনক প্রতিষ্ঠান। এদের ১৮০টিরও বেশি ঐতিহাসিক যুদ্ধবিমান রয়েছে। এই যুদ্ধবিমানগুলো যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের এয়ার শোতে প্রদর্শন করা হয়।

ভেটেরানস ডে উপলক্ষে ডালাসে তিন দিনের এয়ার শো অনুষ্ঠিত হচ্ছিল। অনুষ্ঠানটি শুরু হয়েছে গত শুক্রবার। এয়ার শো শুরুর এক দিন পর দুর্ঘটনাটি ঘটল। ডালাসের পুলিশ বিভাগ জানিয়েছে, ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও এফএএ।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এ দুর্ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে টুইটারে একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি, টেক্সাস ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং টেক্সাস ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন দুর্ঘটনাস্থলে কাজ করছে।

এদিকে ডালাসের মেয়র টুইটারে লিখেছেন, ভিডিওগুলো অত্যন্ত হৃদয়বিদারক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত