রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোরা মধ্য দিয়ে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন। এমনটাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জো বাইডেন ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন জো বাইডেন। বিষয়টির কড়া সমালোচনা করেছেন বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম মনোনয়নপ্রত্যাশী রবার্ট এফ কেনেডি।
গতকাল শুক্রবার কেনেডি এক টুইটে বলেন, ‘বাইডেন তাঁর পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি এ সময় বলেন, প্রেসিডেন্টের উচিত বিশ্বজুড়ে সামরিক শ্রেষ্ঠত্ব হাসিলের চেষ্টার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
ইউরোপে তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমি চাই জনগণ বুঝুক, কেন এই সেনা মোতায়েন। এটি মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা জন্যই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিয়েভের সঙ্গে মস্কোর যে দ্বন্দ্ব, সেখান থেকে সুবিধা নিয়ে মস্কোকে পরাজিত করার যে চিন্তা বাইডেন প্রশাসন করছে তা মূলত নিরর্থক ভূ-রাজনৈতিক কল্পনা।’
যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিনির্ধারকেরা ওয়াশিংটনে বসে ইউক্রেনের যুদ্ধকে নিয়ন্ত্রণ করার কারণেই এরই মধ্যে কয়েক হাজার ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার বদলে এখন মার্কিনিদের জীবন কেড়ে নেওয়ার পাঁয়তারা করছে।
এর আগে, গত বৃহস্পতিবার বাইডেন ইউরোপে আরও তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমতি দেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ চালু করে। সেই অপারেশনকে আরও শক্তিশালী করতেই এই অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হচ্ছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোরা মধ্য দিয়ে বাইডেন রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করছেন। এমনটাই অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি জো বাইডেন ইউরোপে যুক্তরাষ্ট্রের তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর আদেশ দিয়েছেন জো বাইডেন। বিষয়টির কড়া সমালোচনা করেছেন বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্যতম মনোনয়নপ্রত্যাশী রবার্ট এফ কেনেডি।
গতকাল শুক্রবার কেনেডি এক টুইটে বলেন, ‘বাইডেন তাঁর পথ হারিয়ে ফেলেছেন।’ তিনি এ সময় বলেন, প্রেসিডেন্টের উচিত বিশ্বজুড়ে সামরিক শ্রেষ্ঠত্ব হাসিলের চেষ্টার পরিবর্তে নিজ দেশের অভ্যন্তরীণ সমস্যার দিকে মনোযোগ দেওয়া।
ইউরোপে তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, ‘আমি চাই জনগণ বুঝুক, কেন এই সেনা মোতায়েন। এটি মূলত রাশিয়ার সঙ্গে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত করা জন্যই করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কিয়েভের সঙ্গে মস্কোর যে দ্বন্দ্ব, সেখান থেকে সুবিধা নিয়ে মস্কোকে পরাজিত করার যে চিন্তা বাইডেন প্রশাসন করছে তা মূলত নিরর্থক ভূ-রাজনৈতিক কল্পনা।’
যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিনির্ধারকেরা ওয়াশিংটনে বসে ইউক্রেনের যুদ্ধকে নিয়ন্ত্রণ করার কারণেই এরই মধ্যে কয়েক হাজার ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন বলেও উল্লেখ করেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। তিনি আরও বলেন, বাইডেন প্রশাসন নিজেদের ব্যর্থতা মেনে নেওয়ার বদলে এখন মার্কিনিদের জীবন কেড়ে নেওয়ার পাঁয়তারা করছে।
এর আগে, গত বৃহস্পতিবার বাইডেন ইউরোপে আরও তিন হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমতি দেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেওয়ার পর ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ চালু করে। সেই অপারেশনকে আরও শক্তিশালী করতেই এই অতিরিক্ত তিন হাজার সেনা পাঠানো হচ্ছে।
নিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৮ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
১১ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
১১ ঘণ্টা আগে