একটি নতুন বার্গারের দোকান খোলা হবে। এর জন্য হাজার হাজার লোক এসে ভিড় করল শপিং মলে। ভাবছেন গুল মারা হচ্ছে? একদমই নয়। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আমেরিকান ড্রিম মল নামের শপিং মলে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার শপিং মলটিতে ‘মিস্টার বিস্ট’ নামের বার্গারের দোকানের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই দোকানটি থেকে বার্গার খাওয়ার জন্য এবং এর মালিকের সঙ্গে একবার সাক্ষাতের জন্য সেখানে জড়ো হন ১০ হাজারের বেশি মানুষ। এতক্ষণে নিশ্চয় প্রশ্ন জাগছে, দোকানটি কার?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এই বার্গারের দোকানের মালিক। বার্গার নিয়ে তাঁর ব্যবসার শুরু অবশ্য আগেই। বিশ্বের ১ হাজার এলাকায় তাঁর ব্র্যান্ডের বার্গার সরবরাহের শুরু হয় ২০২০ সালেই। এবার সত্যিকার অর্থেই বার্গারের দোকান খুলে বসলেন তিনি।
জিমি ডোনাল্ডসন কতটা জনপ্রিয়? বিবিসি জানাচ্ছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটির বেশি। রয়েছে বিরাট ভক্তকুল। এই ভক্তরাই আমেরিকান ড্রিম মলে মিস্টার বিস্ট বার্গার শপের উদ্বোধনের দিনে হাজির হয়েছিলেন শুধু বার্গার খেতে নয়, জিমিকে একনজর কাছ থেকে দেখার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য তারকাদের চেয়ে জিমি এখানে কিছুটা আলাদা। অনেক তারকাই নিজেদের খ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায় নামছেন ঠিক, কিন্তু কেউ আর সত্যিকারের রেস্তোরাঁ খুলে বসছেন না। উদাহরণ হিসেবে জিমির কথাই বলা যায়। ২০২০ সালে নিজ ব্র্যান্ডের বার্গার বাজারে আনলেও সেই বার্গার কিন্তু তিনি বা তাঁর পরিচালিত কোনো রেস্তোরাঁয় বানানো হতো না। সেগুলো বিদ্যমান অন্য রেস্তোরাঁগুলো বানাত এবং মিস্টারবিস্ট ব্র্যান্ডনেমে বিক্রি করত। ভালোই চলছিল। কিন্তু জিমি এবার নিজেই রসুই নিয়ে হাজির হলেন ভক্তদের বার্গার খাওয়াতে। এর আগে তিনি গত জানুয়ারিতেই নিজস্ব চকলেট কোম্পানি চালু করেন। গত এপ্রিলে তিনি জানান, চকলেট বিক্রি থেকে তিনি এরই মধ্যে ১৩ লাখ ডলার আয় করেছেন।
একটি নতুন বার্গারের দোকান খোলা হবে। এর জন্য হাজার হাজার লোক এসে ভিড় করল শপিং মলে। ভাবছেন গুল মারা হচ্ছে? একদমই নয়। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আমেরিকান ড্রিম মল নামের শপিং মলে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত রোববার শপিং মলটিতে ‘মিস্টার বিস্ট’ নামের বার্গারের দোকানের উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই দোকানটি থেকে বার্গার খাওয়ার জন্য এবং এর মালিকের সঙ্গে একবার সাক্ষাতের জন্য সেখানে জড়ো হন ১০ হাজারের বেশি মানুষ। এতক্ষণে নিশ্চয় প্রশ্ন জাগছে, দোকানটি কার?
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন এই বার্গারের দোকানের মালিক। বার্গার নিয়ে তাঁর ব্যবসার শুরু অবশ্য আগেই। বিশ্বের ১ হাজার এলাকায় তাঁর ব্র্যান্ডের বার্গার সরবরাহের শুরু হয় ২০২০ সালেই। এবার সত্যিকার অর্থেই বার্গারের দোকান খুলে বসলেন তিনি।
জিমি ডোনাল্ডসন কতটা জনপ্রিয়? বিবিসি জানাচ্ছে, ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ১০ কোটির বেশি। রয়েছে বিরাট ভক্তকুল। এই ভক্তরাই আমেরিকান ড্রিম মলে মিস্টার বিস্ট বার্গার শপের উদ্বোধনের দিনে হাজির হয়েছিলেন শুধু বার্গার খেতে নয়, জিমিকে একনজর কাছ থেকে দেখার জন্য।
সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য তারকাদের চেয়ে জিমি এখানে কিছুটা আলাদা। অনেক তারকাই নিজেদের খ্যাতি কাজে লাগিয়ে ব্যবসায় নামছেন ঠিক, কিন্তু কেউ আর সত্যিকারের রেস্তোরাঁ খুলে বসছেন না। উদাহরণ হিসেবে জিমির কথাই বলা যায়। ২০২০ সালে নিজ ব্র্যান্ডের বার্গার বাজারে আনলেও সেই বার্গার কিন্তু তিনি বা তাঁর পরিচালিত কোনো রেস্তোরাঁয় বানানো হতো না। সেগুলো বিদ্যমান অন্য রেস্তোরাঁগুলো বানাত এবং মিস্টারবিস্ট ব্র্যান্ডনেমে বিক্রি করত। ভালোই চলছিল। কিন্তু জিমি এবার নিজেই রসুই নিয়ে হাজির হলেন ভক্তদের বার্গার খাওয়াতে। এর আগে তিনি গত জানুয়ারিতেই নিজস্ব চকলেট কোম্পানি চালু করেন। গত এপ্রিলে তিনি জানান, চকলেট বিক্রি থেকে তিনি এরই মধ্যে ১৩ লাখ ডলার আয় করেছেন।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৫ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৫ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৬ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৬ ঘণ্টা আগে