Ajker Patrika

কাবুলে ফের হামলার আশঙ্কা, নাগরিকদের বিমানবন্দর এলাকা ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

কাবুলে ফের হামলার আশঙ্কা, নাগরিকদের বিমানবন্দর এলাকা ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭০ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ রোববার কাবুলের বিমানবন্দরে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন কাবুল বিমানবন্দরে রোববার এই হামলা হতে পারে।’ 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’ 

প্রসঙ্গত, কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন। 

শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’ 

উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত