আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭০ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ রোববার কাবুলের বিমানবন্দরে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন কাবুল বিমানবন্দরে রোববার এই হামলা হতে পারে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’
প্রসঙ্গত, কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে গত বৃহস্পতিবারের হামলার ঘটনায় এ পর্যন্ত প্রাণ গেছে ১৭০ জনের। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ রোববার কাবুলের বিমানবন্দরে ফের হামলা হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেন, ‘মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছেন কাবুল বিমানবন্দরে রোববার এই হামলা হতে পারে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে যুক্তরাষ্ট্রের সকল নাগরিকদের কাবুল বিমানবন্দর সংলগ্ন এলাকা ত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের সেনাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জো বাইডেন বলেন, ‘আফগানিস্তানের পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর কমান্ডাররা জানিয়েছে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুল বিমানবন্দরে ফের হামলা হতে পারে।’
প্রসঙ্গত, কাবুল বিমানবন্দরে হামলার পর যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আফগানিস্তানে ইসলামিক স্টেট জিহাদি গোষ্ঠীর দুই শীর্ষ জঙ্গি নিহত হন।
শনিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ড্রোন হামলা এটাই শেষ নয়। জঘন্য হামলাকারীদের খুঁজতে আমরা অভিযান অব্যাহত রাখব এবং তাঁদের চড়া মূল্য দিতে হবে।’
উল্লেখ্য, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এখনো প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সকল সেনা, কূটনীতিক ও কর্মকর্তাদের এরই মধ্যে কাবুল থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে