অনলাইন ডেস্ক
গ্র্যামি জয়ী আমেরিকার র্যাপ গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক তিন সহকর্মী। লিজ্জো যখন গান গাইতেন ওই সহকর্মীরা তখন তার পেছনেই নাচ করতেন।
এ বিষয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে একটি সাধারণ মামলা হিসেবে নৃত্যশিল্পীদের অভিযোগটি নথিভুক্ত হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ক্লাবে লিজ্জো গান গাওয়ার সময় ওই তিন সহকর্মীকে নগ্ন হয়ে নাচার জন্য জোর করেছিলেন। পরবর্তীতে দল থেকে বরখাস্ত করার আগে ওই তিনজনের একজনকে ‘মোটা’ বলে ভর্ৎসনা করেছেন লিজ্জো, যদিও তিনি নিজেও অনেক মোটা এবং মোটা হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই প্রচার করে থাকেন।
প্ল্যান্টিফ অ্যারিয়ানা, ক্রিস্টাল উইলিয়ামস এবং নোয়েলে রদ্রিগেজ নামের ওই তিন নৃত্যশিল্পী যৌন হয়রানি ছাড়াও লিজ্জোর বিরুদ্ধে ধর্ম ও বর্ণ বিদ্বেষ, মারধর, অক্ষমদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মিথ্যা অভিযোগে জেল খাটানোর অভিযোগ এনেছেন।
এসব অভিযোগে পরিমাণ উল্লেখ না করলেও ক্ষতিপূরণ দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগে র্যাপ গায়িকা লিজ্জো প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ আছে—তাঁর প্রযোজনা সংস্থা বিগ গ্রিল বিগ ট্যুরিং ইনকর্পোরেটেড নামে পরিচিত এবং তাঁর নৃত্যশিল্পী দলের প্রধানের নাম শার্লিন কুইগলি।
লিজো এবং তাঁর দল সাবেক সহকর্মীদের অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
গ্র্যামি জয়ী আমেরিকার র্যাপ গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তাঁর সাবেক তিন সহকর্মী। লিজ্জো যখন গান গাইতেন ওই সহকর্মীরা তখন তার পেছনেই নাচ করতেন।
এ বিষয়ে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্টে একটি সাধারণ মামলা হিসেবে নৃত্যশিল্পীদের অভিযোগটি নথিভুক্ত হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি ক্লাবে লিজ্জো গান গাওয়ার সময় ওই তিন সহকর্মীকে নগ্ন হয়ে নাচার জন্য জোর করেছিলেন। পরবর্তীতে দল থেকে বরখাস্ত করার আগে ওই তিনজনের একজনকে ‘মোটা’ বলে ভর্ৎসনা করেছেন লিজ্জো, যদিও তিনি নিজেও অনেক মোটা এবং মোটা হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই প্রচার করে থাকেন।
প্ল্যান্টিফ অ্যারিয়ানা, ক্রিস্টাল উইলিয়ামস এবং নোয়েলে রদ্রিগেজ নামের ওই তিন নৃত্যশিল্পী যৌন হয়রানি ছাড়াও লিজ্জোর বিরুদ্ধে ধর্ম ও বর্ণ বিদ্বেষ, মারধর, অক্ষমদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মিথ্যা অভিযোগে জেল খাটানোর অভিযোগ এনেছেন।
এসব অভিযোগে পরিমাণ উল্লেখ না করলেও ক্ষতিপূরণ দাবি করেছেন অভিযোগকারীরা।
অভিযোগে র্যাপ গায়িকা লিজ্জো প্রকৃত নাম মেলিসা ভিভিয়েন জেফারসন উল্লেখ করা হয়েছে। আরও উল্লেখ আছে—তাঁর প্রযোজনা সংস্থা বিগ গ্রিল বিগ ট্যুরিং ইনকর্পোরেটেড নামে পরিচিত এবং তাঁর নৃত্যশিল্পী দলের প্রধানের নাম শার্লিন কুইগলি।
লিজো এবং তাঁর দল সাবেক সহকর্মীদের অভিযোগ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
৭ ঘণ্টা আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
৮ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
৮ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
৮ ঘণ্টা আগে