যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকিতে ভীত নয়। গত শুক্রবার রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের বলে ঘোষণার দেয় এবং পুতিন প্রয়োজনে পরমাণু অস্ত্রের ব্যবহার করার হুমকির প্রতিক্রিয়ায় বাইডেন রাশিয়াকে সতর্ক করে এই কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়া যুক্ত হওয়া চারটি অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখার প্রসঙ্গে পুতিন বলেন, ওই অঞ্চলগুলো সব সময়ই রাশিয়ার থাকবে। তবে, রাশিয়ার এমন প্রত্যয়ের বিপরীতে ইউক্রেনও ওই অঞ্চলগুলোকে পুনরুদ্ধার করা প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ উসকানি।’
হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যকে আমলে নিয়ে তাঁর বক্তব্যকে ‘বেপরোয়া শব্দমালা এবং হুমকি’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, ‘জনাব পুতিন আমাদের ভয় দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই কোনো হুমকিতে ভয় পায় না।’
ভাষণে বাইডেন সরাসরি পুতিনকে নির্দেশ করে বক্তব্য দেন। তিনি পুতিনের উদ্দেশ্যে ক্যামেরার দিকে আঙুল তাক করে বলেন, ‘ন্যাটোভুক্ত মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত, ন্যাটোভুক্ত প্রতি ইঞ্চি জমি রক্ষা করা হবে। জনাব পুতিন, আমি কী বলছি সেটাকে ভুল বুঝবেন না। আমি বলেছি, প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে।’
গত শুক্রবার দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু অস্ত্র ব্যবহার করে নজির সৃষ্টি করেছেন।’ গত সপ্তাহে পুতিন জানিয়েছিলেন, তাঁর দেশের কাছে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা এগুলো ব্যবহারেরও প্রস্তুত এবং আমি এই বিষয়ে কোনো গালগল্প করছি না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া হুমকিতে ভীত নয়। গত শুক্রবার রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের বলে ঘোষণার দেয় এবং পুতিন প্রয়োজনে পরমাণু অস্ত্রের ব্যবহার করার হুমকির প্রতিক্রিয়ায় বাইডেন রাশিয়াকে সতর্ক করে এই কথা বলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়া যুক্ত হওয়া চারটি অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখার প্রসঙ্গে পুতিন বলেন, ওই অঞ্চলগুলো সব সময়ই রাশিয়ার থাকবে। তবে, রাশিয়ার এমন প্রত্যয়ের বিপরীতে ইউক্রেনও ওই অঞ্চলগুলোকে পুনরুদ্ধার করা প্রতিজ্ঞা ব্যক্ত করেছে। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, ‘রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ উসকানি।’
হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্টের বক্তব্যকে আমলে নিয়ে তাঁর বক্তব্যকে ‘বেপরোয়া শব্দমালা এবং হুমকি’ হিসেবে আখ্যা দেন এবং বলেন, ‘জনাব পুতিন আমাদের ভয় দেখাতে পারেননি। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই কোনো হুমকিতে ভয় পায় না।’
ভাষণে বাইডেন সরাসরি পুতিনকে নির্দেশ করে বক্তব্য দেন। তিনি পুতিনের উদ্দেশ্যে ক্যামেরার দিকে আঙুল তাক করে বলেন, ‘ন্যাটোভুক্ত মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত, ন্যাটোভুক্ত প্রতি ইঞ্চি জমি রক্ষা করা হবে। জনাব পুতিন, আমি কী বলছি সেটাকে ভুল বুঝবেন না। আমি বলেছি, প্রতিটি ইঞ্চি রক্ষা করা হবে।’
গত শুক্রবার দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে পরমাণু অস্ত্র ব্যবহার করে নজির সৃষ্টি করেছেন।’ গত সপ্তাহে পুতিন জানিয়েছিলেন, তাঁর দেশের কাছে বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক অস্ত্র রয়েছে। তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা এগুলো ব্যবহারেরও প্রস্তুত এবং আমি এই বিষয়ে কোনো গালগল্প করছি না।’
ইরানে নারীদের ওপর দুইটি পৃথক সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। একটি ভিডিওতে রাস্তায় এক নারীকে ভয়াবহভাবে নির্যাতন এবং অপরটিতে একটি পেশাদার সভায় নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও ধ্বংস করে দিয়েছে।’
৪ ঘণ্টা আগেহাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
৫ ঘণ্টা আগে