অনলাইন ডেস্ক
গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি হোয়াইট হাউসে তৃতীয় রাষ্ট্রপ্রধানের সফর। তাই আনুষ্ঠানিকতার পর্বও ছিল যথারীতি।
বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি করমর্দন করেন। পরে তাঁরা হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে উপস্থিত সাংবাদিকদের দিকে হাসিমুখে তাকিয়ে ছবি তোলার সুযোগ দেন।
তবে দুজনের হ্যান্ডশেককে একটি সংক্ষিপ্ত করমর্দন হিসেবে বর্ণনা করেছেন বিবিসির সাংবাদিক, অন্তত সপ্তাহের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে করা করমর্দনের তুলনায়।
করমর্দনের পর তাঁরা একসঙ্গে ওভাল অফিসের দিকে রওনা হন। সেখানেই তাঁদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে একটি কালো এসইউভি থেকে বের হয়ে হোয়াইট হাউসের পশ্চিম প্রবেশপথ দিয়ে পা রাখেন জেলেনস্কি। সেখানেই তাঁকে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমি হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে শতাধিক সাংবাদিক ও আলোকচিত্রীর উপস্থিতি দেখা গেছে। এদের মধ্যে ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সংখ্যাও উল্লেখযোগ্য।
ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য গার্ড অব অনার প্রস্তুত ছিল। সেনাদের হাতে ছিল ৫৮টি পতাকা। এর মধ্যে ৫৬টি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের পতাকা, পাশাপাশি আমেরিকা ও ইউক্রেনের জাতীয় পতাকা।
এই অভ্যর্থনা পর্ব এখন হোয়াইট হাউসে বেশ পরিচিত হয়ে উঠেছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই আনুষ্ঠানিকতা উপভোগ করেছেন।
গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। মাত্র এক সপ্তাহের মধ্যেই এটি হোয়াইট হাউসে তৃতীয় রাষ্ট্রপ্রধানের সফর। তাই আনুষ্ঠানিকতার পর্বও ছিল যথারীতি।
বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসে প্রথা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি করমর্দন করেন। পরে তাঁরা হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে উপস্থিত সাংবাদিকদের দিকে হাসিমুখে তাকিয়ে ছবি তোলার সুযোগ দেন।
তবে দুজনের হ্যান্ডশেককে একটি সংক্ষিপ্ত করমর্দন হিসেবে বর্ণনা করেছেন বিবিসির সাংবাদিক, অন্তত সপ্তাহের শুরুতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে করা করমর্দনের তুলনায়।
করমর্দনের পর তাঁরা একসঙ্গে ওভাল অফিসের দিকে রওনা হন। সেখানেই তাঁদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে একটি কালো এসইউভি থেকে বের হয়ে হোয়াইট হাউসের পশ্চিম প্রবেশপথ দিয়ে পা রাখেন জেলেনস্কি। সেখানেই তাঁকে অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমি হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে শতাধিক সাংবাদিক ও আলোকচিত্রীর উপস্থিতি দেখা গেছে। এদের মধ্যে ইউক্রেনীয় সংবাদমাধ্যমের প্রতিনিধির সংখ্যাও উল্লেখযোগ্য।
ইউক্রেনের প্রেসিডেন্টের জন্য গার্ড অব অনার প্রস্তুত ছিল। সেনাদের হাতে ছিল ৫৮টি পতাকা। এর মধ্যে ৫৬টি যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য ও অঞ্চলের পতাকা, পাশাপাশি আমেরিকা ও ইউক্রেনের জাতীয় পতাকা।
এই অভ্যর্থনা পর্ব এখন হোয়াইট হাউসে বেশ পরিচিত হয়ে উঠেছে। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও একই আনুষ্ঠানিকতা উপভোগ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন।’ এ ছাড়াও তিনি জেলেনস্কিকে ‘কৃতজ্ঞতা’ স্বীকার না করার জন্য তিরস্কার করেছেন। ওভাল অফিসে ট্রাম্প, জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট
৩ ঘণ্টা আগেতাইওয়ানের বার্ষিক সামরিক মহড়া হান কুয়াংয়ের পরিধি বাড়ানোর খবরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উ কিয়ান বলেন, ‘এটি পরিস্থিতি, জনমত ও শক্তির তুলনায় একটি ভুল হিসাব। এমনভাবে সামনে এগোনো অত্যন্ত বিপজ্জনক। আমরা ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষকে সতর্ক করছি, ঝাঁটার সাহায্যে জোয়ারের মুখে দাঁড়ানো..
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, আজ শুক্রবার হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। এই সাক্ষাতে একটি খনিজ সম্পদ বিষয়ক চুক্তিতে স্বাক্ষর হতে পারে। এ অবস্থায় দুই নেতার আলোচনার ফলাফল কী হয় জানতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে...
৫ ঘণ্টা আগেক্যাফেটির নাম ‘টবিস এস্টেট’। অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত এই ক্যাফে এবার বিশ্বসেরার মর্যাদা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশে এটির শাখা রয়েছে। তালিকাটির শীর্ষ দশের মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, নরওয়ে ও সিঙ্গাপুরের ক্যাফেও রয়েছে।
৬ ঘণ্টা আগে