Ajker Patrika

লস অ্যাঞ্জেলেসে নির্মাণাধীন টানেলে ধস, অলৌকিকভাবে বেঁচে গেল ৩১ শ্রমিক

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭: ৪২
ধসে পড়া টানেল থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ৩১ নির্মাণশ্রমিক। ছবি: এএফপি
ধসে পড়া টানেল থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন ৩১ নির্মাণশ্রমিক। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নির্মাণাধীন একটি টানেলের অংশবিশেষ ধসে পড়েছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, ভেতরে থাকা ৩১ নির্মাণশ্রমিকের সবাই নিহত হয়ে থাকতে পারেন। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ওই ৩১ নির্মাণশ্রমিক। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

গতকাল বুধবার মার্কিন সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন। ছোটখাটো চোট পেলেও বড়সড় আঘাত পাননি কেউ। লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের সদস্য টিম ম্যাকঅস্কার বলেন, ‘এ দুর্ঘটনার ফল অত্যন্ত বিপর্যয়কর হতে পারত। কিন্তু শ্রমিকেরা জানতেন কী করতে হবে। মাথা ঠান্ডা রেখে পুরো বিষয়টা সামলেছেন তাঁরা। নিজেদের সুরক্ষা নিশ্চিত করেছেন।’

লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যস বলেন, ‘প্রথমে মনে হয়েছিল, বড় কোনো ট্র্যাজেডির মুখোমুখি হতে হবে আমাদের। কিন্তু যা ঘটেছে, তা আসলে আমাদের বিজয়ই। সব শ্রমিককে নিরাপদে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।’

তবে শ্রমিকেরা উদ্ধার হওয়ার আগ পর্যন্ত চরম উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন তাঁদের স্বজনেরা। আরালি ওরোজেকো নামের এক নারী জানান, তাঁর তিন ভাই ওই টানেলে কাজ করছিলেন। তিনি বলেন, ‘আমি গির্জায় ছিলাম। হঠাৎ আমার মোবাইল ফোনে একের পর এক কল আসতে শুরু করে। জানতে পারি, আমার ভাইয়েরা যে টানেলে কাজ করে, ওই টানেল ধসে পড়েছে। কোনো নিশ্চিত খবর পাওয়ার আগ পর্যন্ত প্রচণ্ড ভয় আর দুশ্চিন্তায় ছিলাম। সবচেয়ে খারাপ খবরটার জন্য প্রস্তুত ছিলাম।’

ওরোজেকো আরও জানান, এক ঘণ্টা ধরে চেষ্টার পর এক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি। সে সময় তাঁর ভাই কাঁদছিলেন। ওরোজেকো বলেন, ‘আমার ভাই ধরেই নিয়েছিল যে সে আর বাঁচবে না।’

লস অ্যাঞ্জেলেস কাউন্টি স্যানিটেশন ডিস্ট্রিক্টের মুখপাত্র মাইকেল চি জানান, প্রায় ৭০০ মিলিয়ন ডলারের এই প্রকল্পে একটি ৭ মাইল (প্রায় ১১ কিলোমিটার) দীর্ঘ সুয়ার টানেল নির্মাণ করা হচ্ছে। টানেলের একটি মাত্র প্রবেশপথ থেকে ৫ মাইল ভেতরে একটি বিশাল টানেল খননযন্ত্র কাজ করছিল। দুর্ঘটনার সময় শ্রমিকেরা ছিলেন তার থেকেও ১ মাইল ভেতরে, প্রায় ৪০০ ফুট (১২১ মিটার) নিচে।

ধসের পর শ্রমিকেরা খসে পড়া প্রায় ১২ ফুট উঁচু মাটির স্তূপ পার হয়ে দ্রুত খননযন্ত্রের কাছে পৌঁছান। সেখান থেকে একটি বড় ক্রেনের সাহায্যে হলুদ রঙের খাঁচায় করে তাঁদের ওপরে তোলা হয়। পুরো উদ্ধার অভিযানটি রেকর্ড করা হয়েছে। এরই মধ্যে তা বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

টানেলটি পুরোপুরি সরকারি জমির নিচে তৈরি হচ্ছে। ১৮ ফুট (৫ দশমিক ৫ মিটার) চওড়া এই টানেল লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকার পরিশোধিত বর্জ্য পানি প্রশান্ত মহাসাগরে পরিবহন করবে।

ঘটনার পর প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ঘটনার কারণ খতিয়ে দেখছে। তারা জানায়, সাইট নিরাপদ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাজ আপাতত বন্ধই থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত